Header ads

১৫ আগস্ট - মিশকাত উজ্জ্বল - এস এম এ হানিফ https://youtu.be/p7rplxJeZu8

ইউটিউব চ্যানেল লিংকঃ 


১৫ আগস্ট

- মিশকাত উজ্জ্বল

যে দাঁড়কাকটি প্রতি ভোরে ডেকে ডেকে ক্লান্ত যে ব্যাকুল সারথী তৃষ্ণার্ত চাতকের মতো মেঘজলের প্রার্থনারত যে প্রিয় আসবে বলে ঘণ্টার পর ঘণ্টা প্রতীক্ষায় রাখে যে স্বৈরিণী নিপুন ছলে ভেঙেছে হৃদয়টাকে সে-ও বড় বন্ধু বটে। যে সুহৃদ রক্তের ঋণের কথা দিব্যি ভুলে যায় যে স্বজন জীবনকে ফেলে দেয় ঘোর অমানিশায় যে হাভাতে দ্বারে দ্বারে ভিক্ষার কড়া নাড়ে যে রমণীর সতীত্বের নিলাম হয় রাতের আঁধারে তাকেও বন্ধু বলি। যে যুবক পনেরো আগস্টের শোক মিছিলে না যায় যে কবি যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে লিখে না বজ্রবাণী কবিতায় যে বৃদ্ধের মনে গোপনে চলে জঙ্গীবাদের বীজ চাষ যে প্রজন্ম জন্মোৎসবের আড়ালে জাতীয় শোককে করে উপহাস সে আমার বন্ধু নয় কস্মিনকালেও।

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.