Header ads

কক্সবাজার || ঘুরে দেখি নিজ দেশ-Beautiful Bangladesh

 ঘুরে দেখি নিজ দেশ-Beautiful Bangladesh

কক্সবাজার সমুদ্র সৈকতঃ

ঘুরে দেখি নিজ দেশ-Beautiful Bangladesh
ঝাউতলা বীচ, কক্সবাজার


প্রকৃতির অপার সৌন্দর্য্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এই দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য বিভিন্ন রকম। আবার ষড়ঋতুর এই দেশে সেই বিভিন্ন রকম সৌন্দর্য্যও ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বাংলাদেশের পর্যটনের অন্যতম আকর্ষণের কেন্দ্র কক্সবাজারের কথাই ধরি। বর্ষায় এর রূপ এক রকম তো শীতে আরেক। 
বসন্তে আবার অন্যরূপ। সকালে এক রুপ তো বিকালে তা ভিন্ন। এর গোধূলী হৃদয় ছুঁয়ে যায় তো রাতে হৃদয়ে শিহরণ তোলে, মনকে দোলা দিয়ে যায়। 
ঘুরে দেখি নিজ দেশ-Beautiful Bangladesh
ঝাউতলা বীচ, কক্সবাজার
কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। ১২০ কি.মি দৈর্ঘ্যের এই সৈকতের বিভিন্ন অংশের সৌন্দর্য্যও  বিভিন্ন রকম। এর রয়েছে অনেকগুলো পর্যটন স্পট। যেমন- লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ঝাউতলা বীচ, কলাতলী পয়েন্ট, ইনানী বীচ, হিমছড়ি বীচ, টেকনাফ সৈকত, দরিয়ানগর সৈকত, শ্যামলাপুর সৈকত, শিলাখালী সৈকত, হাজামপাড়া সৈকত, মেরিন ড্রাইভ ইত্যাদি।

ঘুরে দেখি নিজ দেশ-Beautiful Bangladesh
ঝাউতলা, কক্সবাজার

 যাতায়াতঃ 


দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্রগ্রাম হয়ে যেতে হয় কক্সবাজার। বাসে বা বিমান যোগে যাওয়া যায় কক্সবাজার । খুব শীঘ্রই চালু হচ্ছে সরাসরি ট্রেনে যাতায়াতের ব্যবস্থা। তবে এখন ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে তারপর সেখান থেকে বাসে কক্সবাজার যাওয়া যাবে। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন ভাড়া জনপ্রতি ৩০০-১২০০ টাক মধ্যে (ট্রেনের ধরন ও সিট অনুসারে)। চট্টগ্রাম থেকে বাসে ভাড়া পরবে ৩০০-৬০০ টাকা।  ভাড়া-বাসের ধরন (এসি, নন-এসি) ও শ্রেণি অনুযায়ী বিভিন্ন রকম। ঢাকা থেকে বাসে ভাড়া পরবে কমবেশি ৭৫০ টাকা ২৫০০ টাকার মধ্যে। বিমানে ঢাকা থেকে ৩৫০০ টাকা - ১১০০০ টাকা। এবং চট্টগ্রাম থেকে ২০০০-৪০০০/- টাকা। 

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.