Header ads

বিড়াল বউ

বিড়াল বউ
বিড়াল বউ
আমাদের একটা বিড়াল ছিল । বিড়ালটা ছিল খুব ভদ্র ও লক্ষ্মী । ছোছামি করতো না । ওর খাবারের জন্য আলাদা একটা বাটি ছিল । ঐ বাটি ছাড়া অন্য কোন খাবারে সে মুখ দিত না । এছাড়াও বিড়ালটার আরো একটা স্বভাব ছিল । গাঁ ঘেষা স্বভাব । ও সুযোগ পেলেই আমার গাঁয়ের সাথে লেগে থাকতো । আমি যখন খেতে বসতাম, ও এসে আমার গাঁ ঘেষে বসতো । আমি যখন টেবিলে পড়তে বসতাম, ও এসে আমার পা ঘেষে বসতো । আমি যখন শুয়ে পড়তাম, ও এসে আমার কোল ঘেষে বসতো । রাতে যখন ঘুমাতে যেতাম, ও এসে আমার পাশে ঘুমাতো । না, কখনো ওর প্রতি বিরক্ত হইনি । মাঝে মাঝে তাড়িয়ে দিতাম । ওর মন খারাপ হতো কিনা জানিনা । তবে দুই চার মিনিট এদিক সেদিক ঘুরে এসে আবার যেই সেই, কাছে এসে ঘেষে বসত । ওর এই গাঁ ঘেষা স্বভাবটা ধীরে ধীরে গাঁ সহা হয়ে গিয়েছিল । এবং এক সময় ভালো লাগতে শুরু করল ।

অনেক বছর পর আমাদের সেই বিড়ালটার কথা খুব বেশি মনে পড়ছে । কারণ - আমার বউ । ওর স্বভাব অনেকটা আমাদের সেই বিড়ালটার মতোই ।

.............. Painting: Hugues Merle

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.