Header ads

কুতুবদিয়া দ্বীপ, কক্সবাজার || ঘুরে দেখি নিজ দেশ-Beautiful Bangladesh

 ঘুরে দেখি নিজ দেশ-Beautiful Bangladesh

কুতুবদিয়া দ্বীপ, কক্সবাজার

কুতুবদিয়া বাতিঘর, কক্সবাজার

বাংলাদেশের বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা একটি ছোট দ্বীপ-কুতুবদিয়া দ্বীপ (Kutubdia Island)। এটি কক্সবাজার জেলায় অবস্থিত। এর আয়তন ২১৬ বর্গকিলোমিটার। এর উত্তর, পশ্চিম ও দক্ষিণ - এই তিন দিকে বঙ্গোপসাগর আর পূর্বে কুতুবদিয়া চ্যানেল। মাগনামা ঘাট থেকে এই চ্যানেল পাড় হয়েই কুতুবদিয়া দ্বীপে যেতে হয়। 

কুতুবদিয়া দ্বীপের দর্শণীয় স্থানঃ

কুতুবদিয়ায় দর্শণীয় স্থানের মধ্যে রয়েছে কুতুবদিয়া চ্যানেল, সমুদ্র সৈকত, বাতিঘর (Light House), বায়ু বিদ্যুৎ কেন্দ্র (Wind mil), লবন চাষ, কুতুব আউলিয়ার মাজার ইত্যাদি। 


বায়ু বিদ্যুৎ কেন্দ্র (Wind mil)
   বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন   এবং  সমুদ্রের পানি থেকে লবণ তৈরির   বাস্তব এবং চমৎকার অভিজ্ঞতা স্বচক্ষে দেখে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে কুতুবদিয়া দ্বীপে। 

হাতের মুঠোয় সূর্যকে বন্ধী করার চেষ্টা,
কুতুবদিয়া সমুদ্র সৈকত

যাতায়াতঃ 

কুতুবদিয়া যেতে হলে, আগে কক্সবাজার থেকে মাগনামা ঘাট আসতে হবে। সিএনজি, লেগুনা বা মাইক্রো বাসে করে আসা যায়। সেখান  থেকে ইঞ্জিন চালিত বোটে করে যেতে হয় কুতুবদিয়া। বোট চড়ার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিবেন। 



No comments

Theme images by Maliketh. Powered by Blogger.