সত্যমিথ্যা মিথ্যাসত্য
সত্যমিথ্যা মিথ্যাসত্য
;
আমি সত্য বললেই
অশান্তি নেমে আসবে পৃথিবীর বুকে,
আমি সত্য বললেই
অশান্ত ঝড় ওঠবে
শান্ত অর্ন্তলোকে ।
আমি সত্য বললেই
আকাশে মেঘ জমবে
পৃথিবী হবে কালো,
আমি সত্য বললেই
তারারা হারাবে,
চাঁদ হারাবে আলো ।
আমি সত্য বললেই
সূর্য ঢেকে যাবে
গভীর অন্ধকারে,
আমি সত্য বললেই
গুমড়ে কাঁদবে কেউ
দুয়ার বন্ধ করে ।
আমি সত্য বললেই
বঙ্গোপসাগর
ওঠবে ফেঁপে ফুলে,
আমি সত্য বললেই
বিপদ সংকেত
হৃদয় উপকূলে ।
আমি সত্য বললেই
হাসবে না ফুল
থেমে যাবে পাখির গান,
আমি সত্য বললেই
ঝর্ণা হবে স্থির
ভুলে যাবে নদীর টান ।
আমি সত্য বললেই
প্রিয়ার মুখের
হাসি থেমে যাবে,
সুন্দর মুখ
হয়ে যাবে কালো।
আমি সত্য বললেই
মন্দ হবে সব
যা আছে ভালো ।
আমি সত্য বললেই
ভালোবাসা ভরে যাবে অসীম ঘৃণায়
মন্দবাসা হবে শুরু,
আমি সত্য বললেই
শুধু আমি সত্য বললেই
মিথ্যে বলা হবে শুরু ।
; ; ; ; ; ; ; #Heart
No comments