রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ || Rajshahi University Admission Circular 2021
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
ভর্তি টাইমলাইন |
---|
আবেদন শুরু : ০৭ মার্চ ২০২১ (দুপুর ১২ টা) আবেদনের শেষ তারিখ : ১৮ মার্চ ২০২১ (রাত ১২ টা) ভর্তি পরীক্ষার তারিখ: আবেদনের ঠিকানা : www.admission.ru.ac.bd |
বিভিন্ন ইউনিটের নির্ধারিত আবেদন ফি
Unit-A : ( Faculty of Arts, Law, Social Science, Fine Arts and Institution of Education and Research): Application Fee-1320.00Taka
Unit-B : ( Faculty of Business Studies and IBA): Application Fee-1320.00Taka
Unit-C : ( Faculty of Science, Life and Earth Science, Agriculture, Engineering): Application Fee-1320.00Taka
আবেদন ফি প্রদানের প্রক্রিয়া
স্লিপে প্রদত্ত Bill Number ব্যবহার করে রকেট/ শিওরক্যাশ এর মাধ্যমে আবেদনের ফি নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে আবেদন নিশ্চিত (Confirm) করতে হবে। সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতিত আবেদন সম্পন্ন হবে না।
শিওরক্যাশ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি
Step-1: | *495# ডায়াল করতে হবে। |
Step-2: | "3. Payment" অপশন সিলেক্ট করতে হবে। |
Step-3: | "1. RU" অপশন সিলেক্ট করতে হবে। |
Step-4: | Enter Your Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে। |
Step-5: | Enter PIN এর স্থলে Customer এর শিওরক্যাশ Account এর PIN নম্বর দিতে হবে। |
Step-6: | Payment Confirmation SMS আসবে। SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে। |
রকেট এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি
Step-1: | *322# ডায়াল করতে হবে। |
Step-2: | "1. Bill Pay" অপশন সিলেক্ট করতে হবে। |
Step-3: | "2. Other" অপশন সিলেক্ট করতে হবে। |
Step-4: | "Enter Payer Mobile No." এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে। |
Step-5: | "0. Other" অপশন সিলেক্ট করতে হবে। |
Step-6: | Enter Biller ID. এর স্থলে '377' টাইপ করতে হবে। |
Step-7: | Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে। |
Step-8: | Enter Amount এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে। |
Step-9: | Enter PIN এর স্থলে Customer এর রকেট Account এর PIN নম্বর দিতে হবে। |
Step-10: | Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে। |
No comments