স্পর্শ
স্পর্শ
তোমার মমতার স্পর্শ খুব মনে পড়ে,
কোমল উষ্ণ চুমুর ছোঁয়া,
একেই কি মায়া ভরা আদর বলে?
নাকি অন্য কোনও নাম?
সুখ বা ব্যকুলতা?
কী অদ্ভুত আবেশ ছিলও,
আমার রক্তিম কপোলে তোমার প্রেম চিহ্ন।
এই বোধ করি- কুসুম কুসুম প্রেম,
উষ্ণতা আর মমতার মিলে মিশে যাওয়া।
চাই বলেই তো চাই,
তোমার কাছেই যাই।
তুমি এতো কেনও দূরে থাকো,
ভাল্লাগে না ছাই।
;
painting: Xie Chuyu
No comments