গোধূলী বেলায় | At the time of twilight
গোধূলী বেলায়
যখন স্বর্ণালী গোধূলী
তার বিদায়ের মুচকি হাসিটি
ছড়ায়ে দিবে চরাচরে,
যখন ভালবাসার
বকুল বিছানো পথে
চলতে চলতে ক্লান্ত হয়ে যাব,
যখন শুকিয়ে যাবে
আমার হৃদয়নদী,
জীবনের সব বৈচিত্র
বিবর্ণ হয়ে
ভুলিয়ে দিবে আমার
মনের ঠিকানা,
যখন শতাব্দীর নীরবতা
গ্রাস করবে আমাকে,
যখন আমি স্বপ্ন দেখতে ভুলে যাব,
যখন শূণ্যতা এসে
গ্রাস করবে আমার
সুখ স্বপ্নের সাজানো বাগান ।
জানিনা তখন
থাকবে কিনা পাশে,
হয়ত ফেলে যাবে
পিছু ফেলে আসা
পথের মতোই ।
; ; ; ; ; ; ;
এস এম এ হানিফ
Nice poetry
ReplyDelete