এক ভেজা সন্ধ্যার গল্প | The story of a wet evening
এক ভেজা সন্ধ্যার গল্প
; ; ; ; ; ; ; ;
বিষাদের কবিতা আর আসেনা
দীর্ঘশ্বাস বুক চিরে
ঘুরে ফিরে ব্যস্ত নগরীর অলিতে গলিতে
তবুও . . .
বিষাদের কবিতা আর আসেনা ।
সারাদিন ক্লান্তিহীন
পথচলা আর হয় না
সেই বৃষ্টিতে ভেজা হয় না আর
তবুও . . .
বিরহের কবিতা আর আসেনা ।
কাক ভেজা হয়ে সন্ধ্যায়
মিনিট কয়েকের ব্যবধানে
ফেরা হয় না বাসায়
কেউ আগে কেউ পিছে ।
সেই ভেজা সন্ধ্যা,ঝড়ের রাত
আর আসবে না জানি,
তবুও. . .
বিরহের কবিতা আর আসে না ।
সেই ভেজা সন্ধ্যা, ভেজা জ্যোৎস্না
বৃষ্টির জলে জলকেলি ।
আর হবে না ।
জানি ।
কারণ . . .
বিষাদের কবিতা আর আসে না ।
No comments