Header ads

সাধারণজ্ঞান-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ || General Knowledge-Liberation War and Bangladesh


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ে গুরুত্বপূর্ণ  প্রশ্নোত্তর

সাধারণজ্ঞান-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ || General Knowledge-Liberation War and Bangladesh



১। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ দেন?
- রেসকোর্স ময়দানে (মর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)

৪। ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্থায়ীত্ব কত ছিল?
- ১৮ মিনিট

৫। অপারেশন সার্চ লাইট- এর পরিকল্পনাকারী কে ছিল?
- ইয়াহিয়া খান

৬। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের পাকিস্তানী বাহিনীর সামরিক অভিযানের সাংকেতিক নাম কী ছিল?
অপারেশন সার্চ লাইট

৭। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- ১১ টি সেক্টরে
 
11-sectors-of-bangladesh

৮। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
- ২ নং সেক্টর

৯। কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
- ১০ নং সেক্টর

১০। আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অধীনে ছিল?
- ১০ নং সেক্টর


১১। ২৬ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কখন?
- ১৯৮০ সালে

১২। ১৬ ডিসেম্বরকে জাতীয় দিবস ঘোষণা করা হয় কবে?
- ২২ জানুয়ারি, ১৯৭২ সালে

১৩। বাংলাদেশের বিজয় লাভের দিন বাংলা কত তারিখ ছিল?
- ১ পৌষ ১৩৭৮ (বৃহস্পতিবার)

১৪। রাজাকার বাহিনী গঠন করেছিল কে?
- মওলানা এ কে এম ইউসুফ

১৫। মুক্তিবাহিনী গঠিত হয়েছিল কবে?
- ১১ জুলাই, ১৯৭১

১৬। যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
- ২১ নভেম্বর, ১৯৭১

১৭। মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথ কমান্ড গঠিত হয়েছিল কবে?
- ৩ ডিসেম্বর, ১৯৭১

১৮। মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন?
- লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা

১৯। মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে কম সময়ে দুর্ধর্ষ অপারেশন কোনটি?
- অপারেশন ফার্মগেট

২০। মুক্তিযোদ্ধা দিবস কোনটি?
- ১ ডিসেম্বর


২১। বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস কবে?
- ৬ ডিসেম্বর

২২। ১৯৭১ সালে কতটি দেশ বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
- ২ টি - ভুটান ও ভারত

২৩। বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম রাষ্ট্র কোনটি?
- ভুটান; ৬ ডিসেম্বর (আনুমানিক সকাল ১০.০০ টার দিকে)

২৪। বাংলাদেশকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় রাষ্ট্র কোনটি?
- ভারত; ৬ ডিসেম্বর (আনুমানিক সকাল ১১.০০ - ১১.৩০ টার দিকে)

২৫। পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে?
- রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)

২৬। পাকিস্তানি বাহিনী কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে?
- প্রায় ৯৩ হাজার

২৭। ঐতিহাসিক আত্মসমর্পণ দলিলের নাম কী ছিল?
- Instrument of surrender

২৮। কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন?
- মেজর জেনারেল জ্যাকব

২৯। আত্মসমর্পণ দলিলে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেন?
- আমির আবদুল্লাহ খান নিয়াজি (এ কে নিয়াজি)

৩০। আত্মসমর্পণ অনুষ্ঠানে কে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন?
- এ কে খোন্দকার


৩১। আত্মসমর্পণের পর পাকিস্তানি সৈন্যদের  যুদ্ধবন্ধি হিসেবে কোথায়  নিয়ে  যাওয়া হয়?
- ঢাকা সেনানিবাসে

৩২। আত্মসমর্পণের পর পাকিস্তানি বাহিনী কবে কোথায় অস্ত্র সমর্পণ করে?
- ১৯ ডিসেম্বর ১৯৭১; ঢাকা সেনানিবাসের গলফ মাঠে

৩৩। কার নেতৃত্বে পাকিস্তানি বাহিনী অস্ত্র সমর্পণ করে?
- মেজর জেনারেল রাও ফরমান আলী

৩৪। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
- ১৪ ডিসেম্বর

৩৫। ১৪ ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন কে?
- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ

৩৬। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে?
- ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা

৩৭। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন কমিটি প্রাথমিকভাবে কতজন বুদ্ধিজীবীর তালিকা অনুমোদন দেয়?
- ১২২২ জনের 

৩৮। স্বাধীনতাকালীন বাংলাদেশে কয়টি জেলা ছিল?
- ১৯ টি

৩৯। স্বাধীনতাকালীন বাংলাদেশের জেলাসমূহের মধ্যে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
- যশোর; ৬ ডিসেম্বর ১৯৭১

৪০। বাংলাদেশের বর্তমান জেলাসমূহের মধ্যে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
- পঞ্চগড়; ২৯ নভেম্বর ১৯৭১


৪১। মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন কোনটি?
- মিরপুর, ঢাকা

৪২। মিরপুর কবে শত্রুমুক্ত হয়?
- ৩১ জানুয়ারি, ১৯৭২

৪৩। মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধী কয়টি?
- ৪ টি; বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক

৪৪। স্বাধীনতাযুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধী লাভ করেন?
- ৭ জন

৪৫। স্বাধীনতাযুদ্ধে কতজন বীরউত্তম উপাধী লাভ করেন?
- ৬৮ জন 

৪৬। স্বাধীনতাযুদ্ধে কতজন বীরবিক্রম উপাধী লাভ করেন?
- ১৭৫ জন 

৪৭। স্বাধীনতাযুদ্ধে কতজন বীরপ্রতীক উপাধী লাভ করেন?
- ৪২৬ জন 

৪৮। স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতার প্রাপ্ত হন?
- ৬৭৬ জন

৪৯। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
-  বীরশ্রেষ্ঠ রুহুল আমীন

৫০। কোন বীরশ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
বীরশ্রেষ্ঠ রুহুল আমীন

Liberation War and Bangladesh
৫১। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
- পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে

৫২। কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

৫৩। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর  কোথায় ছিল?
- ভারতের আমবাসা এলাকায়

৫৪। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে?
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল (১৮ এপ্রিল, ১৯৭১)

৫৫। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন কে?
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)

৫৬। দেশেন একমাত্র পাহাড়ী আদিবাসী বীরবিক্রম কে?
- উক্যাচিং মারমা

৫৭। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধী লাভ করেন?
- বীরউত্তম

৫৮। দুইজন খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধার নাম কী?
- ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি

৫৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীয় নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কী?
- মাদার মারিও ভেরেনজি

৬০। স্বাধীনতাযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক কে?
- ডব্লিও এ এস ওডারল্যান্ড ( নেদারল্যান্ডে জন্মগ্রহনকারী অস্ট্রেলিয়ান নাগরিক)


৬১। কোন সাহিত্যিক “বীরপ্রতীক” খেতাব লাভ করেন?
- আবদুস সাত্তার

৬২। কোন ফরাসী সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের আগ্রহ প্রকাশ করেন?
- আদ্রে মায়ারা

৬৩। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
- শহিদুল ইসলাম (লালু); বীরপ্রতীক

৬৪। মুক্তিযুদ্ধের সময় শহিদুল ইসলামের বয়স কত ‍ছিল?
- ১২ বছর

৬৫। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে, কোথায় উত্তোলন করা হয়?
- ২ মার্চ, ১৯৭১; ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়

৬৬। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
- আ স ম আব্দুর রব

৬৭। কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
- ৩ মার্চ, ১৯৭১; পল্টন ময়দানে

৬৮। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়?
- ২৬ মার্চ, ১৯৭১

৬৯। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
২৬ মার্চ, ১৯৭১; চট্টগ্রামের কালুরঘাটে

৭০। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 


৭১। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
- ১৯ মার্চ, ১৯৭১; গাজীপুরে

৭২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়?
- ২৫  মার্চ মধ্যরাতে অর্থ্যাৎ ২৬ মার্চ, ১৯৭১ সালে

৭৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে, কোথায় মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়?
- ৭ সেপ্টেম্বর, ১৯৭১ সালে; পাকিস্তানের লায়ালপুর সামরিক জেলে (গোপন বিচারের মাধ্যমে)

৭৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন?
- ৮ জানুয়ারি, ১৯৭২ সালে; (১০ জানুয়ারি তিনি স্বদেশে পত্যাবর্তন করেন)

৭৫। “এ দেশের মাটি চাই, মানুষ নয়”- এ উক্তিটি কার?
- জেনারেল ইয়াহিয়া খান

৭৬। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়?
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে

৭৭। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রীসভা গঠিত হয়?
- ১০ এপ্রিল, ১৯৭১

৭৮। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
- ১৭ এপ্রিল, ১৯৭১ সালে

৭৯। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে?
- ১৭ এপ্রিল, ১৯৭১ সালে

৮০। বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রীসভায় সদস্য ছিল কয়জন?
- ৬ জন
৮১। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
- মেহেরপুর জেলার মুজিবনগর

৮২। মুজিবনগরের পূর্বনাম কী ছিল?
- বৈদ্যনাথতলার ভবেরপাড়া

৮৩। কে বৈদ্যনাথতলার নাম মুজিবনগর রাখেন?
- তাজউদ্দীন আহমদ

৮৪। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৮৫। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
- সৈয়দ নজরুল ইসলাম

৮৬। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- তাজউদ্দীন আহমদ

৮৭। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
- এম মনসুর আলী

৮৮। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন কে?
- অধ্যাপক ইউসুফ আলী

৮৯। মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অব অনার প্রদান করেন কে?
- মাহবুব উদ্দিন আহমেদ (বীরবিক্রম)

৯০। জেনারেল এম এ জি ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
- ১৮ এপ্রিল, ১৯৭১


৯১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধী দেওয়া হয় কবে?
- ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

৯২। কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ উপাধী দেওয়া হয়?
- ৩ মার্চ, ১৯৭১

৯৩।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেন কে?
- আ স ম আব্দুর রব

৯৪। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
- ক্যাপ্টেন এ কে খোন্দকার

৯৫। সায়মন ড্রিং কে ছিলেন?
- ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক

৯৬। মুক্তিযুদ্ধের সময় কবে, কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
- ১৮ এপ্রিল, ১৯৭১; কোলকাতায়

৯৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ৬ দফা ঘোষণা করেন?
- ১৩ ফেব্রুয়ারি, ১৯৬৬

৯৮। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
- ৭ ডিসেম্বর, ১৯৭০

৯৯। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল?
- ১৬৭ টি

১০০। ৭ মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল?
- প্রায় ১০ লক্ষ


১০১। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
- প্রায় ৩০ লক্ষ

১০২। মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
- জয় বাংলা

১০৩। বাংলার মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি?
- ৭ মার্চের ভাষণ

১০৪। মুক্তিযুদ্ধের সময় বহিঃবিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?
- বিচারপতি আবু সায়িদ চৌধুরী

১০৫। মুক্তিযুদ্ধ ভিত্তিক যাদুঘর ‘গৌরবাঙ্গন’ কোথায় অবস্খিত?
- যশোর

১০৬। মুক্তিযুদ্ধ ভিত্তিক যাদুঘর ‘শ্বাশত বাংলা’ কোথায় অবস্খিত?
- রংপুর

১০৭। মুক্তিযুদ্ধ ভিত্তিক যাদুঘর ‘ভাস্মর চেতন’ কোথায় অবস্খিত?
- ময়মনসিংহ সেনানীবাসে

১০৮। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ কোথায় অবস্খিত?
- নাটোরে

১০৯। “রেপ অব বাংলাদেশ” কী?
- মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র (যুক্তরাষ্ট্রের NBC টেলিভিশন কর্তৃক নির্মিত)

১১০। মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ -এর রচয়িতা কে?
- অ্যালেন গিনসবার্গ


১১১। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র “জীবন থেকে নেয়া” এর পরিচালক কে?
- জহির রায়হান

১১২। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
- চরমপত্র (উপস্থাপক- এম আর আকতার মুকুল)

১১৩। অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করা হয়?
- ৬০ টি

১১৪। বাঙ্গালীদের প্রধান যুদ্ধ কৌশল কী ছিল?
- গেরিলা আক্রমন ও সম্মুখ যুদ্ধ

১১৫। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল?
- মুক্তিফৌজ

১১৬। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

১১৭। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?
- যুক্তরাজ্য

১১৮। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
- উ থান্ট

১১৯। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
- ২০০১ সালে

১২০। সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে “বাংলাদেশ স্ট্রিট”?
- আইভরি কোস্ট

1 comment:

Theme images by Maliketh. Powered by Blogger.