ভালোবাসার চারা কবিতা || Short poems of love
ভালোবাসার চারা কবিতা
অণুকাব্য- ৪১
অণুকাব্য- ৩৯
অণুকাব্য- ৩৮
অণুকাব্য- ৩৭
অণুকাব্য- ৩৬
অণুকাব্য- ৩৫
অণুকাব্য- ৩৪
অণুকাব্য- ৩৩
অণুকাব্য- ৩২
অণুকাব্য- ৩১
অণুকাব্য- ৩০
অণুকাব্য- ২৯
অণুকাব্য- ২৮
এখন আমি দিশে হারা
অণুকাব্য- ২৭
অণুকাব্য- ২৬
মাঝে মাঝে খবর নিলে
রিলেশনটা মিষ্টি হয়,
ধীরে ধীরে এমনি করেই
ভালোবাসা সৃষ্টি হয়
অণুকাব্য- ২৫
হালকা হালকা মেঘ
অল্প অল্প বৃষ্টিতে
দেখেছি ভালোবাসা
লাজুক চোখের দৃষ্টিতে
অণুকাব্য- ২৪
করার ছিল
অনেক কিছু
ছুটলাম শুধু
তোমার পিছু
অণুকাব্য- ২৩
একদিন চলে যাবো
কেটে যাবে সব লাইন,
সেদিনও বলে যাবো
ভালো থেকো, থেকো ফাইন।
অণুকাব্য- ২২
ভালোবেসে যতই ডাকো
লক্ষ্মী , বাবু , সোনা
এসব গান বেশ পুরানো
আগে থেকেই শোনা ।
অণুকাব্য- ২১
কী এমন কামড়
দিয়েছে সোনা
এ বুকের মাঝে,
অমাবশ্যা পূর্ণিমায়
এ বুকের বাম পাশটায়
চিনচিন ব্যথা বাজে ।
অণুকাব্য- ২০
জড়াতে চাইনা
ছাড়াতে চাই
এড়াতে গিয়েও
জড়িয়ে ফেলি,
ফিরে গিয়ে
ফিরে পেতে চাই,
যেতে যেতে
ভালোবেসে ফেলি ।
অণুকাব্য- ১৯
আমার একটা
তুমি ছিল,
সুখ চাষের
ভূমি ছিল ।
অণুকাব্য- ১৮
বৃষ্টি তুমি মাঝরাতে
আবার এসো,
আমি ব্যালকনিতে
থাকবো দাঁড়িয়ে,
সারা শহর নিশ্চুপ হবে ঘুমে
আমি ছুঁব তোমায়
দু'হাত বাড়িয়ে ।
অণুকাব্য- ১৭
হৃদয়ের ক্যানভাসে
কারো হাসি মুখ ভাসে
জীবনের বারো মাসে
সেই ছবি এঁকে যাই
যত ভাবি ভুলে যাব,
ভুলে যেতে ভুলে যাই ।
অণুকাব্য- ১৬
কী আর ক্ষতি, বল
মিল্কিওয়ে পাড়ি দিব
তোর হাত ধরেই, চল ।
অণুকাব্য- ১৫
এসো...
সব দ্বিধা দ্বন্দ্ব কাটি
যতদূর সম্ভব
আরো কিছুটা পথ
পাশাপাশি হাটি ।
অণুকাব্য- ১৪
ভালোবাসা যেটুকু দেখো
চোখে, মুখে, হাসিতে
না, পুরোটাই অভিনয় নয়
কিছুটা ধার দেনা করে পাওয়া,
বাকিটা হারানোটা লুকাতে ।
অণুকাব্য- ১৩
দখিন হাওয়া বইবে যখন
পড়বে ঝরে বৃষ্টি ফোটা,
আহা রে প্রেম ছটফটিয়ে
নিদ্রা থেকে জেগে ওঠা ।
............ অনুদৃতঃ
মূলঃ হিলারি ম্যান্টেল
অণুকাব্য- ১২
যাহার প্রেমের ছোঁয়া পেয়ে
মন হয়েছে কালার
মাল্টি মনের সেই মেয়েটি
পাশের বাড়ির খালার ।
হঠাৎ সে যে উড়ে গেল
ভেঙে মনের পিঞ্জিরা ,
মন ছিল তার ধোলাইখালের
প্রেমটা মেইড ইন জিঞ্জিরা ।
অণুকাব্য- ১১
ভালোবেসে যতই ডাকো
লক্ষ্মী , বাবু , সোনা
এসব গান বেশ পুরানো
আগে থেকেই শোনা ।
কলা করে যতই বলো
জানু, সুইট হার্ট, থাক ।
ওসব কথা শুনেও দিল
করে না ধাক ধাক ।
অণুকাব্য- ১০
ভালোবাসা মানে
ফিনিক্স পাখির ঠোঁট
ভালোবাসা মানে
ফিনিক্স পাখির ডানা,
ভালোবাসা মানে
একটা ফিনিক্স পাখি
ভালোবাসা মানে
পাখির দুটো ছানা ।
অণুকাব্য- ৯
সোনাই,
একটা কথা শোনাই,
বিড়াল কিন্তু মান্দার গাছে
সাধে ওঠে না ।
দাগ দিতে চাইলে
ভেবে চিন্তে দিও, সার্ফএক্সেলে কিন্তু
সব দাগ ওঠেনা ।
অণুকাব্য- ৮
পাশে যে ছিল
সে আমার
পাশের কেউ নয়,
কাছের কেউ নয়,
সে আমার
দুরের কেউ নয়,
নয়তো ছায়া
শুধুই মায়া
পাশে থাকার
কাছে থাকার
একটু অভিনয় ।
অণুকাব্য- ৭
মেয়েটি হাত ধরেছিল,
অনেকটা পথ হেটেও ছিল,
হয়তো স্বপ্নও দেখেছিল
বাকিটা পথ একসাথে হাটার ।
মেয়েটির মা ছিল জ্যোর্তিরবিদ,
মেয়েকে স্বপ্ন দেখালো
ভীনগ্রহের কোন রাজপুত্রের ।
মেয়েটি কালো বোরকা পড়তো,
আর, এখন আমি বুজতে লিখেছি,
" ভালোবাসা মানে সাদা কাক" ।
অণুকাব্য- ৬
কখনো ভাবিনি আগে
আমাদের পথ হবে
এতোটাই সহজ,
এতোটাই সরল
রেল লাইনের মতো সমান্তরাল ।
মিলবেনা কোনোদিন
যদিও পাশাপাশি হাটি অনন্তকাল ।
অণুকাব্য- ৫
অণুকাব্য- ৪
আমি চাতক পাখি নই
তবু বৃষ্টির আশায় থাকি ,
বৃষ্টি এলেই তূমি
ছাদে এসে ভিজ
আমি অবাক হয়ে দেখি ।
08.08.2013
অণুকাব্য- ৩
পাশের বাড়ির আঙ্কেলকে
সময় দিলাম বিশ দিন
এরই মাঝে মেয়ে না হয়
এক শিশি বিষ দিন
অণুকাব্য- ২
প্রেমের এপ্লিকেশন
যত দিচ্ছি তার দরবারে
ততই মেয়ের দরবাড়ে
(13.08.2013)
অণুকাব্য- ১
আমিহীন জেনো তুমি
পায়া ছাড়া টুল
মিষ্টি সুবাস ছাড়া
তরতাজা ফুল,
আমি ছাড়া তুমি তাই
ষোল আনা ভুল।
No comments