From Salma Ainy's Envelops
From Salma Ainy's Envelops
Salma Ainy
To know more About: Salma Ainy
১৫.
পর্দায় থাকি বলে দ্বীনদার হয়ে যাইনি।
এখনও আমি গুনাহ করি।
হতাশ হই।
আমারও ভুল হয়।
আমিও দুনিয়াবি মোহে আসক্ত হয়ে পড়ি।
আবার আমার রবের সামনেই
মাথা নত করে দেই।
আমি নিষ্পাপ নই।
আমিও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই।
আমিও পথভ্রষ্ট হই।
আবার নিজের ভুল বুঝতে পেরে
নিজেই রবের নিকট অনুতপ্ত হই।
আত্মসমর্পণ করি।
হ্যাঁ, আমি নামাজ পড়ি।
কিন্তু আমি পরিপূর্ণ মুসলিমাহ নই।
আমার অন্তরেও কাঠিন্যতা আসে।
আমিও মাঝে মাঝে রাগ সামলাতে পারি না।
আমিও গাফেল হই।
নিজের নফসকে ধোকা দিয়ে ফেলি।
যিনি সপ্ত আকাশের মালিক,
সেই মহান রবের শপথ-
আমি গুনাহগার,
আমি পাপী এক অধম বান্দা।
সেই মহান পালনকর্তা জানেন
তাঁর গোলাম আমি।
নিজের নফসকে সংশোধনের চেষ্টার
সাক্ষী তিনি।
কৃতকর্মের পর অনুতপ্ত হৃদয়ের
রক্তক্ষরণের নিরব দ্রষ্টা তিনি।
যার হাতে আমার সমস্ত রাত-দিন,
সেই একক সত্ত্বার শপথ-
তিনি কখনই তার বান্দাদের
নিরাশ করবেন না।
হে আমার রব,
হে সারা জাহানের একচ্ছত্র অধিকারী-
আমাদের ক্ষমা করুন,
আমাদের হেদায়াত দিন।
আমাদেরকে আপনার রহমতের চাদরে মুড়িয়ে নিন।
১৪.
'Abyss'
---- Salma Ainy
১৩.
'SOUL'
--- Salma Ainy
Soul,
Is it just one single soul?
‘single’ soul.
Heart, soul and spirit!
Which one are you looking for?
I have my heart
soul and spirit in layers.
multi layers and more layers
of my heart and souls!
By the way, you hold the magic wand
Upto you, you use it or not!!!
Sharp-edged knife
You have that too!
I nearly forgot!!
১২.
চিকচিকে চাঁদের পাথরে
পরেছি আংটি
সাত আঙুলে
তুমি দেখেও বোঝনা,
বুঝেও ভুলে যাও!
- সালমা আইনি
১১.
You –
- Salma Ainy
Your liquidised gaze
and your crystal clear eyes;
and I try
to decipher
The wall of heavy curtains
gets difficult to lift
Through the crystalised liquid.
- Published in the book 'The Timeless Time'
১০.
৯.
দিন চলে যায়
দিন চলে যায়
পাখায় পাখায়
আঁকিতে বুকিতে
আঁকায় আঁকায়
রঙধনু রঙে
ভালোলাগায় আর
ভালোবাসায়
Salma Ainy
3.9.2019
৮.
৭.
হরেক রকম ভালোবাসায়
জড়াবো না
জড়াবো না আর কখনো...
সেই হরেক রকম
ভালোবাসার জালেই আটকে থাকি,
দিনশেষের ক্লান্তিতে বুঝি
তারপর না বোঝার ভান করে
'কাল নিশ্চয়ই জেগে উঠবো', বলে
ঘুমিয়ে পড়ি পাপড়ি বুজে।
পরওয়ারদিগারের সাথে ভালোবাসার সময়
আমার সবচাইতে কম!
৬.
রেশমি কাঁচা পাকা চুলের
ঝুঁকে পড়া আমাকে
তুমি লেডি গোডাইভা হতে বলছো?
সময় পাল্টেছে কিংবা পাল্টায়নি
তার হিসাব হবে সময় পেলে
তবে এইখানে এই ক্ষণে
তুমি ম্যানহোলের ঢাকনা সরিয়ে
নিজের পথ নিজেই খুঁজে নাও
আমি লেডি গোডাইভা হলেও
তোমার কিন্তু জমে থাকা
ওই পঁচা পানিতেই বসবাস!
- সালমা আইনী
২৪.০৫.২০২২২ ইং
৫.
পেঁজা তুলোর মেঘগুলোতে
তৈরী হয়েছে মেঘের মালা
ভুলে যাই সব ভুলে যাই
হারিয়ে যাওয়া গহীন বনের
ছোট্ট মেয়ে
অদ্ভুত সময় পার করে
এখন জানে সে
একা থাকা কাকে বলে
বিচ্যুত আত্মা নতুন খেলা
ছোট্ট মেয়ে
তুমি কবে বড় হবে!?
- সালমা আইনি
মে ২৭, ২০২২
৪.
Did you ever fall in love with my eyes ever?
And didn't find time to let me know?
Kept your longings obscure
Kept your thoughts inside the envelope...
Did you ever write a letter for me ever?
And didn't take the step to post it?
Kept your poesy inside the blue
That ultimately created shade in the ocean...
Did you actually love me ever?
Oh! How I wish I knew!
I would have done a small thing
Only to let you know,
I would have loved you too!!
-Ainy
৩.
ঝিকিমিকি তারাগুলো
জ্বলে নেভে আকাশে
টুপটাপ ঝরে পড়ে
এতোটুকু বাতাসে...
আমি নেই কুড়িয়ে
ধুলো টুকু সরিয়ে
পাপড়িতে জরিয়ে
গল্পটি ছড়িয়ে...
ঝিকিমিকি তারা কটি
জোনাকির আলোতে
নিজেরাই জ্বলজ্বল
নিকষ এই কালোতে...
- সালমা আইনি
২.
On Ainy's mind:
ভালোবাসার গল্পঃ সালমা আইনি (২৫।৭।২০১৭)
সেজদাহঃ
ধর্ম, ধর্মচর্চা, ধার্মিক, ধর্মভীরু, ধর্ম বিশ্বাস। ধর্ম মানা, ধর্ম না মানা। ধার্মিক, অধার্মিক। আরও কতো কিছু!
এই মহা জগতের সব সৃষ্টি পরম করুণাময় সৃষ্টিকর্তার জিকির করে, গুণগান গায়। তারা নির্দিষ্ট সময়ে তাদের বাঁধা নিয়মে প্রভুর সামনে মাথা নত করে। তারা তাঁকে ডাকে। তাঁর বিস্ময়কর উপস্থিতির সামনে তাদের অস্তিত্বকে নত করে রাখে। এটি ধর্ম বিশ্বাস। পৃথিবী এবং পৃথিবীর বাইরের জানা অজানা সব কিছুই এই কাজটি সময়মত, নির্ধারিত নিয়মে পালন করে সদা সর্বদা। ধর্মচিন্তা, বিশ্বাস এবং ধর্মগ্রন্থ থেকে আরও বুঝতে পারলাম ‘সময়’ একটি বিশাল বিস্তৃত, বিশাল বিস্ময়ের ব্যাপারও বটে। সূর্যের এক পথ চলার শেষ আর আরেক পথ চলার শুরুর মধ্যের ‘সময় ক্ষণটি’, বিশেষ আলোকিত। ‘ওয়াক্ত’ এবং ‘সময়’।
তখন ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি। ক্লাস শেষে ক্লান্ত আমি হাঁটছি। বিষণ্ণ বিকেল। বিকেল তিনটে সাড়ে তিনটে বাজতে না বাজতেই চারিদিক আঁধার হয়ে আসে। হিমেল হাওয়া। একাকী হাঁটা। কাঁধে বই ভর্তি ব্যাগ প্যাক। দিনের শেষে সবকিছুই ক্লান্ত আর ভারী লাগে। এরই মাঝে সূর্যের চলে যাওয়া আর মাগরিবের সময় শুরু। আমি হাঁটছি বাসার উদ্দেশে। কোথাও কেউ নেই।
এই একাকী নিস্তব্ধ পথচলা আমাকে সাহায্য করল – কিছু দূরের ফার গাছ থেকে শুরু করে পথের ধারের ছোট্ট ঝোপগুলো – বাতাস এবং চারিদিকের এক আশ্চর্য গন্ধ – সবকিছু ‘সেজদা’ রত হয়ে গেল। এটি আমার আবেগ নয়। ঐ মুহূর্তে আমি কোন ধর্মীয় চিন্তায় আপ্লুত ছিলাম না – বরঞ্চ ছিলাম একেবারে বিপরীত পার্থিব চিন্তায় চিন্তিত। আমাকে আমার প্রভু দেখিয়ে দিলেন, আমি ছাড়া সমস্ত জগত সংসারের সবাই ঐ মুহূর্তে তাঁর ধ্যানে মগ্ন , তাঁর ভালোবাসায় সিজদাবনত।
আমি , এই ক্ষুদ্র আমি – আমার আমিত্ব এক ফোঁটা অলৌকিক ভালোবাসার চাদরে ঢেকে গেলাম। প্রকৃতি মাথা নুইয়ে আছে। গাছের প্রতিটি পাতা ঝুঁকে আছে। বাতাস থেমে গেছে। পাখিগুলো চুপচাপ তাঁর কথা ভাবছে। এই প্রেম আমি প্রথমবার স্বচ্ছ পরিচ্ছন্নতায় নিজের দুটো চোখ ভরে হৃদয় দিয়ে দেখতে পেলাম! কি এক অনন্ত অবিশ্বাস্য ভালোবাসার ঘিরে থাকা!
১.
উথাল পাথাল -
সালমা আইনি
মনের ভেতর উথাল পাথাল
ধুক ফুঁক ধুক ফুঁক
চড়াই পাখির ধুক ফুঁক
চোখের পাতায় শিশির আর ভাসে না
বাঁকা ঠোঁটের হাসির সাথে
কি বল তুমি?
'বোকা মেয়ে'
'আহা, কি বোকা একটা মেয়ে!'
দৃষ্টি আকর্ষণঃ
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। আমরা সাধারণ শিক্ষাসহ বিভিন্ন শিক্ষামূলক নিবন্ধ প্রকাশ করে থাকি। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । নিয়মিত আপডেপ পেতে উপরের ডান কর্ণার থেকে ওয়েবসাইটটি Follow করে রাখেতে পারেন। মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ।
Heart Academy
No comments