উদাহরণসহ সাহিত্যের বিভিন্ন প্রকার ভাব ও রস এর নাম লিখ | Feelings and sentiments of literature
সাহিত্যের বিভিন্ন প্রকার ভাব ও রস
ভাব ও রসঃ
কাব্য পাঠের মাধ্যমে মনে যে অভিব্যক্তি জন্ম নেয়, তাকে ভাব বলে। ভাব হলো মনের বিশেষ অবস্থা। তবে কেবল কাব্য পাঠে এই ভাব জন্ম নেয়, তা নয়। আধুনিক সাহিত্য শুধু কাব্য নির্ভর নয়। উপন্যাস, গল্প, নাটক, এমনকি প্রবন্ধ পাঠেও ভাবের অবতারণা ঘটতে পারে। চলচ্চিত্র, নাটক ইত্যাদি দর্শনেও ভাব তৈরি হয়। বৃহৎ অর্থে, সাহিত্যের সব ধরনের আঙ্গিককে কাব্য বলা যায়। আর সাহিত্যর সব আঙ্গিকেই ভাব তৈরি হয়।
অলংকার শাস্ত্রে মানব মনের চিত্তবৃত্তিকে বোঝানো হয়। মানুষের মনের চিত্তবৃত্তি সবসময় একরকম থাকে না। বিভিন্ন রকম কাব্য পাঠে বিভিন্ন রকম ভাবের জন্ম হয়। এমনকি, একটি কাব্য পাঠে একাধিক ভাবের জন্ম হয়। অর্থ্যাৎ, ভাব স্থায়ী অনুভূতি নয়। এর আবির্ভাব ও অন্তর্ধান ঘটতে পারে। অতুলচন্দ্র গুপ্ত ‘কাব্য জিজ্ঞাস’ গ্রন্থে ভাব বোঝাতে ‘চিত্তবৃত্তি’ ও ‘ইমোশন’ শব্দ দুটি ব্যবহার করেছেন। সাধারণ মানুষের মধ্যে নানা রকম ভাব এমনিতেই তৈরি হয়। কিন্তু অলংকার শাস্ত্রে ভাব বলতে দৈনন্দিন জীবনে তৈরি হওয়া অনুভূতিকে বোঝায় না। এখানে, ভাবের সঙ্গে কাব্যের সম্পর্ক্য আছে। অর্থ্যাৎ, কাব্য পাঠে যে অনুভূতি ও অনুভবের জন্ম হয়, তাকে ভাব বলে। ভাবের ব্যাপারটি মানসিক।
কাব বা লেখকের প্রচেষ্টা থাকে পাঠকের মনে আনন্দ-বেদনা বা অন্য কোনো ভাব তৈরি করা । এজন্য তিনি কবিতায় বা লেখায় সচেতনভাবে িএমন কিছু উপাদানের সন্নিবেশ করেন, যাতে পাঠক মনে ভাব তৈরি হয়। এসব উপাদানের সারবস্তুকে রস বলে। ভাব লৌকিক; কিন্তু রস অলৌকিক। রসের জগৎ পুরোপুরি মায়ার জগৎ বা কাব্যের জগৎ। যেমন, কাব্যে করুণ রস থাকতে পারে। এই করুণ রসের ফলে মনে শোকভা জন্ম নেয়। এই শোক বাহ্য উপাদান। কিংবা কাব্যে হাস্য রস থাকতে পারে। এই হাস্য রসের কারণে মনে হাস ভাব জন্ম নেয়। এই হাসি বাহ্য উপাদান। কবির প্রচেষ্টা থাকে কাব্যে বিভিন্ন রকম রস তৈরি করা। এই অলৌকিক রস থেকে লৌকিক ভাবের জন্ম হয়।
রসের শ্রেণিবিভাগঃ
মানব মনে নয় ধরনের স্থায়ী ভাব তৈরি হয়। এই নয় ধরনের ভাব তৈরি হওয়ার পেছনে নয় ধরনের কাব্য রসের ভূমিকা রয়েছে। নিচে রস ও ভাবকে পাশাপাশি দেখানো হলো:
(১) প্রেয়ো রস থেকে জন্ম নেয় প্রীতি ভাব বা রতি ভাব
(২) করুণ রস থেকে জন্ম নেয় শোক ভাব
(৩) হাস্য রস থেকে জন্ম নেয় হাস ভাব
(৪) রুদ্র রস থেকে জন্ম নেয় ক্রোধ ভাব
(৫) বীর রস থেকে জন্ম নেয় উৎসাহ ভাব
(৬) ভয়ানক রস থেকে জন্ম নেয় ভয় ভাব
(৭) বীভৎস রস থেকে জন্ম নেয় জুগুপ্সা ভাব
(৮) অদ্ভুত রস থেকে জন্ম নেয় বিস্ময় ভাব
(৯) শান্ত রস থেকে জন্ম নেয় শম ভাব
নিচে উদাহরণসহ বিভিন্ন প্রকার রস আলোচনা করা হলো-
১। প্রেয়োরস → প্রীতিভাব:
এরে আমি কোথায় রাখি, একরত্তি জল,
দুর্ব্বাশীষে সোয়ার হয়ে জগৎ ঝলমল! (জসীমউদ্দীন)
২। করুণ রস → শোকভাব:
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে
বুঝবে সেদিন বুঝবে।”
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?
৩। হাস্যরস → হাস্যভাব :
৪। রুদ্ররস → ক্রোধভাব:
(ক) আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!
৫। বীররস → উৎসাহভাব:
(ক) তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত হাতে রে।
(খ) গাজনের বাজনা বাজা!
৬। ভয়ানকরস → ভয়ভাব :
বিভীষিকাময় রাত্রি,
রয়েছে শাপদ
অরণ্যঘণ দূর্বল অভিযাত্রী ।
হে মাঝি ! তোমার বেসাতি ছড়াও, শোনো,
৭। বীভৎসরস → জুগুপ্সাভাব:
এ সভ্যতা দেখে ,
দুর্নীতি আর ভেজাল
ভাইরাস হয়ে মিশে গেছে
সভ্যতার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে,
চুরি রাহাজানি সম্পত্তি দখল
অলিত গলিতে ছিনতাই ধর্ষন
মদের নেশায় মাতাল যুব সমাজ,
এটাই কি আমাদের সমাজ
আধুনিক সভ্যতায় ভরা?
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ,
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমোতে পারিনা-
৮। অদ্ভুতরস → বিস্ময়ভাব:
খেয়ে গেছে চাঁদ,
দুধের মতো সাদা চাঁদুধ
ভরে গেছে ছাদ ।
৯। শান্তরস → শমভাব:
সানুষের চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহিয়ান।
দৃষ্টি আকর্ষণঃ
সাহিত্যের রস,#সাহিত্যের রূপ ও রস,ভাব ও রস,সাহিত্যে রস এর প্রভাব,সাহিত্যের রূপ রস অলঙ্কার ও ছন্দতত্ত্ব,বাংলা সাহিত্যের রস,বাংলা সাহিত্যে রস,সাহিত্যের রস চেনার উপায়,সাহিত্যের রস বের করব কী করে,সংস্কৃত সাহিত্যের রস আলোচনা,সাহিত্যের ভাব-রস, ভাব ও রস,রস,ভাব,কাম রস ও প্রেম রস,বিভাব,#রূপ ও রস,কাব্যে রস,কৃষ্ণ ভাব,ভাব কাকে বলে,সাহিত্যে রস এর প্রভাব,কাম রস,করুণ রস,রস কত প্রকার ও কী কী,#সাহিত্যের রূপ ও রস,কবিতার রস,অদ্ভূত রস,বৈষ্ণব রস,রস কাকে বলে,শৃঙ্গার রস,সাহিত্যের রস,অনুভাব,বাংলা সাহিত্যে রস,মধুর বা শৃঙ্গার রস, স্থায়ী ভাব কয়টি ও কি কি, রস কত প্রকার ও কি কি, রস কাকে বলে? রস কত প্রকার ও কী কী?, আদি রস কত প্রকার ও কি কি?
No comments