বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষা - ২০১৮
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষা - ২০১৮; তারিখ : ২৬.০৫.২০১৮
বাংলা
১। কোনটি শুদ্ধ বানান ?
- সমীচীন ।
২। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
- আবদুল মনসুর আহমেদ ।
৩। কোনটি শুদ্ধ বানান?
- কৃষিজীবী ।
৪। ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকটি কে রচনা করেছেন ?
- সেলিম আল দীন ।
৫। কোনটি শুদ্ধ বানান?
- দূরীভূত ।
৬। কোনটি ‘কুল’ শব্দের প্রতিশব্দ নয় ?
- অবধি ।
৭। ‘রতন’ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র ?
- পোস্টমাস্টার ।
৮। কোন বানানটি শুদ্ধ?
- উন্মীলিত ।
৯। কোনটি ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ নয় ?
- ফুলশ্বর ।
১০। ‘আমার গানের মালা আমি করব কারে দান’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- করণ কারকে শূন্য ।
১১। কোন শব্দটি ‘প্রেষণ’ এর সমার্থক নয়?
- নিসর্গ।
১২। ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
- রশীদ করিম ।
১৩। কোনটি শুদ্ধ বানান?
- গৃহিণী ।
১৪। কোন শব্দটি ‘পদ্ম’ এর সমার্থক শব্দ নয় ?
- ধারা ।
১৫। কোন শব্দটি তৎসম শব্দ?
- গোয়ালা ।
১৬। ‘অপয়া’ কোন সমাস?
- বহুব্রীহি সমাস ।
১৭। ‘প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- সম্প্রদানে সপ্তমী ।
১৮। ‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো’ পঙক্তিটির রচয়িতা কে?
- রফিক আজাদ ।
১৯। ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
- গুজরাট ।
২০। কখন ‘ন’ হয় না ?
- ট বর্গের আগে
বিগত সালের কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ প্রশ্ন পেতে এখানে ক্লি করুন
English
১। কোনটি শুদ্ধ বানান ?
- Grievance
২। He is absorbed ------ thought.
- in
৩। Poor শব্দটির noun -
-Poverty
৪। Canon' শব্দটির বহুবচন-
- Canons
৫। The disgusted man grumbled ----- his fate.
- at
৬। verb of the word `Sale' is:
- Sell.
৭। The dog ran ----- the road.
- on.
৮। কোনটি শুদ্ধ বানান ?
- Efflorescence
৯। কোনটি peace শব্দটির verd?
- Pacify
১০। কোনটি শুদ্ধ বানান?
- Forfeit
১১। কোনটি `Circle' শব্দটির adjective?
- Circular
১২। কোন বাক্যটি শুদ্ধ?
- The reason for success are known to me
১৩। `People' শব্দটির adjective from কোনটি?
- Populous
১৪। কোন বাক্যটি শুদ্ধ?
- The game drew numerous spectators
১৫। `Let us write a letter' এটির passive form হচ্ছে --
- Let a letter be written by us.
১৬। Everything hinge ----- what happens next'
- upon.
১৭। What is the verb of the word `play'?
- Play.
১৮। If I ------- you, I would never do it.
-were
সাধারণজ্ঞান
১। আগড়তলা ষড়যন্ত্র মামলার’ আসামি কতজন ছিলেন ?
- ৩৫ জন ।
২। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ?
- ব্রাসেলস
৩। বাংলায় ইউরোপীয় বণিকদের মধে প্রথম এসেছিল -
- পর্তুগিজরা ।
৪। কোনটি জি-৮ ভুক্ত দেশ নয় ?
- নেদারল্যান্ডস
৫। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
- হুমায়ুন ।
৬। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধ’ উপাধি দেওয়া হয় কবে ?
- ২৩ ফেব্রুয়ারী, ১৯৬৯।
৭। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয় ?
- ডিপথেরিয়া ।
৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক-
- W.S. Ouderland.
৯। ভাইরাস একটি--
- কোষহীন জীব ।
১০ ভারত-শ্রীলংকাকে প্রথক করেছে কোন প্রণালি?
- পক প্রণালি ।
১১। ভিটামিন ‘এ’ সবচেয়ে বেশি কোনটি?
- গাজর ।
১২। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় --
- ২১ জুন ।
১৩। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
- ভিটামিন ‘কে’
১৪। বহুরূপী মৌল কোনটি?
- কার্বন ।
১৫। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
- কৈলাস ।
১৬। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কী ?
- রাজ কাঁকড়া ।
১৭। ‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
- আটলান্টিক মহাসাগর ।
গণিত
১। বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যা - এর সমদূরত্ব কত?
- ০
২। ২টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ৯ঃ১৬ হলে, পরিসীমার অনুপাত কত?
- ৩ঃ৪
৩। সষম ষড়ভুজের একটি অন্তঃকোনের পরিমান হবে -
- ১২০ ডিগ্রি ।
৪। ১২.৫ এর ১.৩% = কত?
- ০.১৬২৫
৫। একটি সুষম পঞ্চভুজের ঘূর্ণন কোন কত ডিগ্রি?
- ৭২ ডিগ্রি ।
৬। ২টি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ ২টি সর্বসম হবে না ?
- ৩ বাহু ।
৭। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোনদ্বয় হবে --
-স্থূলকোন ।
৮। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে, বিপরীত কোণটির মান কত?
- ১১০ ডিগ্রি ।
৯। রবিবার থেকে শনিবার পযর্ন্ত কোনো স্থানের গড় ব্রষ্টিপাত ৩" । রবিবার থেকে শুক্রবার পযর্ন্ত গড় বৃষ্টিপাত ২" । ঐ সপ্তাহের শনিবারে বৃষ্টিপাতের পরিমান কত?
- ৯"
১০। a+b =7 এবং ab=10 হলে, (a-b) = কত?
- 3
১০। y টাকায় y% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা y টাকা হলে, y এর মান কত ?
- 25
√7
১১।
P+q =√5,
p-q = √3 হলে, pq এর মান কত?- 1/2
১২। ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? ৩/৫, ৭/১০, ৭/১২, ৮/১৫
- ৮/১৫
১৩। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কত?
- ১ঃ২√২
বিগত সালের কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ প্রশ্ন পেতে এখানে ক্লি করুন
দৃষ্টি আকর্ষণঃ
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ।
Heart Academy
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প,ক্ষুদ্র ও কুটির শিল্প,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক),ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়োগ প্রশ্ন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিগত সালের প্রশ্ন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প,ক্ষুদ্র ও কুটির শিল্প,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক),ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়োগ প্রশ্ন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিগত সালের প্রশ্ন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান,ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি
No comments