Header ads

বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ পরীক্ষা ২০২১

 বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ পরীক্ষা ২০২১

পদঃ অফিস সহায়ক                                তারিখঃ ১১.১২.২০২১
সময়ঃ ১ ঘন্টা                                            পূণ্যমানঃ ৭০

বাংলা

১। ‘অসামাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । 

২। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ সঞ্জয় ভট্টাচার্য । 

৩। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরুস্কার লাভ করেন ?
উত্তরঃ ১০১৩ সালে

৪। ‘একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?
উত্তরঃ জাহানারা ইমাম 

৫। কোনটি মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তরঃ আগুনের পরশমণি

৬। ছন্দের জাদুকর বলা হয় কাকে?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

৭। বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 
৮। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৫৫ সালে 

৯। আধুনিককালের বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী 

১০। ‘বিষাদ সিন্ধু’ এর রচয়িতা কে ?
উত্তরঃ মীর মশাররফ হোসেন 

১১। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয় ?
উত্তরঃ সেমিকোলন 

১২। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ?
উত্তরঃ ধ্বনি 

১৩। স্বাগত- এর সন্ধি বিচ্ছেদ কী ?
উত্তরঃ সু+আগত

১৪। যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ কোনোটাই বুঝায় না তাকে কোন লিঙ্গ বলে ?
উত্তরঃ ক্লীব লিঙ্গ

১৫। শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ সান্ত্বনা

১৬। ‘বিরাগী’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ উদাসীন

১৭। ‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’ - কবি কবি কী অর্থে ব্যবহৃত হয়েছে  ?
উত্তরঃ উপহাস অর্থে
 
১৮। সকলের জন্য প্রযোজ্য - এককথায় প্রকাশ কী হবে?
উত্তরঃ সর্বজনীন

১৯। ‘এখন তার--- ধুলোমুঠোও সোনা মুঠো হচ্ছে’ শূন্যস্থানে কী হবে?
উত্তরঃ একাদশে বৃহস্পতি 

২০। সূর্যদয়ে পদ্ম ফোটে-- কোনটি সঠিক?
উত্তরঃ অধিকরণে ৭মী

English

1. আমার বন্ধু নাই বললেই চলে - এর ইংরেজি অনুবাদ কী হবে ?
Ans: I have few friends. 

2. তোমার বাড়ি কোথায় ? - এর ইংরেজি অনুবাদ কী হবে ?
Ans: Where is your house?

3. pen through the line - এর অর্থ কী?
Ans: লাইনটা কেটে দাও 

4. সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে__এর ইংরেজি অনুবাদ কী হবে ?
Ans: It has been drizzling since morning.

5. আমার কি একটি গরু ছিল ?এর ইংরেজি অনুবাদ কী হবে ?
Ans: Did I have a cow.

6. Change the voice "Who is calling me?"
Ans: By home am I being called?

7. Which is the past participle form of the word 'drink'.
Ans: drunk

8. Change the narration: He said to me,"Thank you".
Ans: He thanked me

9. 'Among' is a preposition that is used when ___people are involved.
Ans: more than two

10. Had I been a bird, I ____in the sky.
Ans: would have flown

11. 'A pivotal question' means__
Ans: an important question

12. Choose  the right tense:
    My father ___before I came.
Ans: had left

13. He could not deny that. Here 'deny' means_
Ans: refuse

14. Choose the correct sentence.
Ans: He has been living here for five months.

15. Which one is written by Robert Herrick?
Ans: To Daffodils

16. 'As you like it'  এর রচয়িতা কে?
Ans: William Shakespeare

17. "To be or not to be, That is the question'কোটেশনটি কোন রচনার অন্তর্গত ?
Ans: Hamlet

18. 'A Fantasy' is ___
Ans: An imaginary story

19. I must do this (Make it negative)
Ans: I cannot help doing this.

20. কোনটি শুদ্ধ বানান?
Ans: Remittance


গণিত

১। সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
ক) ১/১০০০        খ) ০.০০১৯        গ) ০.১০০০        ঘ) ৯/১০০
উত্তরঃ   গ) ০.১০০০  

২। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কয়টি ?
উত্তরঃ ২০ টি 

৩। ২টি সংখ্যার যোগফল ১৮ এবং বিয়োগফল ৪ হলে সংখ্যা ২টি কত ?
উত্তরঃ ১১,৭

৪। কোনো পরীক্ষায় ৭৫ টি প্রশ্ন  ছিল । রহিম ৬০ টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে । সে শতকরা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে  ?
উত্তরঃ ৮০%

৫। একটি রাস্তার পাশে এক সারিতে ১৫ টি ঔষধি গাছ লাগানো আছে । একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ ২টির মধ্যে দূরত্ব কত ?
উত্তরঃ ১৪০ মিটার

৬। তিন লিটার পানির ওজন কত ?
ক) ২.৫ কেজি        খ) ৩ কেজি        গ) ২.৭৫ কেজি        ঘ) ৪ কেজি  
উত্তরঃ ৩ কেজি

৭। 0.1✕0.01+1  এর মান কত ?
উত্তরঃ 1.001

৮। a:b=4:7, b:c=5:6 হলে a:b:c = কত ?
উত্তরঃ 20:35:42

৯। বৃত্তের যেকোনো বিন্দু সংযোজক রেখাংশকে বৃত্তের কী বলা হয়  ?
উত্তরঃ জ্যা

১০। ১ থেকে ৯৯পর্যন্ত সংখ্যার যোগফল কত ?
উত্তরঃ ৪৯৫০

১১। - 1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে ?
উত্তরঃ -1

১২। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ?
উত্তরঃ ১৮০ ডিগ্রি ।

১৩। যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ সেমি এবং পরিসীমা ২৪ সেমি হয় তবে এর প্রস্থ কত ?
উত্তরঃ ৪ সেমি

১৪। x/a+a = x/b+b হলে x এর মান কত? 
উত্তরঃ ab

সাধারণজ্ঞান

১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন --
উত্তরঃ ০৫ ফেব্রুয়ারি ১৯৬৬

২। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল ?
উত্তরঃ ১০ নং সেক্টর 

৩। কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
উত্তরঃ ৪ ডিগ্রি সেলসিয়াস 

৪। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয় ?
উত্তরঃ ৬৭ জন

৫। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি “ গানটির গীতিকার কে ?
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী 

৬। মাননীয় প্রধানমন্ত্রী মেখ হাসিনা এর বিশেষ উদ্যোগ কয়টি ?
উত্তরঃ ১০ টি ।

৭। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?
উত্তরঃ হেগ

৮। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৮৫ সালে ।

৯। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য  প্রস্থের অনুপাত কত ?
উত্তরঃ ১০:৬

১০। স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় ?
উত্তরঃ নাইট্রিক এসিড 










দৃষ্টি আকর্ষণঃ 
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 











নিয়োগ পরীক্ষার প্রশ্ন,৪৪ তম বিসিএস পরীক্ষা ২০২১,বিসিএস প্রশাসন একাডেমি,বিসিএস প্রশাসন একাডেমির প্রশ্ন সমাধান,নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান,বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ,৪৪তম বিসিএস সার্কুলার ২০২১,বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ,বিসিএস প্রশাসন একাডেমির প্রশ্ন,বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি 2022,নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২১,প্রশ্ন সমাধান ২০২১,বিসিএস প্রশাসন একাডেমির অফিস সহায়ক পরীক্ষার প্রশ্নের সমাধান,বিসিএস প্রশাসন একাডেমি অফিস সহায়কlal bahadur shastri national academy of administration,motivation academy,ias training academy,assistant teacher recruitment,suresh ias academy,accenture interview questions 2021,ignou assignment question answer 2021,telangana police recruitment,mit pune entrance exams,latest accenture interview experience 2021,joardar academy,bangladesh military academy,accenture interview 2021,current affair 2021,suresh academy,up current affair 2021

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.