আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০ || Directorate of Import and Export Control Recruitment Exam 2020
আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০
পদ: অফিস সহায়ক তারিখ: ০৬.০৩.২০২০
সময়: ১ ঘণ্টা পূর্ণমান: ১০০
বাংলা
১। বাংলা বর্ণ মালায় মাত্রাহীন বর্ণ কয়টি ?
উত্তরঃ ১০ টি
২। ‘অতীত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উত্তরঃ অতি + ইত
৩। কোন বানানটি শুদ্ধ ?
উত্তরঃ মুমূর্ষু
৪। কোনটি উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
উত্তরঃ বর্গ
৫। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয় ?
উত্তরঃ বর্ণ
৬। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
৭। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
উত্তরঃ বিপরীত
৮। ‘নীরস’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উত্তরঃনিঃ + রস
৯। যে জমিতে ফসল জন্মায় না’ এক কথায় কী হবে ?
উত্তরঃ ঊষর
১০। কোন বানানটি শুদ্ধ ?
উত্তরঃ নিরীহ
১১। “অভিরাম’ শব্দের অর্থ কী?
উত্তরঃ সুন্দর
১২। ‘হরতাল’ কোন ভাষার শব্দ ?
উত্তরঃ গুজরাটি
১৩। চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে ?
উত্তরঃ বৌদ্ধধর্ম
১৪। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ ?
উত্তরঃ কানাকানি
১৫। ‘যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না: এক কথায় কী হবে ?
উত্তরঃ দুস্তর
১৬। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?
উত্তরঃ পদ্মগোখরা
১৭। “উদাসীন পখিকের মনের কথা” উপন্যাসটির রচয়িতা কে ?
উত্তরঃ মীর মোশাররফ হোসেন
১৮। ‘নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ ?
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি
১৯। ‘ বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ গোলাম মোস্তফা
২০। ‘কবর’ নাটকটি কার রচনা ?
উত্তরঃ মুনীর চৌধুরী
২১। হাসিমুখ’ কোন সমাস ?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
২২। ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী ?
উত্তরঃ প্রসন্ন হওয়া
২৩। বাংলাপিডিয়া হচ্ছে -
উত্তরঃ জাতীয় জ্ঞানকোষ
২৪। ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কী ?
উত্তরঃ অগভীর সতর্ক নিদ্রা
২৫। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি ?
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড
English
1. Student should attend _____ their lessons.
Ans: to
2. Which is the plural form of 'mouse' ?
Ans: mice
3. Choose the correctly spelt word.
Ans: Leisure
4. Choose the correctly spelt word.
Ans: Barrier
5. Choose the correctly spelt word.
Ans: Lieutenant
6. Choose the correctly spelt word.
Ans: Tsunami
7. Improvement' means ?
Ans: Advancement
8. We Waited until the plane ___
Ans: took off
9. Choose the right preposition for the sentence ' I count ____ Your help".
Ans: Upon
10. We should have testy and ___ meals.
Ans: untritious
11. Had I Known her, I ____ her.
Ans: would have met
12. Which one is Adjective ?
Ans: Eligible
13. Fortune ___ the brave.
Ans: favours
14. My father arrived while I ____ the book.
Ans: was reading
15. Which is the masculine gender of 'deer' ?
Ans: doe
16. Dhaka is becoming one of the ____ cities in Asia.
Ans: busiest
17. She is _____ All the time.
Ans: coughing
18. Which is the following is a plural ?
Ans: Crises
19. 'Clam' of synonym word ?
Ans: Quite
20. 'Blue blood' _ phrase means?
Ans: Aristocratic birth
21. 'সে কি যায় ? এর ইংরেজি অনুবাদ হলো -
Ans: Does he go?
22. Who wrote ' Pride and prejudice'?
Ans: Jane Austen
23. I saw __ one eyed man.
Ans : a
গণিত
১। a + b = 4, a - b = 2 হলে ab এর মান কত ?
উত্তরঃ ৩
২। ০.৯৬২৩ - ৩১ = কত ?
উত্তরঃ - ৩০. ০৩৭৭
৩। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বুদ্ধি পাবে ?
উত্তরঃ ৯ গুণ
৪। ৪ টাকায় ৫ টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
উত্তরঃ ৫৬. ২৫ টাকা
৫। কোনটি মৌলিক সংখ্যা ?
উত্তরঃ ৩
৬। ত্রিভুজের তিন কোণের সমষ্টি ?
উত্তরঃ ২ সমকোণ
৭। ১ + ২ + ৩ + .......... + ১৯ = কত ?
উত্তর ঃ ১৯০
৮। x - { x - (x + 1)} এর মান কত ?
উত্তরঃ x + 1
৯। শূন্যস্থানে কোনটি বসবে ?২১৩, ১৮০, ১৪৭, ১১৪, ------
উত্তরঃ ৮১
১০। একটি মুদ্রাকে ২ বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত ?
উত্তরঃ ১/৪
১১। ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে ?
উত্তরঃ ৪৭/১০০
১২। সরল কোণের মান কত ?
উত্তরঃ ১৮০ ডিগ্রি
১৩। বৃত্তস্থ সামান্তরিক একটি -
উত্তরঃ আয়তক্ষেত্র
১৪। একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যায় করেন । তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত ?
উত্তরঃ ১ ঃ ৫
১৫। একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে ?
উত্তরঃ ১০ টাকা
১৬। একটি আয়াতাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ । এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত ?
উত্তরঃ ৬০ মিটার
১৭। টাকায় ৩ টি আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
উত্তরঃ ৫০ টাকা
১৮। নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
উত্তরঃ ৫৯
১৯। সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু ?
উত্তরঃ অতিভুজ
২০। ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে । ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে ?
উত্তরঃ ১৪ দিন
সাধারণজ্ঞান
১। ‘আমার সোনার বাংলা’ সংগীতটির প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত ?
উত্তরঃ ১০ লাইন
২। একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত ?
উত্তরঃ ২০৬ টি
৩। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ?
উত্তরঃ তুরস্ক
৪। বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি ?
উত্তরঃ হাকালুকি
৫। বাংলাদেশের বর্তমানে বিভাগ কয়টি ?
উত্তরঃ ৮ টি
৬। আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন ?
উত্তরঃ ডিনামাইট
৭। বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত ?
উত্তর ঃ দিনাজপুর
৮। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে ?
উত্তরঃ ৪ ডিগ্রি সেলসিয়াস
৯। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৮৫ সালে
১০। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত ?
উত্তরঃ ৩ টি
১১। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?
উত্তরঃ ইসলাম খান
১২। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ১ম আরব দেশ কোনটি ?
উত্তরঃ ইরাক
১৩। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত সালে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৭৩ সালে
১৪ । বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায় ?
উত্তরঃ কক্সবাজার
১৫। ৬দফা প্রস্তাব কোথায় পেশ করা হয় ?
উত্তরঃ লাহোর
১৬। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
উত্তরঃ কর্ণফুলি
১৭। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?
উত্তরঃ ১১ টি
১৮। ‘এনডিজি’ এর গোল কয়টি ?
উত্তরঃ ১৭ টি
১৯। যে রং আলোর সকল রং প্রতিফলিত করে তার রং কী ?
উত্তরঃ} সাদা
২০। মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে
২১। করোনা ভাইরানের উৎপত্তি কোন দেশ হতে ?
উত্তরঃ চীন
No comments