Header ads

আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০ || Directorate of Import and Export Control Recruitment Exam 2020

 আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০


পদ: অফিস সহায়ক            তারিখ: ০৬.০৩.২০২০

সময়: ১ ঘণ্টা                        পূর্ণমান: ১০০

বাংলা


১। বাংলা বর্ণ মালায় মাত্রাহীন বর্ণ কয়টি ?

উত্তরঃ ১০ টি 

২। ‘অতীত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

উত্তরঃ অতি + ইত

৩। কোন বানানটি শুদ্ধ ?

উত্তরঃ মুমূর্ষু

৪। কোনটি উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?

উত্তরঃ বর্গ

৫। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয় ?

উত্তরঃ  বর্ণ 

৬। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?

উত্তরঃ ধ্বনিতত্ত্ব

৭। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?

উত্তরঃ বিপরীত

৮। ‘নীরস’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?

উত্তরঃনিঃ + রস

৯। যে জমিতে ফসল জন্মায় না’ এক কথায় কী হবে ?

উত্তরঃ ঊষর

১০। কোন বানানটি শুদ্ধ ?

উত্তরঃ নিরীহ

১১। “অভিরাম’ শব্দের অর্থ কী?

উত্তরঃ সুন্দর

১২। ‘হরতাল’ কোন ভাষার শব্দ ?

উত্তরঃ গুজরাটি 

১৩। চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে ?

উত্তরঃ বৌদ্ধধর্ম 

১৪। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ ?

উত্তরঃ কানাকানি

১৫। ‘যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না: এক কথায় কী হবে ?

উত্তরঃ দুস্তর

১৬। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?

উত্তরঃ  পদ্মগোখরা

১৭। “উদাসীন পখিকের মনের কথা” উপন্যাসটির রচয়িতা কে ?

উত্তরঃ মীর মোশাররফ হোসেন 

১৮। ‘নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ ?

উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি

১৯। ‘ বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তরঃ গোলাম মোস্তফা 

২০। ‘কবর’ নাটকটি কার রচনা ?

উত্তরঃ মুনীর চৌধুরী

২১। হাসিমুখ’ কোন সমাস ?

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

২২। ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী ?

উত্তরঃ প্রসন্ন হওয়া 

২৩। বাংলাপিডিয়া হচ্ছে -

উত্তরঃ জাতীয় জ্ঞানকোষ 

২৪। ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কী ?

উত্তরঃ অগভীর সতর্ক নিদ্রা 

২৫। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি ?

উত্তরঃ হাঙর নদী গ্রেনেড

English


1. Student should attend _____ their lessons.

Ans: to

2. Which is the plural form of 'mouse' ?

Ans: mice

3. Choose the correctly spelt word.

Ans: Leisure

4.  Choose the correctly spelt word.

Ans: Barrier

5.  Choose the correctly spelt word.

Ans: Lieutenant

6.  Choose the correctly spelt word.

Ans: Tsunami

7. Improvement' means ?

Ans: Advancement

8. We Waited until the plane ___

Ans: took off

9. Choose the right preposition for the sentence ' I count ____ Your help".

Ans: Upon

10. We should have testy and ___ meals.

Ans: untritious

11. Had I Known her, I ____ her.

Ans: would have met

12. Which one is Adjective ?

Ans: Eligible

13. Fortune ___ the brave.

Ans: favours

14. My father arrived while I ____ the book. 

Ans: was reading

15. Which is the masculine gender of 'deer' ?

Ans: doe

16. Dhaka is becoming one of the ____ cities in Asia.

Ans: busiest

17. She is _____ All the time.

Ans: coughing

18. Which is the following is a plural ?

Ans: Crises

19. 'Clam' of synonym word ?

Ans: Quite

20. 'Blue blood' _ phrase means?

Ans: Aristocratic birth

21. 'সে কি যায় ? এর ইংরেজি অনুবাদ হলো -

Ans: Does he go?

22. Who wrote ' Pride and prejudice'?

Ans: Jane Austen

23. I saw __ one eyed man.

Ans : a

গণিত


১। a + b = 4, a - b = 2 হলে  ab এর মান কত ?

উত্তরঃ ৩

২। ০.৯৬২৩ - ৩১ = কত ?

উত্তরঃ - ৩০. ০৩৭৭

৩। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বুদ্ধি পাবে ?

উত্তরঃ ৯ গুণ

৪। ৪ টাকায় ৫ টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ  হবে ?

উত্তরঃ ৫৬. ২৫ টাকা

৫। কোনটি মৌলিক সংখ্যা ?

উত্তরঃ ৩

৬। ত্রিভুজের তিন কোণের সমষ্টি ?

উত্তরঃ ২ সমকোণ

৭। ১ + ২ + ৩ + .......... + ১৯ = কত ?

উত্তর ঃ  ১৯০

৮। x - { x - (x + 1)} এর মান কত ?

উত্তরঃ x + 1

৯। শূন্যস্থানে কোনটি বসবে ?২১৩, ১৮০, ১৪৭, ১১৪, ------

উত্তরঃ ৮১

১০। একটি মুদ্রাকে ২ বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত ?

উত্তরঃ ১/৪

১১। ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে ?

উত্তরঃ ৪৭/১০০

১২। সরল কোণের মান কত ?

উত্তরঃ ১৮০ ডিগ্রি 

১৩। বৃত্তস্থ সামান্তরিক একটি -

উত্তরঃ আয়তক্ষেত্র 

১৪। একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যায় করেন  । তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত ?

উত্তরঃ ১ ঃ ৫

১৫। একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে ?

উত্তরঃ ১০ টাকা 

১৬। একটি আয়াতাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ । এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত ?

উত্তরঃ ৬০ মিটার 

১৭। টাকায় ৩ টি আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?

উত্তরঃ ৫০ টাকা

১৮। নিচের কোনটি মৌলিক সংখ্যা ?

উত্তরঃ ৫৯ 

১৯। সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু ?

উত্তরঃ অতিভুজ

২০। ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে । ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে ?

উত্তরঃ ১৪ দিন

সাধারণজ্ঞান


১। ‘আমার সোনার বাংলা’ সংগীতটির প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত ?

উত্তরঃ ১০ লাইন 

২। একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত ?

উত্তরঃ ২০৬ টি 

৩। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ?

উত্তরঃ তুরস্ক

৪। বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি ?

উত্তরঃ হাকালুকি 

৫। বাংলাদেশের বর্তমানে বিভাগ কয়টি ?

উত্তরঃ ৮ টি 

৬। আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন ?

উত্তরঃ ডিনামাইট

৭। বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত ?

উত্তর ঃ দিনাজপুর

৮। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে ?

উত্তরঃ ৪ ডিগ্রি সেলসিয়াস

৯। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তরঃ ১৯৮৫ সালে 

১০। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত ?

উত্তরঃ ৩ টি 

১১। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?

উত্তরঃ ইসলাম খান  

১২। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ১ম আরব দেশ কোনটি ?

উত্তরঃ ইরাক

১৩। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত সালে গঠিত হয় ?

উত্তরঃ ১৯৭৩ সালে 

১৪ । বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায় ?

উত্তরঃ কক্সবাজার

১৫। ৬দফা প্রস্তাব কোথায় পেশ করা হয় ?

উত্তরঃ লাহোর

১৬। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?

উত্তরঃ কর্ণফুলি 

১৭। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?

উত্তরঃ ১১ টি 

১৮। ‘এনডিজি’ এর গোল কয়টি ?

উত্তরঃ ১৭ টি

১৯। যে রং আলোর সকল রং প্রতিফলিত করে তার রং কী ?

উত্তরঃ} সাদা

২০। মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে 

২১। করোনা ভাইরানের  উৎপত্তি কোন দেশ হতে ?

উত্তরঃ চীন 



দৃষ্টি আকর্ষণঃ 

আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.