Header ads

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২১ || Directorate of Education Engineering Recruitment Exam 2021

 শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২১

পদঃ অফিস সহায়ক                                    তারিখঃ ২৬.১১.২০২১
সময়ঃ ১ ঘন্টা                                                পূর্ণমানঃ ৭০

বাংলা

১। সমাস নিষ্পন্ন পদকে কী বলে ?
উত্তরঃ সমস্তপদ

২। বসন্তে কোকিল ডাকে -- এ বাক্যে ‘বসন্তে’ কোন কারক ?
উত্তরঃ অধিকরণ কারক 

৩। ক্ষুদার্ত’ এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তরঃ ক্ষুদা + ঋত

৪। ‘সঞ্চয়, এর সন্ধি বিচ্ছেদ কী ?
উত্তরঃ সম্ + চয়

৫। ‘যে উপকারীর উপকার স্বীকার করে না’ তাকে এককথায় কী বলে ?
উত্তরঃ অকৃতজ্ঞ 

৬। ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী ?
উত্তরঃ তোষামুদে

৭। ‘তিমির’ শব্দের বিপরীত শব্দ কী ?
উত্তরঃ আলো

৮। ‘দেহ’ শব্দের প্রতিশব্দ কী ?
উত্তরঃ গা, শরীর, গাত্র, তনু

৯। ‘কর্তা’ শব্দের স্ত্রী লিঙ্গ কী ?
উত্তরঃ কর্ত্রী

১০। নিচের কোন বানানটি অশুদ্ধ ?
ক) কার্য        খ) অতঃপর        গ) লজ্জাকর        ঘ) উজ্জল
উত্তরঃ উজ্জল । সঠিক হবে : উজ্জ্বল

১১। ‘চাঁদ, দই, হাতি’ এগুলো কোন প্রকারের শব্দ ?
উত্তরঃ তদ্ভব শব্দ

১২। মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
ক) চ        খ) ছ        গ) জ        ঘ) গ
উত্তরঃ খ) ছ

১৩। নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ?
ক) মানুষ        খ) খেয়াপারের তরুণী        গ) আসমানী        ঘ) কুলি-মজুর
উত্তরঃ আসমানী 

১৪। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কবে ?
উত্তরঃ ২৫ বৈশাখ

১৫। পল্লিকবি জসীমউদ্ দীন রচিত কাব্যগ্রন্থ কোনটি ?
ক) অভিযাত্রিক        খ) সাঁঝের মায়া        গ) বিমুখ প্রান্তর        ঘ) রাখালী
উত্তরঃ রাখালী

১৬। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ‘হাঙর নদী গ্রেনেড’ কে লিখেছেন ?
উত্তরঃ সেলিনা হোসেন

১৭। ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ শামসুর রহমান 

১৮। ভাষা আন্দোলনভিত্তিক নাটক ‘কবর’ এর রচয়িতা কে ?
উত্তরঃ মুনীর চৌধুরী 

১৯। শিশুতোষ গ্রন্থ ‘ইতল বিতল’ কে লিখেছেন ?
উত্তরঃ সুফিয়া কামাল 

২০। ‘সাহিত্য সম্রাট’ বলা হয় কাকে ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

ENGLISH 

1. What did you eat for _____ breakfast this morning ?
Ans: none

2. Iron is _____useful metal.
Ans: a

3. Water has no color, এখানে Water কোন ধরনের noun ?
Ans: Material

4. The bell has already been ___
Ans: Rung

5. নিচের কোন শব্দটি Plural ?
a) Actress        b) News        c) Princes         d) princess
Ans: Princes

6. We need as ____people as possible.
Ans: many

7. Which one is the opposite gender of `poet' ?
Ans: Poetess

8. `she has been sick since last week' এটি কোন 'Tense' এর উদাহরণ ?
Ans: Present perfect tense

9. The greater the demand ____, the price.
Ans: the higher

10. নিচের কোনটি Adverb ?
a) ugly        b) holy        c) friendly        d) wisely
Ans:  d) wisely

11. The teacher is popular ______his students.
Ans: with

12. The mother was anxious ________the safety of her son.
Ans: about

13. I always take an Umbrella___it rains.
Ans: in case

14. Our boss makes us _____ very hard.
Ans: work

15. Singular form of `agenda' is __
Ans: agendum

16. আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব । এর ইংরেজি অনুবাদ __
Ans: We shall discuss the matter.

17. `Provoke'  এর বিপরীত শব্দ কোনটি ?
Ans: Soothe

18. `Emancipate' এর অর্থ কী ?
Ans: To set free

19. `Bounce back'  এর অর্থ কী ?
 Ans: recover

20. 'Obligate'  এর Adjective form কোনটি ?
Ans: Obligatory 

 গণিত

১। ১ মিটার = কত ?
উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি 

২। ১৫২১ এর বর্গমূল কত?
উত্তরঃ ৩৯

৩। ৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ?
উত্তরঃ ৩

৪। তামা, দস্তা ও রূপা মিশিয়ে তৈরি একটি গয়নায় তামা ও দস্তার অনুপাত ১ঃ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ঃ৫ । ১৯ গ্রাম ওজনের গয়নায় কতগ্রাম রূপা আছে ?
উত্তরঃ ১০ গ্রাম

৫। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় ?
ক) ৩১        খ) ৪১        গ) ৫১        ঘ) ৬১
উত্তরঃ গ) ৫১

৬। একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রি করল । তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো ?
উত্তর ঃ ১২.৫ % ক্ষতি

৭। ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কিমি । রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে ?
উত্তরঃ ৪.৫ সেকেন্ড

৮। গ.সা.গু দ্বারা কী বুঝায় ?
উত্তরঃ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 

৯। ক্রিকেট খেলায় নাঈম ও আফিফের মোট রান ৫৮ । নাঈমের রান আফিফের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ কত । ঐ খেলায় আফিফের রান সংখ্যা কত ?
উত্তরঃ ২১ রান

১০। শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে ?
উত্তরঃ ১০ %

১১। একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি ও ৭ সে.মি । ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত ?
উত্তরঃ ১৪ বর্গ সে.মি

১২। একটি ত্রিভুজের ২টি কোণের মান ৪৫ ডিগ্রি ও ৬০ ডিগ্রি হলে ত্রিভুজটির অপর কোণের মান কত ?
উত্তরঃ ৭৫ ডিগ্রি 

১৩। ৬৫ ডিগ্রি এর পূরক কোণ কত ?
উত্তরঃ ২৫ ডিগ্রি 

১৪। একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক ?
উত্তরঃ তিনটি কোনই সূক্ষ্মকোণ 

১৫। নিচের কোনটি সামান্তরিক নয় ?
ক) আয়তক্ষেত্র     খ) বর্গক্ষেত্র     গ) রম্বস    ঘ) ট্রাপিজিয়াম
উত্তরঃ ঘ) ট্রাপিজিয়াম

১৬। বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ----
উত্তরঃ ব্যাস

সাধারণজ্ঞান

১। ঢাকা-জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কী ?
উত্তর ঃ মিতালী এক্সপ্রেস

২। ২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের কত তারিখে অনুষি।ঠত হবে ?
উত্তরঃ ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর 

৩। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ বুড়িগঙ্গা 

৪। NAM প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর ঃ ১৯৬১ সালে 

৫। জাপানের পতাকার রং  কী ?
উত্তর ঃ সাদা ও লাল 

৬। স্যাটেলাইট  সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম ?
উত্তরঃ ৫৭ তম 

৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্ণেয় পূর্ণদৈর্ঘ চরচ্চিত্র কোনটি ?
উত্তরঃ তর্জনী 

৮। বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টি ?
উত্তরঃ ১৫৩ টি 

৯। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো ?
উত্তরঃ মুঘল আমলে 

১০ । নৃশংস ঐতিহাসিক জেলহত্যার ঘটনা ঘটে কোন সালের কত তারিখ ?
উত্তরঃ ১৯৭৫ সালের ৩ নভেম্বর 





দৃষ্টি আকর্ষণঃ 
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 










শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল 2021,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নোটিশ বোর্ড,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ প্রশ্ন সমাধান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন ২০২১,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশ্ন সমাধান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (eedmoe) নিয়োগ পরীক্ষা ২০২১,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল উচ্চমান সহকারীridf junior engineer recruitment 2021,ridf recruitment notification 2021,ridf recruitment 2021,jssc je recruitment 2021,railway recruitment 2021,phed recruitment 2021,military engineering services recruitment 2021,recruitment,rites engineer recruitment 2021,junior engineer recruitment 2021,uppcl junior engineer recruitment 2021,uttarakhand junior engineer recruitment 2021,luvas recruitment 2021 for engineers,uppsc assistant engineer recruitment 2021



No comments

Theme images by Maliketh. Powered by Blogger.