“রাজনীতিই দুর্নীতির জন্ম দেয়” ব্যাখ্যা কর । Explain “Politics breeds corruption”.
“রাজনীতিই দুর্নীতির জন্ম দেয়” ব্যাখ্যা কর ।
সমাধান।।
ভূমিকা ঃ রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে । রাষ্ট্রের কার্যাবলি দ্বারা সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা বণ্টন নিশ্চিত করতে রাজনীতির ভূমিকা অপরিসীম । রাজনীতিকে বলা হয় রক্তপাতহীন যুদ্ধ আর যুদ্ধ হলো রক্তপাতজনিত রাজনীতি । আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় "Power Game" যখন রাজনীতিতে চরম আকার ধারণ করে তখন সমাজ বা রাষ্ট্র কাঠামোতে দুর্নীতি দেখা দেয় । সেজন্যই রাজনীতি থেকে দুর্নীতি দেখা দেয় ।
রাজনীতিই দুর্নীতির জন্ম দেয় ঃ রাজনীতিতে যখন Power game চরম আকার দেখা দেয় তখনই রাজনীতিতে দুর্নীতির ব্যাপকতা দেখা দেয় । সেই সূত্রে বলা যায় রাজনীতিই দুর্নীতির জন্ম দেয় । নিম্নে রাজনীতিই যে দুর্নীতির জন্ম দেয় তা আলোচনা করা হলো :
ক্ষমতার অপব্যবহারঃ রাজনীতির সাথে দুর্নীতি একটি নেতিবাচক দিক । যখন রাজনৈতিক নেতারা রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার করে তখন রাজনীতিতে দুর্নীতির বাসা বাধে । এ দুর্নীতি মুক্ত তখনই হয় যখন রাজনৈতিক নেতারা ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখে ।
নিরপেক্ষতার অভাব ঃ রাজনীতিতে নিরপেক্ষ থাকা অনেক কঠিন । নিরপেক্ষ রাজনীতিতে দুর্নীতি মুক্ত থাকে । কিন্তু যখন রাজনীতিতে নিরপেক্ষতার অভাব তখন দুর্নীতি রাজনীতিকে গ্রাস করে । সেজন্য রাজনীতিতে নিরপেক্ষ থাকা উচিত ।
রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবঃ রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব লক্ষ্য করা যায় । যখন রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না তখন রাজনীতি দুর্নীতি গ্রস্ত হয় । ফলে দুর্নীতির কারণে রাষ্ট্রে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে । তাই রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিত ।
ক্ষমতার লোভঃ কোনো সমাজ বা রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে যদি জবাবদিহিতা না থাকে তখন রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষমতার লোভ দেখা দেয়, যা রাজনীতিকে কলুসিত করে । ক্ষমতার লোভ থেকেই সমাজ ও রাষ্ট্রে দুর্নীতির দেখা দেয় ।
স্বজনপ্রীতিঃ রাজনীতি এমন একটি স্থান যেখানে স্বজনপ্রীতি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে । স্বজনপ্রীতি রাজনীতিতে দুর্নীতির জন্ম দেয় । স্বজনপ্রীতিতে দুর্নীতি মারাত্মক আকার ধারণ করে । এজন্য রাজনীতি থেকে স্বজনপ্রীতি রোধ একান্ত অপরিহার্য ।
স্বার্থপরতাঃ রাজনীতি একটি স্বার্থপূর্ণ্ স্থান । এখানে রাজনীতিবিদরা নিজ স্বার্থ হাছিলে সদা তৎপর থাকে । এসব স্বার্থপরতা দুর্নীতির জন্ম দেয়, তাই রাজনীতিতে স্বার্থপরতা দূর করতে হবে ।
রাজনৈতিক দল ঃ রাজনীতিতে দল ব্যবস্থার পক্ষ-বিপক্ষ থাকে । ফলে রাজনীতিতে দলাদলির উদ্ভব দেখা দেয় । রাজনীতিতে দলাদলির ফলে দুর্নীতির সৃষ্টি হয় । তাই রাজনীতিতে দলাদলি বন্ধ করতে হবে ।
গণমাধ্যমের স্বাধীনতা হরণ ঃ কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গণমাধ্যমের স্বাধীনতা একান্ত প্রয়োজন । গণমাধ্যমের স্বাধীনতা হরণ হলে রাজনীতিতে দুর্নীতির সৃষ্টি হয় । তাই গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য । যদি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা যায় তবেই রাজনীতিতে দুর্নীতি মুক্ত থাকবে।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, রাজনীতি দুর্নীতির জন্ম দেয় ঠিকই তবে এর পেছনে দায়ী হলো রাজনৈতিক নেতাকর্মীরা । রাজনীতির মুখ্য লক্ষ্য হলো জনকল্যাণ কামনা করা । কিন্তু রাজনীতির ইতিবাচক দিকের পাশাপাশি এর নেতিবাচক দিকগুলো ফুটে ওঠার কারণে রাজনীতিতে দুর্নীতির উদ্ভব হয় । তাই যাতে করে রাজনীতি থেকে দুর্নীতির জন্ম না হয় সেজন্য সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে হবে ।
No comments