বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ২০২১ || Bangladesh Railway Ministry Recruitment Exam 2021
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ২০২১
পদ : অফিস সহায়ক তারিখ: ১৯.০৬.২০২১
সময়: ১ ঘন্টা পূর্নমান: ৪০
বাংলা
১। ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থটি কার লেখা ?
উত্তর ঃ আল মাহমুদ
২। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ?
উত্তরঃ চন্দ্রাবতী
৩। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি ?
উত্তরঃ ৩৯ টি
৪। ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৯২১ সালে
৫। ‘কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না’ উক্তিটি কোন উপন্যাসের ?
উত্তরঃ রাজসিংহ
৬। ‘লুঙ্গি’ শব্দটি কোন দেশি ?
উত্তরঃ বর্মি
৭। কোনটি শুদ্ধ বানান ?
ক) কিংকর্তব্যবিমূঢ় খ) মুমুর্ষু গ) মুহুর্তু ঘ) সমিচীন
উত্তরঃ ক) কিংকর্তব্যবিমূঢ়
৮। বিশ্ব কবি তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ?
উত্তরঃ বসন্ত
৯। বাংলা ভাষার অবিধান প্রথম কে রচনা করেন ?
উত্তরঃ ফাদার ম্যানোয়েল
১০। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক) চামার খ) ধারালো গ) মোড়ক ঘ) পোস্টার
উত্তর ঃ গ) মোড়ক
English
1. He fell ____the thieves.
Ans: among
2. Karim went to the mountains ____his vacation.
Ans: on
3. 'He is poor but honest' বাক্যে Conjunction কোনটি ?
Ans: but
4. নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কোনটি ?
Ans: Morality
5. Choose the correct sentence .
Ans: This is a fact.
6. The expression 'take into account' means __
Ans: Consider
7. After food has been dried or canned ________for later consumption.
Ans: it should be stored
8. by fits and starts -means-
Ans: Irregularly
9. What is the masculine form of 'Bee'?
Ans: Drone
10. He walks as if he ___ lame.
Ans: were
গণিত
১। ১০ থেকে ৬০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় মান ৯ তাদের সমষ্টি কত ?
উত্তরঃ ১০৭
২। ৪ টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ ?
উত্তরঃ ১/২ অংশ
৩। ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে । ক একা কাজটি ২০ দিনে করতে পারে । খ একা কাজটি কত দিনে করতে পারবে ?
উত্তর ঃ ৩০ দিনে
৪। ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা কত লাভ/ক্ষতি হবে ?
উত্তরঃ ২৫ % লাভ
৫। ১৮, ২১, ২৭, ৩৯ এর পরবর্তী সংখ্যাটি কত ?
উত্তরঃ ৬৩
৬। কোনো ত্রিভুজের ৩টি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ ৩টির সমষ্টি হবে------ ?
উত্তরঃ ৩৬০ ডিগ্রি
৭। জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ঃ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ ?
উত্তরঃ ২৫ %
৮। ৩/৫ এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি ৪/৫ হবে ।
উত্তরঃ ৫
৯। কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত ?
উত্তরঃ ১.২০ টাকা
১০। ৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা ?
উত্তরঃ ০.৯
সাধারণজ্ঞান
১। ‘স্বাধীনতা স্তম্ভ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা
২। কোন নদীর তীরে ৪টি দেশের রাজধানী শহর অবস্থিত ?
উত্তরঃ দানিয়ুব
৩। চীন কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দান করে ?
উত্তরঃ ৩১ আগষ্ট ১৯৭৫ সালে
৪। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির উল্লেখ আছে ?
উত্তর: ৭৭
৫। বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ কোন সনে প্রথম প্রকাশিত হয় ?
উত্তরঃ ২০১৭ সালে
৬। ‘বিট কয়েন’ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ সাতোশি নাকামোতো
৭। 'Cosmic Ray' কে বাংলায় বলা হয় --
উত্তর: মহাজাগতিক রশ্মি
৮। বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঈশ্বরদী
৯। ক্রোয়েশিয়ার আইনসভার নাম কী ?
উত্তরঃ সাবোর
১০। বাংলাদেশের কয়টি জেলায় রেল যোগাযোগ নেই ?
উত্তর ঃ ২০ টি জেলায়
দৃষ্টি আকর্ষণঃ আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।......... ধন্যবাদ।
দৃষ্টি আকর্ষণঃ
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ।
Heart Academy
রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন,রেলপথ মন্ত্রণালয়,রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ,রেলপথ মন্ত্রণালয় পরীক্ষা,বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২১,নিয়োগ পরীক্ষার প্রশ্ন,বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরিক্ষার প্রশ্ন ও সমাধান,রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান,রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,রেলপথ মন্ত্রণালয় পরীক্ষার নোটিশ ২০২১,রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন,বাংলাদেশ রেলওয়ে পরীক্ষাbangladesh railway job circular 2021,bangladesh railway,railway recruitment 2021,bangladesh railway job circular 2022,bangladesh railway circular,railway jobs 2021,railway recruitment 2022,bangladesh railway police job circular 2021,bangladesh railway exam question solution 2022,bangladesh railway job,bangladesh railway exam date 2022,railway job circular,bangladesh railway jobs,ecr railway recruitment 2021,bangladesh railway niyog 2021
No comments