স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কী বুঝ ? প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের উপায়সমূহ লেখ ।
স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কী বুঝ ? প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের উপায়সমূহ লেখ ।
সমাধান
প্রশাসনিক স্বচ্ছতা ঃ বতর্মান সরকার ব্যবস্থায় প্রশাসনিক স্বচ্ছতা ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পরিণত হয়েছে । প্রশাসনিক প্রক্রিয়া ও কার্যক্রম এবং তথ্যাবলি সম্পর্ক নাগরিকদের অধিগম্যতার সুযোগই সরকারের বা প্রশাসনিক স্বচ্ছতার স্মারক । প্রশাসনিক স্বচ্ছতা বলতে প্রশাসনিক ব্যবস্থায় অস্বচ্ছ উপাদান যেমন - ঘুস, দুর্নীতি প্রভৃতির অনুপস্থিতিকে বুঝায় । অর্থাৎ প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতার নিশ্চয়তাই হলো প্রশাসনিক স্বচ্ছতা ।
প্রশাসনিক জবাবদিহিতা ঃ সাধারণ অর্থ এ জবাবদিহিতা বলতে কোনো পদের দায়িত্ব ও কর্তব্য পালনের জবাবদিহিতা থাকার বাধ্যবাধকতাকে বুঝায় । আবার আমাদের নির্ধারিত সম্পদ এবং কর্তত্ব সীমার মধ্যে থেকে অর্জত ও স্বীকৃত দায়িত্ব পালন সম্পর্ক বাধ্যবাধকতা হলো প্রশাসনিক জবাবদিহিতা।
অন্যভাবে বলা যায়, প্রশাসনিক জবাবদিহিতা বলতে সরকারি কর্মচারীদের ক্ষমতার অপব্যহার, দায়িত্বের অবহেলা ও স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণের জন্য আইন অনুযায়ী তাদের জবাবদিহিতা বুঝায় ।
প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের উপায় ঃ প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জন জটিল ব্যাপার হলেও এটি অর্জনের নানাবিধ উপায় রযেছে । নিম্নে সে উপায়সমূহ নিয়ে আলোচনা করা হলো :
প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে ঃ প্রশাসনের ঊধ্বতন কর্মকর্তা প্রশাসনিক কর্তৃপক্ষের পরিচালনার দায়িত্বে থাকেন । আর েএ উধ্বতন কর্মকর্তার কাছে নিম্নশ্রেণির সকল কর্মকর্তা, কর্মচারী জবাবদিহি করতে বাধ্য থাকেন ।
অডিটরের মাধ্যমে ঃ সরকারি অর্থ নির্দষ্ট খাতে সুষ্ঠুভাবে ব্যয় করার জন্য ঊধ্বতন কর্তৃপক্ষ সাধারণত বিভিন্ন অডিট কমিটির মাধ্যমে তা পর্যবেক্ষণ করে থাকেন । এ কমিটির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব ।
ন্যায়পাল পদ সৃষ্টির মাধ্যমে ঃ আইনসভা বা পার্লামেন্ট ন্যায়পাল পদ সৃষ্টির মাধ্যমে প্রশাসনিক কর্তৃপক্ষের উপর এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করতে পারে । প্রশাসনিক কর্তৃপক্ষ তাদের দায়িত্বের অংশ হিসেবে যাতে জনস্বার্থ কাজ করে তা তদারকি করাই ন্যায়পালের দায়িত্ব ও কর্তব্য ।
বিচার বিভাগের মাধ্যমে ঃ এর মাধ্যমে জবাবদিহিতা বলতে গুরুত্বপূর্ণ আমলাতান্ত্রিক সিন্ধান্তের বিষয়ে প্রশ্ন উত্থাপন করে গৃহীত সিন্ধান্তের বৈধ্যতা যাচাই করা বুঝায় । তাছাড়া কার্যনিবার্হী কর্মকর্তারা তাদের উপর অর্পণ করা ক্ষমতার অপব্যবহার করলে বিচার বিভাগ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে ।
সংবাদপত্রের মাধ্যমে ঃ প্রশাসনিক জবাবদিহিতার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । এটি কোনো কর্মকর্তার দুর্নীতির ব্যাপারে সরকার ও জনগণকে একটি আদর্শ জবাবদিহি করার ক্ষমতা রাখে । তাই এদেশে সংবাদপত্রকে ২য় সংসদ বলা হয়ে থাকে ।
গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে ঃ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা গণতান্ত্রিক মূল্যবোধের আদর্শ বিশ্বাসী হওয়ার মাধ্যমে এবং জনগনের সেবা নিশ্চিতকরণের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে ।
মানবিক মূল্যবোধের মাধ্যমে ঃ মানবিক মূল্যবোধ প্রশাসনিক জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ দিক । প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবায়, জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গকরণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে ।
বিরোধী দলের মাধ্যমে ঃ শাসন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য সংসদে শক্তিশালী বিরোধী দল আবশ্যক । তারা সরকারের গঠণমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে চাপের মুখে রেখে সেবার মান নিশ্চিত করতে পারে ।
উপসংহার ঃ উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, প্রশাসনিক ব্যবস্থার সামগ্রিক অবস্থা উন্নয়নের স্বার্থ প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণ অপরিহার্য । আর এ স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে পুরো রাষ্ট্র ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে । একটি সুষ্ঠু শাসনব্যবস্থা আনয়নে কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই ।
No comments