Header ads

স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কী বুঝ ? প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের উপায়সমূহ লেখ ।

 স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কী বুঝ ? প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের উপায়সমূহ লেখ ।

সমাধান

প্রশাসনিক স্বচ্ছতা ঃ বতর্মান সরকার ব্যবস্থায় প্রশাসনিক স্বচ্ছতা ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পরিণত হয়েছে । প্রশাসনিক প্রক্রিয়া ও কার্যক্রম এবং তথ্যাবলি সম্পর্ক নাগরিকদের অধিগম্যতার সুযোগই সরকারের বা প্রশাসনিক স্বচ্ছতার স্মারক । প্রশাসনিক স্বচ্ছতা বলতে প্রশাসনিক ব্যবস্থায় অস্বচ্ছ উপাদান যেমন - ঘুস, দুর্নীতি প্রভৃতির অনুপস্থিতিকে বুঝায় । অর্থাৎ প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতার নিশ্চয়তাই হলো প্রশাসনিক স্বচ্ছতা ।

প্রশাসনিক জবাবদিহিতা ঃ  সাধারণ অর্থ এ জবাবদিহিতা বলতে কোনো পদের দায়িত্ব ও কর্তব্য পালনের জবাবদিহিতা থাকার বাধ্যবাধকতাকে বুঝায় । আবার আমাদের নির্ধারিত সম্পদ এবং কর্তত্ব সীমার মধ্যে থেকে অর্জত ও স্বীকৃত দায়িত্ব পালন সম্পর্ক  বাধ্যবাধকতা হলো প্রশাসনিক জবাবদিহিতা।

অন্যভাবে বলা যায়, প্রশাসনিক জবাবদিহিতা বলতে সরকারি কর্মচারীদের ক্ষমতার অপব্যহার, দায়িত্বের অবহেলা  ও স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণের জন্য আইন অনুযায়ী তাদের জবাবদিহিতা বুঝায় । 

প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের উপায় ঃ প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জন জটিল ব্যাপার হলেও এটি অর্জনের নানাবিধ উপায় রযেছে । নিম্নে সে উপায়সমূহ নিয়ে আলোচনা করা হলো :

প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে ঃ  প্রশাসনের ঊধ্বতন কর্মকর্তা প্রশাসনিক কর্তৃপক্ষের পরিচালনার দায়িত্বে থাকেন । আর েএ উধ্বতন কর্মকর্তার কাছে নিম্নশ্রেণির সকল কর্মকর্তা, কর্মচারী জবাবদিহি করতে বাধ্য থাকেন । 

অডিটরের মাধ্যমে ঃ সরকারি অর্থ নির্দষ্ট খাতে সুষ্ঠুভাবে ব্যয় করার জন্য ঊধ্বতন কর্তৃপক্ষ সাধারণত বিভিন্ন অডিট কমিটির মাধ্যমে তা পর্যবেক্ষণ করে থাকেন । এ কমিটির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব । 

ন্যায়পাল পদ সৃষ্টির মাধ্যমে ঃ  আইনসভা বা পার্লামেন্ট ন্যায়পাল পদ সৃষ্টির মাধ্যমে প্রশাসনিক কর্তৃপক্ষের উপর এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করতে পারে । প্রশাসনিক কর্তৃপক্ষ তাদের দায়িত্বের অংশ হিসেবে যাতে জনস্বার্থ কাজ করে তা তদারকি করাই ন্যায়পালের দায়িত্ব ‍ ও কর্তব্য । 


বিচার বিভাগের মাধ্যমে ঃ এর মাধ্যমে জবাবদিহিতা বলতে গুরুত্বপূর্ণ আমলাতান্ত্রিক সিন্ধান্তের বিষয়ে প্রশ্ন উত্থাপন করে গৃহীত সিন্ধান্তের বৈধ্যতা যাচাই করা বুঝায় । তাছাড়া কার্যনিবার্হী কর্মকর্তারা তাদের উপর অর্পণ করা ক্ষমতার অপব্যবহার করলে বিচার বিভাগ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে । 

সংবাদপত্রের মাধ্যমে ঃ  প্রশাসনিক জবাবদিহিতার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । এটি কোনো কর্মকর্তার দুর্নীতির ব্যাপারে সরকার ও জনগণকে একটি আদর্শ জবাবদিহি করার ক্ষমতা রাখে । তাই এদেশে সংবাদপত্রকে ২য় সংসদ বলা হয়ে থাকে । 

গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে ঃ  প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা গণতান্ত্রিক মূল্যবোধের আদর্শ বিশ্বাসী হওয়ার মাধ্যমে এবং জনগনের সেবা নিশ্চিতকরণের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে । 

মানবিক মূল্যবোধের মাধ্যমে ঃ  মানবিক মূল্যবোধ প্রশাসনিক জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ দিক । প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবায়, জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গকরণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে । 

বিরোধী দলের মাধ্যমে ঃ শাসন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য সংসদে শক্তিশালী বিরোধী দল আবশ্যক । তারা সরকারের গঠণমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে চাপের মুখে রেখে সেবার মান নিশ্চিত করতে পারে । 

উপসংহার ঃ  উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, প্রশাসনিক ব্যবস্থার সামগ্রিক অবস্থা উন্নয়নের স্বার্থ প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণ অপরিহার্য । আর এ স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে পুরো রাষ্ট্র ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে । একটি সুষ্ঠু শাসনব্যবস্থা আনয়নে কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই । 




দৃষ্টি আকর্ষণঃ 
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.