সুশাসন কী ? একমাত্র গণতান্ত্রিক শাসনব্যবস্থাই কী সুশানের পূর্বশর্ত ? আলোচনা কর ।What is good governance? Is the only democratic governance a prerequisite for prosperity? discuss
সুশাসন কী ? একমাত্র গণতান্ত্রিক শাসনব্যবস্থাই কী সুশানের পূর্বশর্ত ? আলোচনা কর ।
সমাধান।
ভুমিকা ঃ সুশাসন একটি বহুমুখী প্রক্রিয়া । সাধারণভাবে সুশাসন বলতে বুঝায় রাষ্ট্রীয় ও জাতীয় বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতার সুব্যবহার । অন্যভাবে বলতে গেলে সুশাসন হচ্ছে একটি আদর্শ পরিচালনা বা শাসন প্রক্রিয়া, যা একটি দেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক উন্নয়নের জন্য অপরিহার্য ।সুতরাং সুশাসন হচ্ছে এমন একটি পরিচালনা প্রক্রিয়া যা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি রোধ করে মানবাধিকার নিশ্চিত করে একটি দেশের গণতন্ত্র ও উন্নয়নকে এগিয়ে নেয় ।
একমাত্র গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সুশানের পূর্বশর্ত ঃ একমাত্র গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সুশানের পূর্বশর্ত এ কথাটির সাথে আমরা এক মত হতে পারি না । গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুশাসনের জন্য একটি অন্যতম প্রধান পূর্বর্শত । সুশাসনের বিভিন্ন সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই সুশাসনের একমাত্র পূর্বশর্ত নয় । এটি সুশাসনের জন্য অন্যতম প্রধান পূর্বশর্ত । এছাড়া অনেক পূর্বশর্ত রয়েছে যেগুলো সুশাসনের জন্য অন্যতম পূর্বশর্ত বলে পরিগণিত হয় । নিম্নে সুশাসনের জন্য যেসব পূর্বশর্ত বিদ্যমান থাকতে হবে সেগুলো আলোচনা করা হলো :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে ঃ একটি দেশের সুশাসনের অন্যতম পূর্বশর্ত হলো ঐ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে । একটি দেশের শাসন পদ্ধতি গণতান্ত্রিক হলেও যদি আইনশৃঙ্খলা অবস্থা অবনতি ঘটে তাহলে ঐ দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে না ।
মানবাধিকার রক্ষা ঃ মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন সুশাসনের একটি অন্যতম প্রধান পূর্বশর্ত । উন্নয়নশীল দেশগুলোতে মানবাধিকার প্রায় লঙ্ঘন করা হচ্ছে । এসব দেশগুলোতে বিনা বিচারে মানুষ হত্যা করা কাউকে আটকিয়ে রাখা বা হয়রানি করা ইত্যাদি মানবাধিকারের চরম লঙ্ঘন ।
দক্ষ আমলাতন্ত্র ঃ সুশাসন নিশ্চিত করার জন্য প্রয়োজন দক্ষ ও নিরপেক্ষ আমলাতন্ত্র । প্রশাসনিক শাসন ব্যবস্থায় উন্নয়নশীল দেশের আমলারা দক্ষ নয় । আমলারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে না । তাছাড়া আমলাদের মধ্যে বিভিন্ন দলের অনুসারী হিসেবে পরিচিত আছে । এজন্য সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না
স্বাধীন বিচার বিভাগ ঃ সুমাসন প্রতিষ্ঠার জন্য অন্যতম পূর্বশর্ত হলো স্বাধীন বিচার বিভাগ । স্বাধীন বিচার বিভাগ ব্যতীত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় । ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হলে সুশাসন প্রতিষ্ঠিত হবে না । উন্নয়নশীল দেশগুলোতে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে ব্যর্থ হচ্ছে , ফলে এ সমস্ত দেশে সুশাসন প্রতিষ্ঠায় বেগ পেতে হচ্ছে ।
স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা ঃ একটি দেশের সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা । প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দলীয়করণ ইত্যাদি কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না । ফলে উন্নয়নশীল দেশগুলোতে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না ।
শিক্ষিত ও সচেতন নাগরিক সৃস্টি ঃ সুশাসনের জন্য একটি অপরিহার্য পূর্বশর্ত হলো শিক্ষিত ও সচেতন নাগরিক সৃষ্টি । বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শিক্ষিত ও বিবেকবান নাগরিক সৃষ্টি করতে হবে । কারণ একমাত্র শিক্ষিত সচেতন নাগরিকই পারে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে ।
উপসংহার ঃ উপরিউক্ত আলোচনা শেষে আমরা নির্দ্ধিধায় বলতে পারি যে, সুশাসন শুধুমাত্র শাসন সম্পর্কিত প্রত্যয় নয় বরং এটা মানুষের সাম্য ও স্বাধীনতা প্রতিষ্ঠার পূর্বশর্ত । গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পূর্বশর্ত হিসেবে কাজ করে ।
দৃষ্টি আকর্ষণঃ
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।......... ধন্যবাদ।
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ।
No comments