বাংলাদেশ বেতার, সদর দপ্তর, তথ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ২০১৯||Bangladesh Betar, Headquarters, Ministry of Information Recruitment Exam 2019
বাংলাদেশ বেতার, সদর দপ্তর, তথ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ২০১৯
পদ: এমএলএসএস তারিখ : ২৯.১১.২০১৯
সময়: ১ ঘণ্টা পূর্ণমান : ৪০
বাংলা
১। ‘ধেনু’ শব্দটির অর্থ কী ?
উত্তরঃ গরু
২। ‘সাপে নেউলে’ বাগধারাটির অর্থ কী ?
উত্তরঃ শত্রুতা
৩। কোন বানানটি সঠিক ?
উত্তরঃ ব্যাকরণ
৪। ভাষার কোন রীতি নাটকে ও বক্তৃতায় অনুপযোগী ?
উত্তরঃ সাধুভাষা
৫। ‘জানার ইচ্ছা’ এক কথায় কী বলে ?
উত্তরঃ জিজ্ঞাসা
৬। ‘বিজ্ঞান’ শব্দের ’জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমষ্টি ?
উত্তরঃ জ + ঞ
৭। কোনটি দেশি শব্দ ?
উত্তরঃ ঢোল
৮। ক্রিয়ার মূল অংশকে কী বলে ?
উত্তরঃ ধাতু
৯। ‘বীজন’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ জনহীন
১০। ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’ কোন কবিতার অংশ ?
উত্তরঃ দুই বিঘা জমি
ENGLISH
1. I have never ___ her before.
Ans: seen
2. ____ is that sitting over there in the corner?
Ans: Who
3. Which of these is a noun ? It is __
Ans: Thing
4. Which of these is an adjective?
Ans: hard
5. Why do you __ that?
Ans: say
6. She is ___ athlete.
Ans: an
7. I ___ a job at the Bangladesh Betar last month.
Ans: got
8. His ___ will not write. It is out of ink.
Ans: pen
9. My sister is ____ home today.
Ans: at
10. He __ to swim when it is hot.
Ans: loves
গণিত
১। ৩০ মিটার উচ্চতা ও ২০ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত মিটার ?
উত্তরঃ ৩০০
২। x/9 - 1/3 = 0 হলে এর সমাধান কত ?
উত্তরঃ 3
৩। কোনটি বৃহত্তম একক ?
ক) বিঘা খ) একক গ) হেক্টর ঘ) কাঠা
উত্তরঃ হেক্টর
৪। ৫ ঃ ৩ এর ব্যস্ত বর্গানুপাত কোনটি ?
উত্তরঃ ৯ ঃ ২৫
৫। কোনটি মৌলিক সংখ্যা নয় ?
উত্তরঃ ৯
৬। ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার ?
উত্তরঃ ২.৫৪
৭। এক হেক্টরে কত বর্গকিলোমিটার ?
উত্তরঃ ১০ বর্গকিলোমিটার
৮। বার্ষিক ১০ শতাংশ লাভে কতটাকা ৫ বছরে লাভে-মূলধনে মোট ১২০০ টাকা হবে ?
উত্তরঃ ৮০০ টাকা
৯। ৫, ৯, ১৩, ১৭, ------ ধারাটির ১১তম পদের মান কত ?
উত্তরঃ ৪৫
সাধারণজ্ঞান
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্ম গ্রহণ করেন ?
উত্তরঃ ১৯২০
২। মুজিব বর্ষ পালিত হবে কত সালে ?
উত্তরঃ ২০২০ সালে
৩। কুয়েতি মুদ্রার নাম কী ?
উত্তরঃ দিনার
৪। বেতার যন্ত্রের আবিষ্কারক কে ?
উত্তরঃ জি. মার্কোনি
৫। বাংলাদেশ বেতার কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ তথ্য মন্ত্রণালয়
৬। মোটরযান এর ইংরেজি কী ?
উত্তরঃ vehicle
৭। কোন প্রতিষ্ঠান রেডিও সম্প্রচারের সনদ প্রদান করে ?
উত্তরঃ বিটিআরসি
৮। নতুন সড়ক পরিবহণ আইনে গাড়ি চালানো অবস্থায় চালক মোবাইলে কথা বললে কত টাকা জরিমানা দিতে হবে ?
উত্তরঃ ৫০০০ টাকা
৯। নবান্ন উৎসবে কোন মাসে পালিত হয় ?
উত্তরঃ অগ্রহায়ণ মাসে
১০। Softcopy ফাইল কোথায় সংরক্ষিত থাকে ?
উত্তরঃ কম্পিউটারে
No comments