Header ads

বাংলাদেশ বেতার, সদর দপ্তর, তথ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ২০১৯||Bangladesh Betar, Headquarters, Ministry of Information Recruitment Exam 2019

 বাংলাদেশ বেতার, সদর দপ্তর, তথ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ২০১৯

পদ: এমএলএসএস                তারিখ : ২৯.১১.২০১৯

সময়: ১ ঘণ্টা                         পূর্ণমান : ৪০


বাংলা


১। ‘ধেনু’ শব্দটির অর্থ কী ?

উত্তরঃ গরু

২। ‘সাপে নেউলে’ বাগধারাটির অর্থ কী ?

উত্তরঃ শত্রুতা 

৩। কোন বানানটি সঠিক ?

উত্তরঃ ব্যাকরণ

৪। ভাষার কোন রীতি নাটকে ও বক্তৃতায় অনুপযোগী ?

উত্তরঃ সাধুভাষা

৫। ‘জানার ইচ্ছা’ এক কথায় কী বলে ?

উত্তরঃ জিজ্ঞাসা 

৬। ‘বিজ্ঞান’ শব্দের ’জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমষ্টি ?

উত্তরঃ জ + ঞ

৭। কোনটি দেশি শব্দ ?

উত্তরঃ ঢোল

৮। ক্রিয়ার মূল অংশকে কী বলে ?

উত্তরঃ ধাতু 

৯। ‘বীজন’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ জনহীন

১০। ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’ কোন কবিতার অংশ ?

উত্তরঃ দুই বিঘা জমি 

ENGLISH


1. I have never ___ her before. 

Ans: seen

2. ____ is that sitting over there in the corner?

Ans: Who

3. Which of these is a noun ? It is __

Ans: Thing

4. Which of these is an adjective?

Ans: hard

5. Why do you __ that?

Ans: say

6. She is ___ athlete.

Ans: an

7. I ___ a job at the Bangladesh Betar last month.

Ans: got

8. His ___ will not write. It is out of ink.

Ans: pen

9. My sister is ____ home today.

Ans: at

10. He __ to swim when it is hot.

Ans: loves


গণিত


১। ৩০ মিটার উচ্চতা ও ২০ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত মিটার ?

উত্তরঃ ৩০০

২। x/9 - 1/3 = 0 হলে এর সমাধান কত ?

উত্তরঃ 3

৩। কোনটি বৃহত্তম একক ?

ক) বিঘা         খ) একক        গ) হেক্টর         ঘ) কাঠা

উত্তরঃ হেক্টর

৪। ৫ ঃ ৩ এর ব্যস্ত বর্গানুপাত কোনটি ?

উত্তরঃ ৯ ঃ ২৫

৫। কোনটি মৌলিক সংখ্যা নয় ?

উত্তরঃ ৯

৬। ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার ?

উত্তরঃ ২.৫৪ 

৭। এক হেক্টরে কত বর্গকিলোমিটার ?

উত্তরঃ ১০ বর্গকিলোমিটার

৮। বার্ষিক ১০ শতাংশ লাভে কতটাকা ৫ বছরে লাভে-মূলধনে মোট ১২০০ টাকা হবে ?

উত্তরঃ ৮০০ টাকা

৯। ৫, ৯, ১৩, ১৭, ------ ধারাটির ১১তম পদের মান কত ?

উত্তরঃ ৪৫


সাধারণজ্ঞান


১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্ম গ্রহণ করেন ?

উত্তরঃ ১৯২০

২। মুজিব বর্ষ পালিত হবে কত সালে ?

উত্তরঃ ২০২০ সালে 

৩। কুয়েতি মুদ্রার নাম কী ?

উত্তরঃ দিনার

৪। বেতার যন্ত্রের আবিষ্কারক কে ?

উত্তরঃ জি. মার্কোনি

৫। বাংলাদেশ বেতার কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ?

উত্তরঃ তথ্য মন্ত্রণালয়

৬। মোটরযান এর ইংরেজি কী ?

উত্তরঃ vehicle

৭। কোন প্রতিষ্ঠান রেডিও সম্প্রচারের সনদ প্রদান করে ?

উত্তরঃ বিটিআরসি

৮। নতুন সড়ক পরিবহণ আইনে গাড়ি চালানো অবস্থায় চালক মোবাইলে কথা বললে কত টাকা জরিমানা দিতে হবে ?

উত্তরঃ ৫০০০ টাকা 

৯। নবান্ন উৎসবে কোন মাসে পালিত হয় ?

উত্তরঃ অগ্রহায়ণ মাসে 

১০। Softcopy ফাইল কোথায় সংরক্ষিত থাকে ?

উত্তরঃ কম্পিউটারে


দৃষ্টি আকর্ষণঃ 

আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.