Header ads

প্রাণীসম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০|| Directorate of Animal Resources Recruitment Exam 2020


প্রাণীসম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০

পদ: ভিএফ/ এফএ/ কম্পাউন্ডার        তারিখ: ১৪.০২.২০২০

সময়: ১ ঘণ্টা                                     পূর্ণমান: ৭০

বাংলা 


১। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কী বলে ?

উত্তরঃ উপভাষা 

২। নিত্য মূর্ধন্য -ষ নিচের কোন শব্দে বিদ্যমান ?

উত্তরঃ আষাঢ়

৩। কোন বানানটি শুদ্ধ ?

উত্তরঃ  নিশীথ

৪। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে ?

উত্তরঃ পদ 

৫। রাত্রি’ এর সমার্থক শব্দ নয় কোনটি ?

উত্তরঃ বারিদ

৬। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি ?

উত্তরঃ উগ্র

৭। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কী বলে ?

উত্তরঃ যৌগিক শব্দ

৮। ‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় প্রকাশ কী হবে ?

উত্তরঃ প্রিয়ংবদা

৯। ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয় ?

উত্তরঃ কোকিল

১০। ‘চকলেট’ কোন দেশের শব্দ ?

উত্তরঃ মেক্সিকো

১১। জ্ঞ’ যুক্তবর্ণ কীভাবে গঠিত?

উত্তরঃ জ + ঞ

১২। ‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি ?

উত্তরঃ আলস্য

১৩। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ ?

উত্তরঃ বিষের বাঁশী 

১৪। একাত্তরের ডায়রী’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তরঃ সুফিয়া কামাল 

১৫। ‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক কে ?

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী 

ENGLISH


1. He is popular _____ all ___ his goodness.

Ans: With, for

2. None but the brave deserve the fair ____ in this sentence 'but' is -

Ans: preposition

3. Choose the word which never has a plural?

Ans: information

4. Choose the correct sentence _

Ans: I saw her entering the room

5. They gave me a form and told me to -

Ans: fill it in

6. What is the noun form of 'propose'?

Ans: proposal

7. He gave me five books In this sentence which is the adjective -

Ans: five

8. What is the meaning of the idiom __ 'smell a rat'?

Ans: suspect something

9. Which is the word plural?

Ans: Memoranda

10. What is the correct spelling?

Ans: Acknowledgement

11. Man is __ architect of his own fate.

Ans: the

12. How many paras are in the paragraph?

Ans: One

13. Noun of the Word 'poor' is _-

Ans: poverty

14. The boy reads a book . ___ what kind of verb 'reads' in the sentence?

Ans: Transitive verb

15. WE need to buy some new __

Ans: furniture

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

১। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় - সেই উদিভদের নাম কী?

উত্তরঃ আলূ

২। অসমোসিস শব্দটির অর্থ কী ?

উত্তরঃ অভিস্রবণ

৩। কোন প্রানীর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট ?

উত্তর্রঃ উট

৪। বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় ?

উত্তরঃ আইসোটোপ

৫। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কী ?

উত্তরঃ কেজি

৬। ব্যাটারিতে সঞ্চিত শক্তি হলো -

উত্তরঃ রাসায়নিক শক্তি

৭। ফিউজ তার কিসের সংকর?

উত্তরঃ টিন ও সিসা 

৮। আঙুর ফলে কোন এসিড থাকে ?

উত্তরঃ টারটারিক এসিড

৯্। অক্সালিক এসিড থাকে কোন ফলে ?

উত্তরঃ টমেটো 

১০। কোনটির অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয় ?

উত্তরঃ এসকরবিক এসিড

১১। অপটিক্যাল ফাইবার কী ?

উত্তরঃ সরু কাচ তন্তু

১২। সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কী ?

উত্তরঃ আলফা সেন্টোরি

১৩। সৌর জগতের গ্রহ কয়টি ?

উত্তরঃ ৮ টি 

১৪। প্রথম মহাকাশচারী ব্যক্তি কে ?

উত্তরঃ ইউরি গ্যাগারিন

১৫। নিচের কোনটি কোষের গুণাবলি রক্ষা করে ?

উত্তরঃ পানি 

১৬। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা করেছিল ?

উত্তরঃ ৫১ টি 

১৭। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিল ?

উত্তরঃ রেসকোর্স ময়দানে 

১৮। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল -

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১ 

১৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায় ?

উত্তরঃ টুঙ্গিপাড়া

২০। বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি ?

উত্তরঃ ২ টি 

২১। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো -

উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ 

২২। বাংলাদেশের প্রধান বিচারপতি  নিয়োগ দেন কে ?

উত্তরঃ রাষ্ট্রপতি 

২৩। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কী ?

উত্তরঃ মোহাম্মদ হানিফ

২৪। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর -

উত্তরঃ নারায়ণগঞ্জ 

২৫। বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত ?

উত্তরঃ সিলেট

গণিত

১। বার্ষিক ১০% মুনাফায় ১২০০ টাকার ০৫ বছরের মুনাফা কত?

উত্তরঃ ৬০০ টাকা

২। আয়তনের একক কোনটি ?

উত্তরঃ ঘন একক

৩। একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । ঘড়িটির ক্রয়মূল্য কত ?

উত্তরঃ ৬৯৪.৪৪ টাকা

৪। ১ মাইল = কত ?

 উত্তরঃ ১৭৬০ গজ

৫। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ঃ৩ । পুত্রের বয়স ১৮ বছর হলে , পিতার বয়স কত ?

উত্তরঃ  ৬০ বছর 

৬। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের ৩গুণ এবং উক্ত জমির পরিসীমা ৪০ মিটার হলে, জমিটির দৈর্ঘ্য কত ?

উত্তরঃ ১৫ মিটার

৭। কোনটি সঠিক ?

উত্তরঃ সামান্তরিক একটি ট্রাপিজিয়াম

৮। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান ১২০ ডিগ্রি হলে, অপর যেকোনো একটি কোণের মান কত ?

উত্তরঃ ৩০ ডিগ্রি 

৯। কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির -

উত্তরঃ বহিঃস্থ কোণ

১০। বৃত্তের যেকোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বৃত্তের কী বলা হয় ?

উত্তরঃ জ্যা 

১১। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব হবে ?

উত্তরঃ বর্গ


দৃষ্টি আকর্ষণঃ 

আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 



No comments

Theme images by Maliketh. Powered by Blogger.