প্রাণীসম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০|| Directorate of Animal Resources Recruitment Exam 2020
প্রাণীসম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০
পদ: ভিএফ/ এফএ/ কম্পাউন্ডার তারিখ: ১৪.০২.২০২০
সময়: ১ ঘণ্টা পূর্ণমান: ৭০
বাংলা
১। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কী বলে ?
উত্তরঃ উপভাষা
২। নিত্য মূর্ধন্য -ষ নিচের কোন শব্দে বিদ্যমান ?
উত্তরঃ আষাঢ়
৩। কোন বানানটি শুদ্ধ ?
উত্তরঃ নিশীথ
৪। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে ?
উত্তরঃ পদ
৫। রাত্রি’ এর সমার্থক শব্দ নয় কোনটি ?
উত্তরঃ বারিদ
৬। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি ?
উত্তরঃ উগ্র
৭। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কী বলে ?
উত্তরঃ যৌগিক শব্দ
৮। ‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় প্রকাশ কী হবে ?
উত্তরঃ প্রিয়ংবদা
৯। ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয় ?
উত্তরঃ কোকিল
১০। ‘চকলেট’ কোন দেশের শব্দ ?
উত্তরঃ মেক্সিকো
১১। জ্ঞ’ যুক্তবর্ণ কীভাবে গঠিত?
উত্তরঃ জ + ঞ
১২। ‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি ?
উত্তরঃ আলস্য
১৩। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ ?
উত্তরঃ বিষের বাঁশী
১৪। একাত্তরের ডায়রী’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ সুফিয়া কামাল
১৫। ‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
ENGLISH
1. He is popular _____ all ___ his goodness.
Ans: With, for
2. None but the brave deserve the fair ____ in this sentence 'but' is -
Ans: preposition
3. Choose the word which never has a plural?
Ans: information
4. Choose the correct sentence _
Ans: I saw her entering the room
5. They gave me a form and told me to -
Ans: fill it in
6. What is the noun form of 'propose'?
Ans: proposal
7. He gave me five books In this sentence which is the adjective -
Ans: five
8. What is the meaning of the idiom __ 'smell a rat'?
Ans: suspect something
9. Which is the word plural?
Ans: Memoranda
10. What is the correct spelling?
Ans: Acknowledgement
11. Man is __ architect of his own fate.
Ans: the
12. How many paras are in the paragraph?
Ans: One
13. Noun of the Word 'poor' is _-
Ans: poverty
14. The boy reads a book . ___ what kind of verb 'reads' in the sentence?
Ans: Transitive verb
15. WE need to buy some new __
Ans: furniture
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
১। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় - সেই উদিভদের নাম কী?
উত্তরঃ আলূ
২। অসমোসিস শব্দটির অর্থ কী ?
উত্তরঃ অভিস্রবণ
৩। কোন প্রানীর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট ?
উত্তর্রঃ উট
৪। বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ আইসোটোপ
৫। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কী ?
উত্তরঃ কেজি
৬। ব্যাটারিতে সঞ্চিত শক্তি হলো -
উত্তরঃ রাসায়নিক শক্তি
৭। ফিউজ তার কিসের সংকর?
উত্তরঃ টিন ও সিসা
৮। আঙুর ফলে কোন এসিড থাকে ?
উত্তরঃ টারটারিক এসিড
৯্। অক্সালিক এসিড থাকে কোন ফলে ?
উত্তরঃ টমেটো
১০। কোনটির অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয় ?
উত্তরঃ এসকরবিক এসিড
১১। অপটিক্যাল ফাইবার কী ?
উত্তরঃ সরু কাচ তন্তু
১২। সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কী ?
উত্তরঃ আলফা সেন্টোরি
১৩। সৌর জগতের গ্রহ কয়টি ?
উত্তরঃ ৮ টি
১৪। প্রথম মহাকাশচারী ব্যক্তি কে ?
উত্তরঃ ইউরি গ্যাগারিন
১৫। নিচের কোনটি কোষের গুণাবলি রক্ষা করে ?
উত্তরঃ পানি
১৬। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা করেছিল ?
উত্তরঃ ৫১ টি
১৭। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিল ?
উত্তরঃ রেসকোর্স ময়দানে
১৮। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল -
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
১৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায় ?
উত্তরঃ টুঙ্গিপাড়া
২০। বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি ?
উত্তরঃ ২ টি
২১। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো -
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
২২। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি
২৩। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কী ?
উত্তরঃ মোহাম্মদ হানিফ
২৪। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর -
উত্তরঃ নারায়ণগঞ্জ
২৫। বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত ?
উত্তরঃ সিলেট
গণিত
১। বার্ষিক ১০% মুনাফায় ১২০০ টাকার ০৫ বছরের মুনাফা কত?
উত্তরঃ ৬০০ টাকা
২। আয়তনের একক কোনটি ?
উত্তরঃ ঘন একক
৩। একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । ঘড়িটির ক্রয়মূল্য কত ?
উত্তরঃ ৬৯৪.৪৪ টাকা
৪। ১ মাইল = কত ?
উত্তরঃ ১৭৬০ গজ
৫। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ঃ৩ । পুত্রের বয়স ১৮ বছর হলে , পিতার বয়স কত ?
উত্তরঃ ৬০ বছর
৬। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের ৩গুণ এবং উক্ত জমির পরিসীমা ৪০ মিটার হলে, জমিটির দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ১৫ মিটার
৭। কোনটি সঠিক ?
উত্তরঃ সামান্তরিক একটি ট্রাপিজিয়াম
৮। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান ১২০ ডিগ্রি হলে, অপর যেকোনো একটি কোণের মান কত ?
উত্তরঃ ৩০ ডিগ্রি
৯। কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির -
উত্তরঃ বহিঃস্থ কোণ
১০। বৃত্তের যেকোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বৃত্তের কী বলা হয় ?
উত্তরঃ জ্যা
১১। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব হবে ?
উত্তরঃ বর্গ
No comments