Header ads

সাধারণজ্ঞান- বঙ্গবন্ধু ও বাংলাদেশ || General knowledge - Bangabandhu and Bangladesh

 

বিসিএস ও বিভিন্ন প্রতিযোগিতামূলক  চাকুরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সাধারণজ্ঞান- বঙ্গবন্ধু ও বাংলাদেশ || General knowledge - Bangabandhu and Bangladesh

https://news.google.com/publications/CAAqBwgKMPvatgswiPbNAw?hl=en-US&gl=US&ceid=US%3Aen


জন্ম ও পারিবারিক জীবন:

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?

- ১৭ মার্চ ১৯২০ খ্রি.  

 ২. জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়?

- শিশু দিবস

 ৩. কোন দিবসটি বঙ্গবন্ধুর জন্মদিন এর সাথে সম্পর্কযুক্ত?

- জাতীয় শিশু দিবস 

 ৪. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়?

- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়

 ৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?

- ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে)

 ৬. বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?

- বাইগার

 ৭. বঙ্গবন্ধুর পিতার নাম কী?

- শেখ লুৎফর রহমান

 ৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর মায়ের নাম কী?

- সায়েরা খাতুন 

 ৯. মুজিব শব্দের অর্থ কী?

- উত্তরদাতা।

 ১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল?

- খোকা

 ১১. বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?

- শেখ ফজিলাতুন্নেসা মুজিব

১২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনিকে কোন নামে অভিহিত করা হয়?

- বঙ্গমাতা

 ১৩. বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?

- ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল

 

শিক্ষা জীবন:

 ১৪. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করেন?

- গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়

 ১৫. বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাস করেন কোন স্কুল থেকে?

- গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে।

 ১৬. বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?

- গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে

 ১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন?

- ইসলামিয়া কলেজ

 ১৮. বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন?

- কলকাতার ইসলামিয়া কলেজ থেকে

 ১৯. বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?

- ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে

 ২০. বঙ্গবন্ধু স্মৃতি বিজাড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত?

- কোলকাতা 

২১. বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন?

- কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে

 ২২.  ইসলামিয়া কলেজের বর্তমান নাম কী?

- মাওলানা আজাদ কলেজ

২৩. বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?

- ২৪ নম্বর কক্ষে

 ২৪. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?

- আইন বিভাগের

 ২৫. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?

- ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়

 ২৬. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে?

- ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে (আইন বিভাগে)।

 ২৭. বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়?

- ১৯৪৯ সালের এপ্রিল মাসে

 ২৮. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়?

- ১৪ আগস্ট ২০১০।

 ২৯. ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে?

- ডক্টর অব লজ (মরণোত্তর)।

 

স্বাধীনতাপূর্ব রাজনীতি:

 ৩০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম গ্রেফতার হন কত সালে?

- ১৯৩৮

 ৩১. বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?

- ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়

 ৩২. বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?

- ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে

 ৩৩. বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?

- ১৯৪৬ সালে

 ৩৪. ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?

- যুগ্ম সম্পাদক

 ৩৫. Secret Intelligence File on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Volume 01 concludes with the document –

- 1950

 ৩৬. ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?

- ১৪ ফেব্রুয়ারি

 ৩৭. বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন?

- ৯ জুলাই ১৯৫৩ (১৯৫৩-১৯৬৬)

 ৩৮. যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?

- গোপালগঞ্জ আসনে।

 ৩৯. বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?

- ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়

 ৪০. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভায় সদস্য হন?

- ৩৪ বছর 

৪১.  যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান?
- কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন (১৯৫৪ সালের ১৫ মে)।

 ৪২. ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?

- শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়

 ৪৩. বঙ্গবন্ধু কবে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন?

- ১৯৬০ সালে

 ৪৪. ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?

- কম্বাইন্ড অপজিশন পার্টি

 ৪৫. আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান দলেল কোন পদে ছিলেন?

- যুগ্ম সম্পাদক

 ৪৬. বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?

- ১৯৬৬ সালের ১ মার্চ (ষষ্ঠ কাউন্সিলে)

 ৪৭. বঙ্গবন্ধু কর্তৃক ৬দফা ঘোষনা করা হয় কোথায়?

- লাহোর 

 ৪৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের কোন মাসে ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন?

- ফেব্রুয়ারি মাসে

৪৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে ছয়-দফা পেশ করেন?

- ১৯৬৬ সালে

 ৫০. ঐতিহাসিক ৬ দফা কবে ঘোষণা করা হয় কবে?

- ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬

 

৫১. ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

- লাহোরে

 ৫২. আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?

- ১৯৬৬ সালের ১৮ মার্চ

 ৫৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন আনুষ্ঠানিকভোবে ৬ দফা ঘোষনা করেন?

- ১৯৬৬ সালের ২৩ মার্চ 

 ৫৪. কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?

- লাহোর প্রস্তাব

 ৫৫. ছয়দফার প্রথম দফা কি ছিল?

- স্বায়ত্বশাসন

 ৫৬. ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?

- ছয় দফা

 ৫৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? 

- ০৩ জানুয়ারি, ১৯৬৮

 ৫৮. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?

- ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী

 ৫৯. আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?

- রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য

 ৬০. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী?

- ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য’

 

৬১. আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে?
- ১৯৬৮ সালের ১৯ জুন (ঢাকা সেনানিবাসে)

 ৬২. আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন?

- ৩৫ জন (বঙ্গবন্ধুসহ)

 ৬৩. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়?

- ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি

 ৬৪. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?

- ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

 ৬৫. বঙ্গবন্ধু তাঁর দলের নির্বাচনী প্রতীক হিসেবে নৌকা প্রতীক পছন্দ করেন কবে?

- ১৭ অক্টোবর ১৯৭০

 ৬৬. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?

- তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ

 ৬৭. কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?

- রেসকোর্স ময়দানে

 ৬৮. বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?

- ৫ ডিসেম্বর, ১৯৬৯

৬৯. বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়?

- ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।

 ৭০. বঙ্গবন্ধুকে "জাতির জনক" ঘোষণা করা হয় কবে?

- ৩ মার্চ ১৯৭১

 

৭১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭মার্চ কোথায় ঐতিহাসিক ভাষন দেন?

- রেসকোর্স ময়দান (এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিত)

 ৭২. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল?

- স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা

 ৭৩. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কয় দফা দাবি পেশ করেন?

- ৪ দফা

 ৭৪. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম _ 

- ওরা ১১ জন

 ৭৫. বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?

- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

 ৭৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন কোন সংস্থার

ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বধীনতা ঘোষণা করেছিলেন? 

- ইস্ট পাকিস্তান রাইফেল্স

 ৭৭. শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর---

- ২৫ মার্চ রাতে

৭৮. ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কী?
- অপারেশন ‘বিগবার্ড’

 ৭৯. ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি

 ৮০. During the Mujibnagar regime, ____ was one of the members of the 'Sarbadliya Upodeshta Parishad'.

- Manaranjan Dhar 

 

৮১. মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কোন কারাগারে বন্ধী ছিলেন?

- মিয়ানওয়ালি কারাগারে

 ৮২.  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? 

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

স্বাধীনতা পরবর্তী রাজনীতি:

 ৮৩. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?

- ৮ জানুয়ারি ১৯৭২

 ৮৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কত তারিখে?

- ৮ জানুয়ারি ১৯৭২

৮৫. বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন?

- দুটি (ইংল্যান্ড ও ভারত)

 ৮৬. বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান?

- ইংল্যান্ড (লন্ডন)

 ৮৭. লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়?

- ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে (৯ জানুয়ারি ১৯৭২)

 ৮৮. লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন?

- দিল্লি (ভারত)

 ৮৯. ভারতের বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান?

- ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী

 ৯০. বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন?

- ১০ জানুয়ারি ১৯৭২ (স্বদেশ প্রত্যাবর্তন দিবস)

 

৯১. দেশ স্বাধীন হওয়ার পর "শেখ মুজিবুর রহমান" দেশে প্রত্যাবর্তন করেন কোন তারিখে? 

- ১০ জানুয়ারি ১৯৭২

 ৯৩. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান 

 ৯৩. বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?

- ১৯৭২ সালের ১০ জানুয়ারি

 ৯৪. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে?

- শেখ মজিবুর রহমান 

 ৯৫. বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন?

- ১৯৭২ সালের ১১ জানুয়ারি

 ৯৬. বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?

- ১২ জানুয়ারি ১৯৭২

 ৯৭. বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত হন?

১০ অক্টোবর ১৯৭২ (পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ)

 ৯৮. কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন?

- ১৪ ডিসেম্বর ১৯৭২

 ৯৯. বঙ্গবন্ধু কবে ‘জোটনিরপেক্ষ আন্দোলন’–এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান?

- ৬ সেপ্টেম্বর ১৯৭৩

 ১০০. বঙ্গবন্ধু কোন শহরে এবং কত সালে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহন করেন?

- ১৯৭৩, আলজিয়ার্স

১০১. স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

- ১৩০টি

 

গ্রন্থাবলী:

 ১০২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম

- অসমাপ্ত আত্মজীবনী 

 ১০৩. “অসমাপ্ত আত্মজীবনী” এর রচয়িতা কে?

-  শেখ মুজিবুর রহমান

 ১০৪. শেখ মুজিবুর রহমানের লেখা "অসমাপ্ত আত্মজীবনী" বইটি প্রকাশক-

- ইউনিভার্সিটি প্রেস লিমিটেড 

 ১০৫. বঙ্গবন্ধু "অসমাপ্ত আত্মজীবনী" কত সালে লেখা আরম্ভ করেন?

- ১৯৬৭ সালে

 ১০৬. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সাল পর্যন্ত লিখা হয়? 

- ১৯৬৯ সাল

 ১০৭. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” কোন সালে প্রথম প্রকাশিত হয়?

- ২০১২

 ১০৮. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভক্ত হয়েছে?

- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 ১০৯. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভক্ত হয়েছে?

- ইংরেজি বিভাগ

 ১১০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরা রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী ‘গ্রন্থের ব্রেইল সংস্করণ প্রকাশ করা হয়েছে কোন মন্ত্রণালয় হতে? 

- সমাজ কল্যাণ মন্ত্রণালয়

 

১১১. ’অসমাপ্ত আত্মজীবনী-তে উল্লেখিত আন্দামান বলতে কী বুঝায়?

- ইংরেজ আমলের জেলখানা

 ১১২. বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি?

- অসমাপ্ত আত্মজীবনী (প্রকাশিত হয় জুন ২০১২ সালে)

 ১১৩. অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়?

- ১৩টি

 ১১৪. মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ "অসমাপ্ত আত্মজীবনী" ইতালীয় ভাষায় অনূবাদক কে?

- আন্না কোক্কিয়ারেল্লা

 ১১৫. মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ "অসমাপ্ত আত্মজীবনী" সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? (আপডেট ফেব্রুয়ারি ২০২৩)

- চীনা

 ১১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন –

- কারাগারের রোজনামচা

 ১১৭. "কারাগারের রোজনামচা"--- গ্রন্থের রচয়িতা কে?

- শেখ মুজিবুর রহমান

 ১১৮. ‘কারাগারের রোজনামচা’ কত সালে প্রকাশিত?

- ২০১৭

বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি?
- কারাগারের রোজনামচা (প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭)

 ১১৯. `কারাগারের রোজনামচা’ গ্রন্থটির ‘বন্দুক দফা’ বলতে কোন ধরনের কয়েদিদের বোঝানো হয়েছে?

- মেথর 

 ১২০. কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়েছে?

- ২টি (সর্বশেষ অসমীয়া ভাষা, অনুবাদ সৌমেন ভারতীয়)

 

১২১. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন? 

- শেখ মুজিবুর রহমান

 ১২২. বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কী?

- আমার দেখা নয়াচীন (প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা ২০২০)

 ১২৩. আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ?

- তৃতীয়

 ১২৪. মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে?

- শেখ মুজিবুর রহমান

 ১২৫. বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে?

- ৩টি (অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন)

 ১২৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি?

- “অসমাপ্ত আত্মজীবনী”, “আমার দেখা নয়াচীন”, “কারাগারের রোজনামচা”, "আমার কিছু কথা"

 ১২৭. বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কী?

- শেখ মুজিব আমার পিতা

 ১২৮. ‘শেখ মুজিব আমার পিতা' বইটি প্রথম প্রকাশিত হয়-

- ১৯৯৯ সালে

 ১২৯. বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন?

- এবিএম মূসা

 ১৩০. বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় মুজিবুর’ কবিতাটি কে লেখেন?

- অন্নদাশঙ্কর রায়

 ১৩১.  ‘বঙ্গবন্ধু’ কবিতাটি কার লেখা?

- জসীমউদ্দীন (১৬ মার্চ ১৯৭১)

 ১৩২. 'বঙ্গবন্ধু শেখ মুজিব' গ্রন্থের রচয়িতা কে?

- মাযহারুল ইসলাম

 ১৩৩. বঙ্গবন্ধুর লেখা ‌‍“কারাগারের রোচনামচা” ও “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক কে?

- অধ্যাপক ড. ফকরুল আলম

 

মৃত্যু:

১৩৪.  বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়?
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট

 ১৩৫. কত তারিখ জাতীয় শোক দিবস পালন করা হয়?

- ১৫ আগস্ট জাতীয়

 ১৩৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে শহীদ হন?

- ১৫ই আগস্ট ১৯৭৫

 ১৩৭.  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে শহীদ হন?

- সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন

 ১৩৮.  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় শহীদ হন?

- ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় 

 ১৩৯. বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে?

- ১২ মার্চ ১৯৯৭

 ১৪০. বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে?

- ২০১০ সালের ২৭ জানুয়ারি

 ১৪১. বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে?

- ৬ জনের

  

মুজিব বর্ষ:

১৪২. ‘মুজিব বর্ষ’ কী?

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)

 ১৪৩. মুজিব বর্ষের সময়কাল কত?

- ১৭ মার্চ ২০২০১৭ মার্চ ২০২১

 ১৪৪. ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন কে?

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 ১৪৫. মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে?

- ১০ জানুয়ারি ২০২০ থেকে

 ১৪৬.  মুজিব বর্ষ উদ্যাপনে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কী?

- www.mujib100.gov.bd

 ১৪৭. মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে?

- সব্যসাচী হাজরা

 ১৪৮. জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষির্কী পালিত হয়-

- ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১

 ১৪৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী কবে?

-  ১৭ মার্চ, ১৯২০ (করোনা মহামারির কারনে ১৭ মার্চ, ১৯২১ খ্রি. পালিত হয়)

 ১৫০. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কতটি দেশের রাষ্ট্রপতি শারীরিকভাবে উপস্থিত ছিলেন?

- ৩ টি

 

অন্যান্য:

 ১৫১. শেখ মুজিবুর রহমানকে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?

- ১২ বছর 

 ১৫২. বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?

- ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে

 ১৫৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান "হত্যা মামলার" বিচারকার্য শুরু হয় কবে?

- ১২ মার্চ '৯৭

 ১৫৪. কোন বিদেশী সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ের সাক্ষাৎকার নিয়েছেন?

- David frost

 ১৫৫. কোন আন্তর্জাতিক সাপ্তাহিক শেখ মুজিবুর রহমানকে "রাজনীতির কবি" হিসেবে স্বীকৃতি দিয়েছে?

- The Newsweek

 ১৫৬. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?

- জুলিও কুরি পদক

 ১৫৭. জাতির পিতা বঙ্গবন্ধু "জাতিসংঘের" কোথায় বাংলা ভাষায় ভাষণ দেন? 

- জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে

 ১৫৮. বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল?

- ৫টি 

 ১৫৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে?

- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪

 ১৬০. "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরী" কোথায় অবস্থিত?

- চট্টগ্রাম

 

১৬১. বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত?

- গাজীপুর

 ১৬২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলি ও কুরি পুরস্কার লাভ করেন?

- ১০ অক্টোবর, ১৯৭২

 ১৬৩ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে যাদুঘরে রূপান্তর করা হয়?

- ১৯৯৪ সালে

 ১৬৪. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?

- ২৯ তম 

 ১৬৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোন শহরের একটি সড়কের নাম রাখা হয়েছে?

- দিল্লি

 ১৬৬. OIC - এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?

- ২য় শীর্ষ সম্মেলনে

 ১৬৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কোথায় অবস্থিত?

- বিজয় সরণী, তেজগাঁও 

 ১৬৮. বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটি বিধি জারি করেন করেন?

- ৩৫ টি

 ১৬৯. বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৫ টি বিধি জারি করেন করেন কবে?

- ৭ মার্চ, ১৯৭১

 ১৭০. কোন নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল?

- কর্ণফুলী

 

১৭১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন তফসিলে অন্তর্ভূক্ত আছে? 

- পঞ্চম

 ১৭২. জাতির পিতা শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষনা সংবিধানের কত নং তফসিলে রয়েছে?

- ৬ষ্ঠ 

 ১৭৩.  স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?

- সপ্তম

 ১৭৪. জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে?

- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান 

 ১৭৫. মুজিবুর রহমান কর্তৃক রচিত "বায়ান্নর দিনগুলো" তে কারাগারে অনশনরত "বঙ্গবন্ধুর" সঙ্গী কে ছিলেন?

- মহিউদ্দিন আহমদ

 ১৭৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম? 

- কৃত্রিম উপগ্রহ

 ১৭৭. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?

- ৪.৮ কিমি

 ১৭৮. বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?

- বিজয় সরণি, ঢাকা 

 ১৭৯. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

- ঢাকার শাহবাগে

 ১৮০. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-

- ১৯৯৮ সালের ৩০ এপ্রিল

 ১৮১. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?

- সুন্দরবনের দক্ষিণে

 ১৮২. বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে "ইউনেসকো" স্বীকৃতি দিয়েছেন কি হিসেবে?

- ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ 

 ১৮৩. কোন প্রতিষ্ঠানের জরিপে বঙ্গুবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন?

- বিবিসি

 

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র:

১৮৪. কোন চলচ্চিত্রের একটি দৃশ্যে স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অভিনয় করেন?

- ‘সংগ্রাম’ (১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত)

১৮৫. ‘সংগ্রাম’ চলচ্চিত্রের পরিচালক কে?

- চাষী নজরুল ইসলাম

১৮৬. ‘মুজিব: একটি জাতির রূপকার’ (পরিচালক: শ্যাম বেনেগাল)

-     ১৮৭. ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ (পরিচালক: সেলিম খান)

১৮১৮৮. ‘৫৭০’ (পরিচালক: আশরাফ শিশির) 

-         ১৮৯. ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’(পরিচালক: মুশফিকুর রহমান গুলজার)

-         ১৯০.‘চিরঞ্জীব মুজিব’ (“অসমাপ্ত আত্মজীবনী” অবলম্বনে; পরিচালক: নজরুল ইসলাম)

-         ১৯১. ‘মুজিব আমার পিতা’ (পূর্ণদৈর্ঘ্য টু-ডি অ্যানিমেশন চলচ্চিত্র, পরিচালক: সোহেল মোহাম্মদ রানা)

-        ১৯২. ‘তর্জনী’ (৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত; পরিচালক: সোহেল রানা)

-          ১৯৩. ‘আগস্ট ১৯৭৫’ (পরিচালক: সেলিম খান)

-         ১৯৪. ‘রেডিও’

-         ১৯৫. ‘মাইক’ (শিশুতোষ চলচ্চিত্র)

-         ১৯৬. ‘ব্যাটল ফর বেঙ্গল’(বলিউড চলচ্চিত্র; পরিচালক: রিচি মেহতা)

 

বঙ্গবন্ধুকে নিয়ে সেরা কয়েকটি গান:

১৯৭. ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’

গীতিকার: হাসান মতিউর রহমান

সুরকার: মলয় কুমার গাঙ্গুলী

কন্ঠ: সাবিনা ইয়াসমীন

 

১৯৮. একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের…..

গীতিকার: গৌরী প্রসন্ন মজুমদার

সুরকার: অংশুমান রায়

কন্ঠ: লক্ষ্মীকান্ত রায়

 

১৯৯. তুমি বাংলার ধ্রুবতারা…. (মুজিব শতবর্ষের থিম সং)

গীতিকার: কামাল চৌধুরী

সুরকার: নকীব খান

কন্ঠ: সমবেত

 

২০০. হে বন্ধু বঙ্গবন্ধু…..

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার

সুরকার: কিশোর দাস

কন্ঠ: কুমার বিশ্বজিৎ

 

২০১. মুজিব বাইয়া যাওরে………

গীতিকার: মোঃ শাহ বাঙালি

সুরকার: আব্দুল জব্বার

কন্ঠ: আব্দুল জব্বার

 

২০২. ফিরে এসো বঙ্গবন্ধু…..

গীতিকার: শুভদ্বীপ চক্রবর্তী

সুরকার: চিরন্তন ব্যানার্জী

কন্ঠ: সমবেত

 

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.