Header ads

General Knowledge Bangladesh Affairs- Current Affairs

 সাম্প্রতিক সাধারণজ্ঞান

বাংলাদেশ বিষয়াবলী

General Knowledge Bangladesh Affairs- Current Affairs



১. সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সামরিক প্ল্যাটফর্মে যুক্ত হয়?

- জাপান; Official Security Assistance (OSA)


২. কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন প্রতিষ্ঠান বিশেষ সম্মাননায় ভূষিত করে

- ব্রাউন ইউনিভার্সিটির ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুল, যুক্তরাষ্ট্র (১৯ সেপ্টেম্বর, ২০২৩)


৩. জাতীয় সংসদে সকল ভূমি জরিপ বাতিল ঘোষণা করেন কে?

- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (১২সেপ্টেম্বর, ২০২৩)


৪. ‌‍বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২ কোন ধরনের স্যাটেলাইট হবে?

- আর্থ অবজারভেটরি স্যাটেলাইট


৫. কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২ উৎক্ষেপন করা হবে?

- ফ্রান্স



৬. বাংলাদেশের কোন সরকারি হাসপাতালে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়?

- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (সেপ্টেম্বর, ২০২৩)


৭. বাংলাদেশে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয় কবে?

- ২০০১ সালে। (একটি বেসরকারি প্রতিষ্ঠানে)


৮. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARIউদ্ভাবিত নতুন জাতের কাঁঠালের নাম কী?

- বারি কাঁঠাল- ৬


৯. বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র কোনটি?

- এসএস পাওয়ার প্ল্যান্ট; গণ্ডামারা, বাঁশখালী, চট্টগ্রাম (এর উৎপাদন ক্ষমতা ১৩২০ মেঘাওয়াট)


১০. BPPA এর পূর্ণরূপ কী?

Bangladesh Public Procurement Authority


১১. বর্তমানে দেশে নিরক্ষর জনগোষ্ঠী কত শতাংশ?

- ২৩.২% (স্বক্ষরতার হার ৭৬.৮%) [সূত্র: ৭ সেপ্টেম্বর,২০২৩ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী]


১২. বাণিজ্যিকভাবে ঢাকা - ভাঙা রেল চলাচল উদ্বোধন করা হয় কবে?

- ১০ অক্টোবর ২০২৩


১৩. পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC চালু হয় কবে?

- ৫ জুলাই ২০২৩


১৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে?

- ১১ জুলাই ২০২৩


১৫. দেশের ৯ম ইপিজেড কোথায় হবে ?

- পটুয়াখালী


১৬. কোন জেলার চা বাগান প্রথমবারের মতো বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধন পায়?

- খাগড়াছড়ি


১৭. চা বাংলাদেশের কততম প্রধান অর্থকরী ফসল?

- চা ২য় প্রধান অর্থকরী ফসল (১ম পাট)


১৮. জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান কে?

- প্রধানমন্ত্রী


১৯. জাতীয় সংসদে 'সাইবার নিরাপত্তা বিল, ২০২৩' পাস হয় কবে?

- ১৩ সেপ্টেম্বর ২০২৩


২০. বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর?

- ৬০ বছর


২১. ভূমি উন্নয়ন কর মওকুফ কত বিঘা পর্যন্ত?

- ২৫ বিঘা


২২. বর্তমানে বাংলাদেশে মোট নদীর সংখ্যা কত?

- ১০০৮ টি


২৩. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

- পদ্মা


২৪. বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটি?

- গাঙ্গিনা


২৫. কোন নদী সবার্ধিক জেলা দিয়ে প্রবাহিত হয়েছে?

- পদ্মা


২৬. কোন নদী সবার্ধিক উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে?

- মেঘনা


২৭. কোন জেলা দিয়ে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে?

- সুনামগঞ্জ


২৮. কর্ণফুলি টানেল কোন বিভাগে অবস্থিত?

- চট্টগ্রাম


২৯. কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

- সিয়েরা লিয়ন


৩০. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনালের স্থপতি কে?

- রোহানি বাহারিন (সিঙ্গাপুর)


৩১. বর্তমানে বাংলাদেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি?

- ৫৪ টি (আপডেট ১০ সেপ্টেম্বর, ২০২৩)


৩২. সর্বশেষ সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ

দৃষ্টি আকর্ষণঃ 
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.