Header ads

বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় আসার মত সাধারণ জ্ঞান প্রশ্নাবলী ।। GK for BCS and other job exams

 বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় আসার মত সাধারণ জ্ঞান প্রশ্নাবলী

সাম্প্রতিক ঘটনা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি

বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় আসার মত সাধারণ জ্ঞান প্রশ্নাবলী ।। GK for BCS and other job exams

জানুয়ারি-২০২৩

১. জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?

      উত্তর: ড. কামাল উদ্দিন আহমেদ

২. মেট্রোরেল উদ্বোধন হয় কবে?

      উত্তর: ২৮ ডিসেম্বর ২০২২ সালে ।

৩. দেশের ২৩তম মন্ত্রিপরিষদ সচিব কে?

      উত্তর: কবির বিন আনোয়ার ।

৩. জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোনটি?

      উত্তর: আড়াই হাজার, নারায়ণগঞ্জ ।

৪. বর্তমানে মোট পৌরসভা কয়টি?

      উত্তর: ৩৩০ টি । সর্বশেষ – শ্যামনগর, সাতক্ষীরা ।

৫. পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হন কে?

      উত্তর: দিনা বলুয়ার্তে ।

৬. জাতিসংঘ ঘোষিত ২০২৩ সালে –

      উত্তর: ইয়ার অব মাইলটস এবং ইয়ার অব পিস ।

৭. অক্সফোর্ডের ২০২২ সালের বর্ষ সেরা শব্দ কোনটি?

      উত্তর: Goblin Mode

৮. G-7 এর বর্তমান চেয়ারম্যান কে?

      উত্তর: ফুমিও কিশিদা (জাপান)

8. AvšÍR©vwZK Awfevmb ms¯’vi (IOM) eZ©gvb m`m¨ †`k KZwU?

     DËi: 175wU | (me©‡kl - 29 b‡f¤^i 2022 mv‡j, eve©v‡Wvm)

৯. (EIUÕi 2022 mvv‡ji cÖwZ‡e`b Abyhvqx) বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি ?

      উত্তর: সিংগাপুর + নিউইয়র্ক শহর ।

১০. প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোন দেশ ?

      উত্তর: ভারত । (বাংলাদেশের অবস্থান ৭ম ।)

১১. সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোন দেশ?

      উত্তর: যুক্তরাষ্ট্র । (সর্বনিম্ন – আইসল্যান্ড)

১২. গ্লোবাল অ্যাম্বাসেডর ডায়াবেটিস উপাধি পান—

      উত্তর: শেখ হাসিনা ।

১৩. তৈরি পোষাক রপ্তানিতে শীর্ষ দেশ কোন দেশ ?

      উত্তর: চীন ( আমদানিতে – যুক্তরাষ্ট্র)

১৪.  একক দেশ হিসেবে পোষাক রপ্তানিতে বাংলাদেশ কততম ?

      উত্তর: ২য় । (আমদানিতে – ৪তম )

১৫. ১৬ ডিসেম্বর ২০২২ সালে মুক্তি পাওয়া “জয়বাংলা” ছবির পরিচালক কে ?

      উত্তর: কাজী হায়াৎ ।

১৬. সর্বশেষ অসমাপ্ত আত্মজীবনী কোন ভাষায় অনুবাদ হয় ?

      উত্তর: ইতালি ।

১৭. স্মার্ট বাংলাদেশ গড়তে হবে কত সালের মধ্যে?

      উত্তর: ২০৪১ সালের মধ্যে ।

১৮. স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি ?

      উত্তর: ৪টি । যথা:           ১. স্মার্ট সিটিজেন   ২. স্মার্ট ইকোনমি

                                         ৩. স্মার্ট গভর্নমেন্ট ৪. স্মার্ট সোসাইটি

১৯. বর্তমানে ইসলামী শরীয়াভিত্তিক ব্যাংকের সংখ্যা কতটি ?

      উত্তর: ১০ টি ।

২০. ১লা জানুয়ারি ২০২৩ সালে ২৭ তম শেনজেন ভুক্ত দেশের নাম কী?

      উত্তর: ক্রোশিয়া ।

 

ফেব্রুয়ারি - ২০২৩

১. জাতীয় প্রবাসী দিবস কবে?
     
DËi: 30 wW‡m¤^i |

২. বতমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে ?

      উত্তর: ৬০ টি দেশে ।

৩. বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি করে ?

      উত্তর: ২ বার ।

৪. কোন সম্মেলনে বাংলাদেশ গেস্ট কান্ট্রি হিসেবে থাকবে ?

      উত্তর: G-20  সম্মেলনে ।

৫. মেট্রোরেল সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কবে ?

      উত্তর: ২৯ ডিসেম্বর ২০২২ ।

৬. মেট্রোরেলের প্রথম চালক কে ছিলেন?

      উত্তর: মরিয়ম আফিজা ।

৭. BBC বাংলা সম্প্রচার বন্ধ হয় কবে ?                         

     উত্তর: ৩১ ডিসেম্বর ২০২২ ।

৮. বতমানে কতটি দেশে ইউরো মুদ্রা চালু আছে?

      উত্তর: ২০ দি দেশে । (সবশেষ – ক্রোশিয়া)

৯. সার্কের বতমান চেয়ারম্যান কে?        

      উত্তর: পুষ্প কোমল দাহ ( নেপাল)

১০. ৪৯ তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে ?

      উত্তর: (১৯ – ২১ মে )  জাপান ।

১১. শেখ হাসিনা পল্লি উন্নয়ন কোথায় ?                      

     উত্তর: জামালপুর ।

১২. শেখ রাসেল পল্লি উন্নয়ন কোথায়?                        

     উত্তর: রংপুর ।

১৩. জাতীয় সংসদের ১ম উপনেতা –

      উত্তর: সৈয়দ নজরুল ইসলাম ।

১৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র “ওরা ৭জন” এর পরিচালক কে?

      উত্তর: খিজির হায়াত থান ।

১৫. সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল পাশ হয় কবে?

      উত্তর: ২৪ জানুয়ারি ২০২৩

১৬. ২০২৩ সালের জাতিসংঘের অস্থায়ী রাষ্ট্র-

      উত্তর: ৫টি । যথা:  ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড ।

 

মার্চ – ২০২৩

 

১. দেশের ২য় মেট্রোরেল প্রকল্পের নাম কী?

      উত্তর: MRT-Line-1

২. দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত ?

      উত্তর: ১৯.৮৭২ কি.মি ।

৩. বিশ্বের শীষ ব্যবহৃত ভাষা = ইংরেজি ভাষা ।

৪. মাতৃভাষার দিক হতে ব্যবহৃত ভাষা = মান্দারিন ভাষা ।

৫. ব্যবহারের দিক হতে বাংলার অবস্থান = ৭ম ।

৬. মাতুভাষার দিক হতে বাংলার অবস্থান = ৫ম ।

7. RvZxq †cbkb KZ…©cÿ cÖwZôv Kiv nq K‡e?

     DËi: 12 †deªæqvwi 2023 |

8. e½eÜz-wc‡q‡i Uªy‡Wv K…wl cÖhyw³ †K›`ª †Kv_vq Aew¯’Z?

     DËi: MvRxcyi |

9. 31 Rvbyqvix 2023 †Kvb Dc‡Rjvq †`‡ki 1g Ò¯§vU© Dc‡RjvÓ Kvh©µg D‡Øvab Kiv nq?          DËi: wkePi, gv`vixcyi |

 

এপ্রিল-২০২৩

১. বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি?

     উত্তর: শাদ 

২. ২০২৩ সালের বর্ষপণ্য কোনটি?

      উত্তর: পাটজাত 

৩. উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য MRT Line -1 এর দৈর্ঘ্য কত?

      উত্তর: ৩১.২৪১ কি.মি 

৪. বঙ্গবন্ধুর ৭ই মাচকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম –

      উত্তর: মাইক, রেডিও, তজর্নী 

৫. বতমানে দেশে নদীবন্দর কতটি ?

      উত্তর: ৪৩ টি । (সবশেষ- নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা)

৬. বাংলাদেশের  ২২ তম প্রেসিডেন্ট/ বতমান প্রেসিডেন্ট কে?

      উত্তর: মো: সাহাবুদ্দিন ।

৭. সাকিব আল হাসানের ১ম অভিনিত চলচ্চিত্রের নাম কী?

      উত্তর: অমলিন থাকুক প্রতিটি হাসি ।

 

২০২৩ – ২০২৪ সালের বাজেট

১. কততম বাজেট = ৫২ তম বাজেট ।

২. বাজেটের আকার = ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ।

৩. GDP প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা = ৭.৫ % ।

৪. বাজেটে ঘাটতি রয়েছে = ২লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ।

                                        

      জনশুমারি

১. মোট জনসংখ্যা = ১৬, ৯৮, ২৮, ৯১১ জন (চূড়ান্ত)

২. দেশে অতি দারিদ্যের হার = ৫.৬% ।

 

জুন – ২০২৩

১. বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি ?

      উত্তর: ২৯ টি । (সর্বশেষ – সদর, ভোলা)

২. দেশের ২৯ তম গ্যাসক্ষেত্রের নাম কী ?

      উত্তর: ইলিশা -১ ।

৩. বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্টের নাম কী ?

      উত্তর: অজয় বাঙ্গা ।

৫. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ?         উত্তর: ৮ম ।

৬. ঘূর্ণিঝড় ‘মোখা’ এর নামকরণ করে কোন দেশ ?

      উত্তর: ইয়েমেন ।

৭. দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?

      উত্তর: কক্সবাজারের খুরুশকুলে । (৬০ মেগাওয়াট)

৮. এগিয়ে যাবে বাংলাদেশ ‘গ্রন্থটির রচয়িতা- রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ।

9. wek¦ ch©Ub ms¯’vi (UNWTO) eZ©gvb m`m¨ KZ?

 DËi: 159 wU |

10. 27 Gwcªj 2023 †Kvb †`k UNWTO Gi m`m¨c` Z¨vM K‡i?

 DËi: ivwkqv |

11. 49Zg G-7 Gi kxl© m‡¤§jb K‡e AbywôZ nq?

 DËi: 19-21 †g 2023 | (wn‡ivwkgv, Rvcvb)

 

জুলাই - ২০২৩

১. দুর্নীতি দমন কমিশনের  ১ম নারী কমিশনার কে?

      উত্তর: মোছা. আছিয়া খাতুন ।

২. বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?

      উত্তর: ৫৪ টি । (সবশেষ–বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (নওগা)

      বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৩ টি)

৩. বর্তমানে সৌরজগতে কোন গ্রহের সংখ্যা বেশি ?

      উত্তর: শনি ।

৪. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনের সভাপতি ছিলেন –

      উত্তর: ডেনিস ফ্রান্সিস ।

৫. গাজীপুর সিটি কর্পোরেশনের ১ম ও দেশের ২য় নারী নির্বাচিত মেয়রের নাম কী?

      উত্তর: জায়েদা খাতুন ।

৬. ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট কাকে এশিয়ার ‘আয়রন লেডি’ হিসেবে

      উল্লেখ করেছে ?            উত্তর: শেখ হাসিনা ।

৭। দেশে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কতটি?

    উত্তর: ৬৮৪ টি ।

৮। শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের

    নাম কী?   

উত্তর: দুঃসাহসী খোকা ( পরিচালক – মুশফিকুর রহমান)

 

অথনৈতিক সমীক্ষা – ২০২৩

১. জনসংখ্যার ঘনত্ব/ প্রতি বগ কি.মি কত ?

      উত্তর: ১১৫৩ জন ।

২. প্রত্যাশিত গড় আয়ু = ৭২.৩ বছর ।

৩. দারিদ্রের হার = ১৮.৭ % ।

৪. চরম দারিদ্রের হার = ৫.৬ % ।

৫. সাক্ষরতার হার = ৭৬. ৪ % ।

 

সেপ্টেম্বর – ২০২৩

১. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি ?

      উত্তর: ৪৪ টি । (সবশেষ- বাংলাদেশ সুপ্রিম পার্টি)

২. সবজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে?

      উত্তর: ১৭ আগস্ট, ২০২৩ ।

৩. দেশের ১৭ তম “জিআই” পণ্য কোনটি?

      উত্তর: নাটোরের কাঁচাগোল্লা ।

৪. বাংলাদেশে বিশ্ব স্বীকৃত সবুজ কারখানা কতটি ?

      উত্তর: ২০০ টি ।

৫. স্মার্ট বাংলাদেশ দিবস কবে ?

      উত্তর: ১২ ডিসেম্বর ।

৬. বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি ?

      উত্তর: ১৬৮ টি ।

৭. দেশের ১ম শুলক নীতি প্রণয়ন হয় কবে?

      উত্তর: আগস্ট, ২০২৩।

৮. বিবি স্টকহোম কী ?

      উত্তর: ভাসমান কারাগার ।

৯. বর্তমানে অর্থসচিবের নাম কী?

      উত্তর: মো: খায়েরুজ্জামান খালেক ।

১০. বিশ্বের ১ম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে কোন দেশ ?

      উত্তর: ভারত ।

 

অক্টোবর – ২০২৩

১. চা-নিলাম কেন্দ্র রয়েছে কোথায়?

      উত্তর: চট্টগ্রাম, মৌলভীবাজার ও পঞ্চগড় ।

২. জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান কে ?

      উত্তর: প্রধানমন্ত্রী ।

৩. দেশের ২৪ তম ও বর্তমান বিচারপতি কে ?

      উত্তর: ওবায়দুল হাসান ।

৪. বাংলাদেশের কপিরাইটের মেয়াদ কত বছর ?

      উত্তর: ৬০ বছর ।

৫. ভূমি মওকুফ কর কত বিঘা পযর্ন্ত ?

      উত্তর: ২৫ বিঘা ।

৬. দেশের কোন সরকারি হাসপাতালে ১ম টেস্টিটিউব শিশুর জন্ম হয় ?

      উত্তর: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ।

৭. ভারতের সংবিধান (১২৮ তম সংশোধনী) বিল, ২০২৩ অনুযায়ী লোকসভার ৫৪৩ টি

      আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকবে কতটি ?

      উত্তর: ১৮১ টি ।

১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় কবে ?

      উত্তর: সেপ্টেম্বর, ২০২৩ ।

১৪. ঢাকা মেট্রোপলিটন  পুলিশের(ডিএমপি) বর্তমান কমিশনার কে?

      উত্তর: হাবিবুর রহমান ।

১৫. দেশের ৩য় চা নিলাম কেন্দ্র কোথায় ?

      উত্তর: পঞ্চগড় ।

১৭. দেশে জাতীয় পর্যায়ে দিবস কতটি ?

      উত্তর: ২২ টি । (ঐতিহ্যগত দিবস – ৩৬ টি )

১৮. জাতীয় সংসদে “সাইবার নিরাপত্তা বিল-২০২৩” পাস হয় কবে ?

      উত্তর: ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ।

১৯. “নিশিমুরা” ধুমকেতু ৪৩৭ বছরে কতবার দেখা যায় ?

      উত্তর: একবার ।

২০. “The wall of shame”  কোথায় অবস্থিত ?

      উত্তর: লিমা, পেরু ।

২১. আমেরিকার ১ম মুসলিম মহিলা ফেডারেল জজ হচ্ছেন কে ?

      উত্তর: নুসরত চৌধূরী ।

২২. দেশের নবম ইপিজেড স্থাপিত হবে কোথায়?

      উত্তর: পটুয়াখালী ।

২৩. বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র কোনটি?

      উত্তর: এসএস পাওয়ার প্ল্যান্ট ।

২৪. সম্প্রতি কোন জেলার চা বাগান ১ম বারের মতো বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধন পায়?   উত্তর: খাগড়াছড়ি ।

২৫. বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত? (এনআরসিসি অনুযায়ী)

      উত্তর: ১০০৮ টি ।

২৬. বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম – গাঙ্গিনা ।

২৭. কোন নদী সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত হয়েছে – পদ্মা ।

২৮. গভীর  সমুদ্র চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?

      উত্তর: ২০ সেপ্টেম্বর ২০২৩ ।

২৯. বাংলাদেশ কবে গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে?

      উত্তর: ২০ সেপ্টেম্বর ২০২৩ ।

৩০. ৯ সেপ্টেম্বর ২০২৩ জি-২০’র ২১তম সদস্যপদ লাভ করে কোন দেশ?

      উত্তর: আফ্রিকান ইউনিয়ন ।

৩১. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য –

      উত্তর: ১৬৯ টি । ( সর্বশেষ - গুয়েতেমালা)

৩২. সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের কততম অধিবেশন শুরু হয় – ৭৮ তম ।

৩৩. আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় –

      উত্তর: (৪-৭) সেপ্টেম্বর ২০২৩ ( জাকার্তা, ইন্দেনেশিয়া)

৩৪. আসিয়ানের ৪৪তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে –   লাওস ।

 

নভেম্বর- ২০২৩

১. ২৬ সেপ্টেম্বর ২০২৩ দেশের কোন বিশ্ববিদ্যালয় ১ম পিতৃত্বকালীন ছুটি চালু করে? 

– রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ।

২. দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি?

      উত্তর: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ।

৩. দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত ? – কক্সবাজার ।

৪. বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কী?

      উত্তর: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি ।

৫. মালদ্বীপের নতুর প্রেসিডেন্ট কে ?

      উত্তর: মোহাম্মদ মুইজ্জু

৬. ডোমিনিকার ১ম নারী এবং ১ম আদিবাসী প্রেসিডেন্ট কে?

      উত্তর: wmjfvwb evU©b |

7. AvšÍR©vwZK Awfevmb ms¯’vi (IOM) 1g bvix gnvmwPe †K?

     DËi: A¨vwg B. †cvc |

8. 25 †m‡Þ¤^i 2023 hy³ivóª †Kvb Øxc‡K Ò¯^vaxb I mve©‡fŠg iv‡óªiÓ ¯^xK…wZ †`q ?

     DËi: KzK AvBj¨vÛm Ges  wbDB |

9. Gkxq AeKvVv‡gv wewb‡qvM e¨vs‡Ki (AIIB) eZ©gvb m`m¨ KZ?

     DËi: 93 wU | (me©‡kl - wjweqv)

10. AvšÍRv©wZK AvYweK kw³ ms¯’vi (IAEA) eZ©gvb m`m¨ KZ?

     DËi: 178 wU (me©‡kl - wMwb)

11. 28Zg RvwZmsN Rjevqy cwieZ©b m‡¤§jb (COP-28) K‡e AbywôZ nq?

     DËi: 30 b‡f¤^i - 12 wW‡m¤^i 2023 (`yevB, mshy³ Avie AvwgivZ)

12. 30Zg APEC kxl© m‡¤§jb †Kv_vq AbywôZ nq?

     DËi: 15-17 b‡f¤^I 2023 (mvbd«vwÝm‡Kv, hy³ivóª)

13. e½eÜzi Rxebxwbf©i Pjw”PÎ ÒgywRe: GKwU RvwZi iƒcKviÓ K‡e gyw³ cvq?

     DËi:  13 A‡±vei 2023 (cwiPvjK - k¨vg †e‡bMvj)

14. 2023 mv‡j KZRb e¨w³ †bv‡ej cyi¯‹vi jvf K‡ib?

     DËi: K¨vZvwjb K¨vwi‡Kv Ges Wªy IqvBRg¨vb |

15. c`v_© we`¨vq †bv‡ej cyi¯‹vi jvf K‡ib?

     DËi: wc‡qi Av‡Mvw¯Íwb, †d‡iÝ µvDR Ges A¨vb wj‡qi |

16. imvq‡b †bv‡ej cyi¯‹vi jvf K‡ib †K?

     DËi: Av‡jw· BqvwKgf, gyw½ evI‡qwÛ Ges jyB eªæm |

17. mvwn‡Z¨ †bv‡ej cy¯‹vi jvf K‡ib †K?

     DËi: A¨vwb Avi‡bv |

18. kvwšÍ‡Z †bv‡ej cyi¯‹vi jvf K‡ib †K?

     DËi: bvwM©m †gvnv¤§w` |

19. A_©bxwZ‡Z †bv‡ej cyi¯‹vi jvf K‡ib †K?

     DËi: K¬wWqv †MvjwWb |

20. †Kvb mv‡ji Awjw¤ú‡K wU-20 wµ‡KU AšÍfz©³ n‡e?

     DËi: 2028 mvj |

21. 2030 mv‡j 24Zg wek¦Kvc dzUe‡ji g~j Av‡qvRK †`k †KvbwU?

     DËi: gi‡°v, †¯úb I cZz©Mvj |

 

wW‡m¤^i- ২০২৩

1. 29 A‡±vei 2023 †Kvb cÖwZôvb e½eÜz‡K m¤§vbm~PK ÒW±i Ae jRÓ (gi‡YvËi) 

     wWwMÖ †`q?      

     DËi: XvKv wek¦wea¨vjq |

2. wek¦ ¯^v¯’¨ ms¯’vi `wÿY-c~e© Gwkqvi AvÂwjK cwiPvjK c‡` wbev©wPZ nb †Kvb evsjv‡`wk?   

    DËi: mvqgv Iqv‡R` cyZzj |

3. †`‡ki 1g AvBKwbK †ij‡÷k‡bi ¯’cwZ †K?

     DËi:  †gv. d‡qR Djøvn |

4. †KvbwU 1320 †gMvIqvUi we`y¨r †K›`ª?

     DËi: ivgcvj Zvcwe`y¨r †K›`ª, cvqiv Zvcwe`y¨r †K›`ª Ges Gm Gm cvIqvi cøv›U |

5. gvZvievwo Zvc we`y¨r †K›`ª KZ †gMvIqv‡Ui?

     DËi: 1200 ‡gMvIqvU |

6. †`‡ki 1g Uv‡b‡ji ‰`N¨© KZ wK‡jvwgUvi?

     DËi: 3. 32 wK‡jvwgUvi |

7. b¨vkbvj KvW© w¯‹g ÒUvKv †cÓ D‡Øvab Kiv nq K‡e?

     DËi: 1 b‡f¤^i 2023 |

8. eZ©gv‡b †`‡k †gvU exgv †Kv¤úvwbi msL¨v KZwU?

     DËi: 82 wU | (me©‡kl - kvšÍv jvBd BÝy¨‡iÝ wcGjwm |

9. eZ©gv‡b †`‡k miKvwi wek¦we`¨vjq KZwU?

     DËi: 55 wU | (me©‡kl - gywRebMi wek¦we`¨vjq, †g‡nicyi)

10. eZ©gv‡b †`‡k BDwbq‡bi msL¨v KZwU?

     DËi: 4,596 wU |

11. 13 wW‡m¤^i 2023 mßg †`k wn‡m‡e ¯^‡ívbœZ †`k¸‡jvi (LDC) 

 ZvwjKv †_‡K †ei n‡e †Kvb †`k?      

 DËi: fzUvb |

12. 2 b‡f¤^i 2023 †Kvb †`k CTBT ‡_‡K AvbyôvwbKfv‡e wb‡R‡`i 

  cÖZ¨vnvi K‡i ‡bq?     

 DËi: ivwkqv।

13. gvj‡qwkqvi bZzb ivRv †K?

  DËi: Beªvwng myjZvb B¯‹v›`vi |

14. wek¦ ¯^v¯’¨ ms¯’v (WHO) evsjv‡`k‡K †Kvb †ivMgy³ †NvlYv K‡i‡Q?

 DËi: ‡cvwjI, dvB‡jwiqv (‡Mv`) Ges KvjvR¡i |

15. we‡k¦i KZZg †`k wn‡m‡e evsjv‡`k KvjvR¡i wbg~©‡ji ¯^xK…wZ cvq?

 DËi: cÖ_g †`k wn‡m‡e |

16. evsjv‡`‡ki 1g miKvwi f¨vKwmb cøv›U wbwg©Z n‡e †Kv_vq?

  DËi: †MvcvjMÄ |

17. cybM©Vb I Dbœq‡bi Rb¨ BD‡ivcxq e¨vs‡Ki (EBRD) eZ©gvb m`m¨ KZ?

 DËi: 74 wU | (me©‡kl - BivK)

18. AvšÍR©vwZK Aciva Av`vjZ (ICC) Gi eZ©gvb m`m¨ KZ?

 DËi: 124 wU | (124Zg m`m¨ - Av‡g©wbqv)

19. 1 Rvbyqvwi 2024 †Kvb †`k wek¦ ch©Ub ms¯’vi (UNWTO) 

  160Zg m`m¨c` jvf K‡i?         

 DËi: †ewjR |

20. wek¦ evwYR¨ ms¯’vi (WTO) 13Zg gwš¿ch©v‡qi m‡¤§jb †Kv_vq AbywôZ n‡e?

 DËi: Aveyavwe, mshy³ Avie AvwgivZ | (26-29 †deªæqvwi 2024)

21. 2023 mv‡ji e¨vjb wWÕAi Rqx †K?                 

 DËi: wjI‡bj †gwm |

22. AvšÍRv©wZK wµ‡K‡U 1g UvBgW AvDU nIqv wµ‡KUvi †K?

  DËi: A¨v‡Ä‡jv g¨vw_Dm |

23. 2025 mv‡j beg AvBwmwm P¨vw¤úqÝ Uªwd‡Z KZwU †`k AskMÖnY Ki‡e?

  DËi: 8wU †`k |

24. 13Zg wek¦Kvc wµ‡K‡U P¨vw¤úqb nq †Kvb †`k?

  DËi: A‡÷ªwjqv |

 

বাজেট

২২. ২০২২-২০২৩ অর্থবছরের জন্য মোট বাজেট কত ?

      উত্তর: ৬, ৭৮, ০৬৪ কোটি টাকা ।

২৩. ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য মোট বাজেট কত ?

      উত্তর: ৭, ৬২, ৭৮৫ কোটি টাকা ।

২৪. রাজস্ব আয় = ৫, ০৩, ৯০০ কোটি টাকা ।

২৫. বাজেট ঘাটতি = ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা ।

 


No comments

Theme images by Maliketh. Powered by Blogger.