Header ads

সাম্প্রতিক বাছাইকৃত গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান প্রশ্নোত্তর ।। General Knowledge Questions and Answers

 সাম্প্রতিক বাছাইকৃত গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান প্রশ্নোত্তর

 বাংলাদেশ

 ১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল কবে উদ্বোধন হয় কবে?

      উত্তর: ৭ অক্টোবর ২০২৩।

 ২. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৩য় টার্মিনালের নকশাকার কে?

     উত্তর: রোহানি বাহারিন (সিঙ্গাপুর)।

৫. পদ্মা রেল সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন চলাচল কত তারিখে উদ্বোধন করা হলো?

      উত্তর: ১০ অক্টোবর ২০২৩।

৬. বঙ্গবন্ধু টানেল/কর্ণফুলী টানেল কত তারিখে উদ্বোধন করা হবে?

      উত্তর: ২৮ অক্টোবর ২০২৩।

৭. বাংলাদেশের নবনিযুক্ত ২৪তম প্রধান বিচারপতির নাম কী?

      উত্তর: ওবায়দুল হাসান।

৮. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর-ফার্মগ্রেট অংশের উদ্বোধন হয় কত

      তারিখে?                      

     উত্তর: ২ সেপ্টেম্বর ২০২৩।

৯. বাংলাদেশের নতুন উদ্ভাবিত বারোমাসি আঁঠাবিহীন কাঁঠালের জাতের নাম কী?

      উত্তর: বারি কাঁঠাল-৬

১০. বাংলাদেশের প্রথম প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটির নাম কী?

      উত্তর: সহায় প্রেগন্যান্সি।


১১. ২০২৪ সালের ৯৬তম অস্কারে মনোনয়ন পাওয়া বাংলাদেশি চলচ্চিত্রের নাম কী?

      উত্তর: পায়ের তলায় মাটি নাই ।

১২. কোন দেশের সহায়তায় 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' উৎক্ষেপণ করা হবে?

      উত্তর: ফ্রান্সের।

১৩. দেশের কোন সরকারি হাসপাতালে সর্বপ্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়?

      উত্তর: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ।

১৪. বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর?

      উত্তর: ৬০ বছর।

১৫. জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত?

       উত্তর: ১,০০৮ টি।

১৬. জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে বর্তমানে দেশের দীর্ঘতম নদী কোনটি?

      উত্তর: পদ্মা।

১৭. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' মূলত কোন ধরনের স্যাটেলাইট?

      উত্তর: আর্থ অবজারভেটরি স্যাটেলাইট।

 ১৮. দেশের প্রথম  ট্যানেলের  নাম কী?

      উত্তর: কর্ণফুলী ট্যানেল / বঙ্গবন্ধু ট্যানেল। 

১৯. যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রতিবেদন অনুযায়ী

      বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর কোনটি?

      উত্তর: ঢাকা।

২০. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ কততম

      পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হবে?

      উত্তর: ৩৩ তম।

21. Digital Security Act-2018-এর বতর্মান নাম কী?

      উত্তর: Cyber Security Act-2023

২২. ২০২৩ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?

      উত্তর: করভি রাকসান্দ।

২৩. বাংলাদেশের বর্তমান অর্থসচিবের নাম কী?

      উত্তর: মো: খায়রুজ্জামন মজুমদার।

২৪. শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?

      উত্তর: বঙ্গমাতা।

২৫. দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্রের নাম কী?

       উত্তর: তিস্তা সোলার লিমিটেড।

২৬. দেশের প্রথম সৌর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?

      উত্তর: কাপ্তাই রাঙ্গামাটি।

২৭. ‘স্মার্ট বাংলাদেশ' দিবস কত তারিখে পালিত হবে?

      উত্তর: ১২ ডিসেম্বর।

২৮. ডিজিটাল বাংলাদেশ দিবসের বর্তমান নাম কী?

      উত্তর: স্মার্ট বাংলাদেশ দিবস।

২৯. বাংলাদেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক (CGA) কের নাম কী?

      উত্তর: ফাহমিদা ইসলাম।

৩০. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?

      উত্তর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

৩১. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্ধোধন করা হয় কবে?

      উত্তর: ২ সেপ্টেম্বর ২০২৩।

৩৩. বর্তমানে বাংলাদেশে ইসি'র নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?

      উত্তর: ৪৪ টি।

৩৪. বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন নাম কী?

      উত্তর: সাইবার নিরাপত্তা আইন ।

৩৫. বাংলাদেশের ১৭তম বা সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের নাম কী?

      উত্তর: নাটোরের কাঁচাগোল্লা ।

৩৬. নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার মূল কারিগরের নাম কী?

      উত্তর: মধুসূদন পাল ।

৩৭. বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্রের নাম কী?

      উত্তর: তিস্তা সোলার লিমিটেড।

৩৮. জনতা ব্যাংক লিমিটেডের নতুন নাম কী?

      উত্তর: জনতা ব্যাংক পিএলসি।

 

সর্বজনীন পেনশন ব্যবস্থা

১. বাংলাদেশে কত তারিখে সর্বজনীন পেনশন ব্যবস্থা কবে উদ্ধোধন করা হয়?

      উত্তর: ১৭ আগষ্ট ২০২৩।

২. সর্বজনীন পেনশন ব্যবস্থায় কয়টা স্কীম?

      উত্তর: ৪টি (প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাস)

৩. প্রবাসীদের জন্য চালুকৃত পেনশন স্কীমের নাম কী?

      উত্তর: প্রবাস পেনশন স্কীম।

 আর্ন্তজাতিক

 ২. সূর্যে গবেষণার জন্য পাঠানো ভারতের মহাকাশযানের নাম কী?

      উত্তর: আদিত্য এল-১

. জি-২০ এর সর্বশেষ সদস্য কে?

        উত্তর: আফ্রিকান ইউনিয়ন (২১তম সদস্য)

. জি-২০ এর ২০২৩ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

        উত্তর: নয়া দিল্লী, ভারত।

. জি-২০ এর ২০২৪ সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

      উত্তর: রিউও জেনেরিও, ব্রাজিল।

. ইউনেস্কো ঘোষিত ভারতের বিশ্ব ঐতিত্যের স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ প্রতিষ্ঠানের নাম কী?

উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন

১১. ১৫ তম BRICS কোথায় অনুষ্ঠিত হয়?

        উত্তর: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।

১২. চাঁদের বুকে অবতরণের সময় ধ্বংসপ্রাপ্ত রাশিয়ার মহাকাশযানের নাম কী?

        উত্তর: লুনা ২৫।

১৩. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুযায়ী তৈরি পোশাক রপ্তনিতে শীর্ষ দেশ

        কোনটি?                               

     উত্তর: চীন।

১৪. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি  

        পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?

      উত্তর: ২য়

১৫. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুয়ায়ী রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

        উত্তর: চীন (আমদানিতে যুক্তরাষ্ট্র)

 চন্দ্রযান-

. চাঁদের বুকে সফলভাবে অবতরণকৃত ভারতীয় মহাকাশযানের নাম কী?

      উত্তর: চন্দ্রযান ৩।

২. ভারতের চন্দ্রযান- চাঁদের কোন মেরুতে অবতরণ করে?

        উত্তর: দক্ষিণ মেরুতে।

৩. কততম দেশ হিসেবে ভারতের মহাকশযান চাঁদের মাটি স্পর্শ করে?

        উত্তর: চতুর্থ (রাশিয়া, আমেরিকা, চীনের পর)

 

ক্রীড়াঙ্গন
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

 . বিশ্বকাপ ক্রিকেটে ২০২৩ আয়োজক দেশ?

      উত্তর: ভারত (অংশগ্রহণকারী দেশের সংখ্যা-১০)

. বিশ্বকাপ ক্রিকেট-২০২৩ এর লোগোর নাম কী?

        উত্তর: নভরাসা।

৩. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর অফিসিয়াল থিমসং কী?

      উত্তর: দিল জশন বোলে।

৪. প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করতে  

        যাচ্ছে বাংলাদেশের কোন অ্যাম্পায়ার?

      উত্তর: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

৫. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে?

      উত্তর: আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

৬. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ কত তারিখে অনুষ্ঠিত হবে?

      উত্তর: ১৯ নভেম্বর ২০২৩।

 খেলাধুলা

. বাংলাদেশকে বিশ্বকাপ ক্রিকেটে নেতৃত্বদানকারী অধিনায়কের নাম কী?

        উত্তর: সাকিব আল হাসান।

. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস কোন দলের?

      উত্তর: নেপাল ৩২৪ রান (মঙ্গোলিয়ার বিপক্ষে)

৩. আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক কে?

      উত্তর: কুশাল মাল্লা (৩৪ বলে)

৪. ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়?

      উত্তর: সুনীল নারাইন। 

নারী বিশ্বকাপ ফুটবল-২০২৩

. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?

      উত্তর: অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।

. ২০২৩ সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?

      উত্তর: স্পেন (ইংল্যান্ডকে হারিয়ে)

. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ গোল্ডেন বল লাভ করে কোন খেলোয়াড়?

        উত্তর: আইতানা বোনমাতি (স্পেন) 

এশিয়া কাপ ক্রিকেট- ২০২৩

. এশিয়া কাপ ক্রিকেট আয়োজক দেশের নাম কী?

        উত্তর: পাকিস্থান এবং শ্রীলংকা।

. এশিয়া কাপে সর্বপ্রথম অংশগ্রহণকারী দেশের নাম কী?

      উত্তর: নেপাল

. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

        উত্তর: ভারত (শ্রীলংকাকে ১০ উইকেটে হারিয়ে)

 

নোবেলনামা ২০২৩

. ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

      উত্তর: ক্লভিয়া গোল্ডেন (ইউএসএ)

. অর্থনীতিতে ক্লভিয়া গোল্ডেন নোবেল পুরস্কার পান কোন বিষয়য়ে ভূমিকা পালনের জন্য?

        উত্তর: শ্রমবাজারে নারীর ভূমিকা।

. ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

        উত্তর: ক্যাটালিন কারিকো (হাঙ্গেরি) এবং ডু উইসম্যান (ইউএসএ)

. চিকিৎসাশাস্ত্রে কোন বিষয়ের সাথে অবদানের জন্য তারা নোবেল পুরস্কার পান?

      উত্তর: কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন বিকাশের জন্য।

. ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

      উত্তর: মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস এস ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ (তিনজনই

      ইউএসএর নাগরিক)

. ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

      উত্তর: জন ওলাভ ফসে/ জন ফসে (নরওয়ে)

. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী এবং তিনি কোন দেশের নাগরিক?

        উত্তর: নার্গিস মোহাম্মদী এবং তিনি ইরানের নাগরিক।

. নার্গিস মোহাম্মদীকে কোন বিষয়ে অবদানের জন্য ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়?

      উত্তর: ইরানের নারীদের এবং মানবাধিকার পক্ষে সোচ্চার থাকার জন্য।

. ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

        উত্তর: পিয়েরে অ্যাগোস্টিনি (মার্কিন যুক্তরাষ্ট্র), ফেরেস্ক ক্রাউস (জার্মানি) এবং

       অ্যান ল'হুইলিয়ার (সুইডেন)

 

নোবেল পুরস্কার ঘোষিত হওয়ার পরীক্ষায় আসার মতো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

. নোবেল পুরস্কারের প্রবর্তকের নাম কী?

      উত্তর: আলফ্রেড নোবেল।

. সর্বপ্রথম কত সালে নোবেল পুরস্কার প্রদান কারা হয়?

      উত্তর: ১৯০১ সালে।

. ১৯০১ সালে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়?

      উত্তর: পাঁচটি বিষয়ের উপর।

. অর্থনীতিকে কত সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়?

      উত্তর: ১৯৬৯ সালে।

. বর্তমানে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়?

         উত্তর: ৬টি।

. শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?

        উত্তর: নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট

. পদার্থ, রসায়ন অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?

        উত্তর: রয়েল সুইডশ একাডেমি অব সাইন্সেস।

. সাহেত্যে নোবেল পুরস্কার ঘোষাণা করে কোন কমিটি?

      উত্তর: সুইডিশ একাডেমি।

. নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?

        উত্তর: কোটি সুইডিশ ক্রোনার।

১০. শান্তিতে সর্বাধিক তিন বার নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?

      উত্তর: রেড ক্রস

 

জলবায়ু

*  বিশ্বের সবচেয়ে কার্বণ নিঃসরণ করে - চীন ।

* মাথাপিছু কার্বণ নিঃসরণে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র ।

* মাথাপিছু গ্রীন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ - কাতার ।

* বিশ্বের ১ম কার্বণ শূন্য দেশ - ভূটান ।

* বিশ্বের ১ম কার্বণ কর চালু করে - ফিনল্যান্ড ।

* বিশ্বের ১ম কার্বণ শুল্ক করে - ইউরোপীয় ইউনিয়ন । (১অক্টোবর ২০২৩)

* পৃথিবীতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে - রাশিয়া ।

* দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে - ভূটান । 

* বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে জেলায় - বাগেরহাট জেলায় ।

* বিশ্বের সবচেয়ে বড় বনভূমি - তৈগা বনভূমি । 

* পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট - আমাজান । আমাজানকে বলা হয় পৃথিবীর ফুসফুস । কারণ পৃথিবীর মোট অক্সিজেনের ২০% সরবরাহ করে আমাজান । 

* পৃথিবীতে বেশি সংখ্যক ম্যানগ্রোভ বন রয়েছে - ইন্দোনেশিয়ায় ।

* পৃথিবীতে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন - সুন্দরবন । 

* টেকসই পরিবেশ উন্নয়ন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে ।

* নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন Green Peace ১৯৭৪ থেকে কাজ করে যাচ্ছে ।

* ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন World Watch 1991 থেকে কাজ করে যাচ্ছে ।

*  ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক পরিবেশবাদী সংগঠন EEA/ European Environment Agency ১৯৯৩ সাল থেকে কাজ করে যাচ্ছে । 

* বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৯৯২ সাল থেকে কাজ করে যাচ্ছে - আইনজীবীদের সংগঠন BELA (Bangladesh Environment Lowers Association. এবং ২০০০ সাল থেকে কাজ করে যাচ্ছে BAPA (Bangladesh Poribesh Andolan)

* পরিবেশগত আন্তর্জাতিক কর্মসূচি গ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় UNEP (United Nations Environment Programme) । এর সদর দপ্তর নাইরোবিতে । 

* বিশ্ব আবহাওয়া ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় WMO (World Meteorological Organization) । এর সদর দপ্তর জেনেভা ।

* WMO ও UNEP এর উদ্যোগে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় IPCC (Intergovernmental Panel on Climate Change). এর সদর দপ্তর জেনেভা । সংগঠিনটি শান্তিতে নোবেল পায় - ২০০৭ সালে ।

* জাতিসংঘের উদ্যোগে ১৯৯২ সালে স্বাক্ষরিত হয় UNFCCC (United Nations Framework Convention on Climate Change). এটি কার্যকর হয় ১৯৮৪ সালে । বাংলাদেশ স্বাক্ষর করে ১৯৯২ সালে এবং অনুমোদন করে ১৯৯৪ সালে ।

 

COP - Conference Of the  Parties

 * প্রতিবছর UNFCCC এর উদ্যোগে যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় সে সম্মেলনকে বলা হয় - COP.

* COP-1 সম্মেলন হয় ১৯৯৫ সালে বার্লিনে ।

* COP-28 সম্মেলন হয় 2023 সালে দুবাই ।

* COP-29 সম্মেলন হয় 2024 সালে বাকুতে ।

* COP-30 সম্মেলন হয় 2025 সালে রিওডি জেনেরিওতে ।

প্যারিস জলবায়ু চুক্তি

  •  স্বাক্ষরিত হয় - ২২ এপ্রিল ২০১৬ সালে ।
  • কার্যকর হয় - ৪ নভেম্বর ২০১৬ সালে ।
  • বাংলাদেশ স্বাক্ষর করে - ২২ এপ্রিল ২০১৬ সালে ।

উদ্দেশ্য - আগামী ২০৫০ সালের মধ্যে শিল্পবিপ্লবের সময়কার তাপমাত্রার থেকে পৃথিবীর  

                গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমানো ।

  • যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় - ৪ নভেম্বর ২০২০ সালে ।
  • যুক্তরাষ্ট্র এ চুক্তিতে আবার ফিরে আসে ১৯ ফেব্রুয়ারি ২০২১ সালে ।

 

 কিয়াটো প্রটোকল

  • স্বাক্ষরিত হয় - ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে ।
  • কার্যকর হয় - ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে ।
  • বাংলাদেশ স্বাক্ষর করে - ২০০১ সালে ।

উদ্দেশ্য:বৈশ্বিক উষ্ণতা হ্রাস কল্পে কার্বণ ডাইঅক্সাইড নিঃসরণের মাত্রা কমিয়ে আনা যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় - ২০০১ সালে ।


 

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.