Header ads

বঙ্গভঙ্গের কারণ কী? বঙ্গভঙ্গ রদের পর ভারতীয় মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল? ব্যাখ্যা করো।

বঙ্গভঙ্গের কারণ কী? বঙ্গভঙ্গ রদের পর ভারতীয় মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল? ব্যাখ্যা করো।

বঙ্গভঙ্গের কারণ কী? বঙ্গভঙ্গ রদের পর ভারতীয় মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল? ব্যাখ্যা করো। 

    বঙ্গভঙ্গ পূর্ব বাংলার মানুষের মনে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মনে নতুন আশা-আকাঙ্খা ও উদ্দীপনার সৃষ্টি করে। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার জনগণ উল্লসিত হলেও কিন্তু চূড়ান্ত পরিণতিতে বঙ্গভঙ্গ রদ হয়। যার ফলে মুসলমানরা হতাশ হয়ে পড়ে। 

বঙ্গভঙ্গের কারণ: 

১.    প্রশাসনিক কারণ: বঙ্গভঙ্গ অন্যতম প্রধান কারণ ছিল প্রশাসনিক সংস্কার পরিকল্পনা। বিশাল প্রদেশের বাংলার আয়তন ছিল ১ লক্ষ ৮৯ হাজার বর্গমাইল এবং উপমহাদেশের এক-তৃতীয়াংশ লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে। কলকাতা থেকে পূর্বাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা ছিল কঠিন কাজ। লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটিমাত্র প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিযুক্ত মনে করেননি। তাই ১৯০৩ খ্রিস্টাব্দে বাংলা প্রদেশকে দু'ভাগ করার পরিকল্পনা করেন এবং ১৯০৫ সালে তা কার্যকর হয়। 

২.    রাজনৈতিক কারণ: ভারতীয় উপমহাদেশ পাশ্চাত্য শিক্ষার প্রসারের সাথে সাথে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং এর ফলে ধীরে ধীরে জাতীয়তাবদী আন্দোলন গড়ে উঠতে থাকে। তখন এসব আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কলকাতা। ঢাকাকে রাজধানী করে সরকার আন্দোলনকে দমন করার চেষ্টা করে। এছাড়া ব্রিটিশদের বঙ্গভঙ্গের পেছনে  ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করা,  ব্রিটিশ সরকারের
 'ভাগ কর শাসন কর নীতি' বাস্তবায়ন করা প্রভৃতি  রাজনৈতিক উদ্দেশ্য ছিল। 

৩.    অর্থনৈতিক কারণ: পূর্ব বাংলার কাঁচামালে কলকাতায় গড়ে উঠেছিল বিভিন্ন শিল্প কারখানা, অপরদিকে পূর্ববঙ্গ দিন দিন অনগ্রসরতার দিকে যাচ্ছিল। যাবতীয় শিল্প, ব্যবসায়-বাণিজ্য, অফিস-আদালত, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি কলকাতার কেন্দ্রিভূত ছিল। ফলে পূর্ববাংলার মানুষ সর্বত্রই পিছিয়ে পড়েছিল। বঙ্গভঙ্গের ফলে নতুন রাজধানী ঢাকা হলে পূর্ববঙ্গের উন্নতি হবে বলে মুসলমানরা তা সমর্থন করে। 

৪.    সামাজিক কারণ: ব্রিটিশ শাসনামলে মুসলমান সম্প্রদায় বিভিন্নভাবে শোষিত ও বঞ্চিত হতে থাকে। ব্রিটিশ সরকার হিন্দুদের প্রতি উদারনীতি এবং মুসলমানদের প্রতি বৈরী নীতি অনুসরণ করত। মুসলমানরা সামাজিক প্রভাব-প্রতিপত্তিহীন একটি দরিদ্র, রিক্ত ও নিঃস্ব সম্প্রদায়ে পরিণত হয়। সুতরাং লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের চিন্তা-ভাবনা শুরু হলে পূর্ববাংলার মুসলমান সম্প্রদায় স্বভাবতই এর প্রতি সমর্থন জানায়। বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গের মুসলমানগণ তাদের হারানো প্রভাব-প্রতিপত্তি পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকে। 

৫.    ধর্মীয় কারণ: অবিভক্ত বাংলার পূর্ব অংশে মুসলমানগণ ছিল সংখ্যাগরিষ্ঠ এবং পশ্চিম অংশে হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ। ফলে এ দৃষ্টিকোণ থেকেও দুই সম্প্রদায়ের জন্য দুটি পৃথক প্রদেশের প্রয়োজনীয়তা দেখা দেয়। বঙ্গভঙ্গ হলে হিন্দু ও মুসলিম নিয়ে দুটি স্বতন্ত্র প্রদেশ গঠিত হবে বলে সবাই এটিকে সমর্থন করে। 

বঙ্গভঙ্গ রদের ফলে মুসলমানদের প্রতিক্রিয়া:

১.    মুসলমানদের মাঝে হাতাশার সৃষ্টি: 'পূর্ববঙ্গ ও আসাম' নামক নতুন প্রদেশ গঠিত হওয়ায় তাদের মধ্যে যে নবজাগরণের সৃষ্টি হয়েছিল, বঙ্গভঙ্গ রদের ফলে বাংলার মুসলমানদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। 

২.    সাম্প্রদায়িকতাবোধের বহি:প্রকাশ: পূর্ব বংলার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে এবং কলকাতার হিন্দুরা বঙ্গভঙ্গের বিপক্ষে আন্দোলন শুরু করে। ফলে হিন্দু-মুসলিম সম্পীতি নষ্ট হয়ে যায় এবং চরম সাম্প্রদায়িকতাবোধের উন্মেষ ঘটে। যার ফলশ্রুতিতে বাংলায় বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। এবং হাজার হাজার হিন্দু-মুসলমান মৃত্যুবরণ করেন। 
৩.    বৃটিশ সরকারের প্রতি অনাস্থা: ব্রিটিশ সরকার বলেছিল যে, বঙ্গভঙ্গ একটি যুগান্তকারী ঘটনা, তাই ইট কখনো রদ বা বাতিল করা যাবে না। কিন্তু কংগ্রেসের আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ফলে মুসলমানদের সরল বিশ্বাসের প্রতি অবমাননা করেন। এজন্য মুসলমানরা আর বৃটিশদের উপর আস্থা রাখতে পারলেন না। 

৪.    স্বপ্নভঙ্গ: বঙ্গভঙ্গ ছিল পূর্ব বঙ্গের সকল আশা-আকাঙ্খার পূরণের হাতিয়ার। এটি ছিল পূর্ব-বাংলার মুসলমানদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। তাই বঙ্গভঙ্গ বাতিল হওয়ার ফলে তাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটে এবং উন্নতির পথ বন্ধ হয়ে যায়। ফলে তারা অতিশয় হতাশ হয়ে পড়ে। 

৫.     মুসলিম লীগের জন্ম: বঙ্গভঙ্গ রদ করার জন্য কংগ্রেসের নেতৃত্বে কলকাতার হিন্দুরা সংগঠিত হচ্ছিল । ফলে পূর্ব বাংলার মুসলমানরা কংগ্রেস ত্যাগ করে। এরই প্রেক্ষাপটে পূর্ব বাংলার মুসলমানদের সংগঠিত করার জন্য মুসলিম লীগের আবির্ভাব ঘটে। 

৬.    রাজনৈতিক চেতনার সৃষ্টি: বঙ্গভঙ্গ রদের ফলে মুসলমানরা নতুন করে তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়। তাদের মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। 
পরিশেষে বলা যায় যে, বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের মধ্যে যে, আশা-আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, বঙ্গভঙ্গ রদের ফলে তা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। 

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.